![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্বাপদের কবলে পড়েছে মানবতা
চারদিকে ক্রম বিকশিত হিংস্র দানবতা
প্রেম, ভালোবাসা, মায়া, মমতা
কাগুজে নোটে বন্দি
এক চিলতে সহানুভূতি যায় না পাওয়া
সীমাবদ্ধ মানবের গন্ডি!
সবাই ব্যস্ত নিজো নিজো কাজে
নিত্য যান্ত্রিক নগরে
দু দন্ড তাকাবার ফুসরত নাহি জোটে
বিশাল মানবের শহরে
বাড়ছে মানুষ বাড়ছে নগরের চৌহদ্দি
তারই সাথে বাড়ছে নিঃসঙ্গতা, বাড়ছে মনের বিকৃতি
ঝরছে রক্ত প্রতিনিয়ত, বিশাল হচ্ছে ক্ষত
নেই উপশম, আছে শুধু দূরারোগ্য যত!
কাকের গোস্ত খায় না কাকে
মানুষ মানুষেরটা খায়
সৃষ্টির সেরা জীবের কপালে
পড়েছে জানোয়ারের তিলক তাই!
©somewhere in net ltd.