নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রওনুক হাসান

আমি শূন্য অনুভূতির শূন্য লতা ।

রওনুক হাসান › বিস্তারিত পোস্টঃ

"ATM BOOTH" টাইপের মানুষ গুলো শুধু দিতে 'ই জানে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০

আজ কাল আমরা খুব বেশী অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছি ,
নিজের চেষ্টায় কিছু করতে চাই না । শুধু সুযোগ খুঁজে বেড়াই,
কখন " অন্য কে ঠকিয়ে নিজেকে স্বাবলম্বী করা যায়!
আমাদের ভেতরে মূল্যবোধ বলতে কিছু নেই ।
অন্যের টাকা খুব তৃপ্তির সাথে খরচ করতে পারি ।
নিজের মধ্যে একটুও সংকোচ হয় না...
একটুও অনুভব হয় না " এই টাকা অন্য এক জন খুব পরিশ্রম করে অর্জন করেছে ।
১০ টাকা ইনকাম করতে কতো বার যে রিক্সায় প্যাডেল মারতে হয় ,
সেটা শুধু এক জন রিকসা চালক ই জানেন ।
১০০ টাকা ইনকাম করতে কত কত বাড়ীর দরজায় কড়া নাড়তে হয়,
সেই হিসেব শুধু এক জন পেরিওালা জানেন ।
৫০০ টাকা ইনকাম করতে "ভাই লাগবে না ! জান তো " টাইপের কথা শুনতে হয়েছে ,
সে গল্প শুধু জানেন এক জন "সেলস ম্যেন"
১০০০ টাকা ইনকাম করতে ঘণ্টার পর ঘণ্টা বক বক করতে করতে এক সময় মুখ দিয়ে ফ্যেনা বের হয়ে যায়...কখনো কখনো মাথা জ্যেমও ধরে...।
এমন অসংখ্য গল্প জানেন এক জন ব্যবসায়ী ।
সামান্য ভুলের জন্য বস এর ঝাড়ি চুপ করে সহ্য করার গল্প জানেন " এক জন অফিস কর্মচারী ।
সৎ পথে অর্থ উপার্জন করা এতো সহজ নয় , অর্থ উপার্জন করতে প্রচুর শ্রম দিতে হয় ।
অন্যের টাকা নিজের পকেটে আনা এতটা সহজ নয় । যত টা সহজে আজকে তুমি খরচ করছ । নিজে পরিশ্রম করে ইনকাম করলে আজকে এই ভাবে খরচ করতে পারতে না তুমি ।
অনেক ছেলে মেয়ে আজকাল বলেও ফেলেঃ
"আব্বু অনেক কৃপন । হাত খরচের সামান্য টাকা টাও ঠিক মত দেয় না ।
"ভাইয়ার মন টা অনেক ছোট" সামান্য কয়টা টাকা ই তো চেয়েছি তাও দেয়নি ।
"আম্মু একটু বেশী হিসেবি ! এতো হিসেব করলে কি জীবন চলে ?
কিন্তু "সামান্য টাকা" ইনকাম করতে কতো টুকু শ্রম দিয়েছেন তোমার আব্বু !
কোন সন্তান ই বা সেই খবর রাখে ? কোন পরিবার ই বা সেই গল্প শুনেন ?
সবাই শুধু বলে "দাও" দিতে পারলে'ই ভালো । আব্বুর মন টা অনেক বড় ।
ভাইয়ার খুব উদার মনের মানুষ । তোমার শুনামে "পঞ্চমুখ"
সংসারে অর্থ উপার্জন কারি " এই "ATM BOOTH" টাইপের মানুষ গুলো শুধু দিতে 'ই জানে, এরা কখনো নিজে উপার্জিত টাকা নিজে খরচ করতে জানে না । শুধু অন্য কে দিয়ে খরচ করাতে জানে । শুধু অন্যদের হাসি- খুশী -আনন্দ- সুখে দেখলেই এদের ভালো লাগে ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭

মাসুদুর রহমান রানা বলেছেন: এটিএম ভূত হইয়া গেছি।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

আজমান আন্দালিব বলেছেন: মাসুদুর রহমান রানা বলেছেন: এটিএম ভূত হইয়া গেছি..কমেন্টে সুপার লাইক।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২০

হানিফঢাকা বলেছেন: When I was young, I used to have the same mentality. But, with the course of time, I myself become the only earning person of my family, the responsibility of the whole family is now on my own shoulder. Today I feel how my father earned money and spent for us-- how difficult it was to earn continue support to the family. I also have two child now, may be when they will grow enough to require money, they will feel the same as I felt my young life.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.