নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরশি নগর

মহসিন রনি

ভাঙা আরশির অস্বচ্ছ বুকে খুজি নয়ত নিজের মুখচ্ছবি...

মহসিন রনি › বিস্তারিত পোস্টঃ

রসিক বেদন!

১১ ই মে, ২০১৪ রাত ১২:৩৮

যে জন রচে আইনের ধারা

তার কাছে সবই সারা

মানতে বারন ভাঙতে দারুণ

বেটা অতীতের ঘৃণ্য কারুণ!



যত দোষ জনগণ ঘোষ

ভুগতে হবে সইতে হবে হরেক রোষ

উহ্ শব্দ করতে বারণ

আসবে তেড়ে কালো বাহন!



চামচামি আর তৈল মর্দন

ভালোই জানেন বুদ্ধিজীবীগণ

হক কথা হয় না স্মরণ

নচেত্‍ কি করে জুটবে নোটের কাহন!



সন্দেশের কারিগর মনের মতন

লাল, নীল আর হলুদের করে যতন

বানায় গাঁজা নয় মিষ্টি

সবই অখাদ্য, মিছে অনাসৃষ্টি!



পাঠশালা, পানশালা যেনো ভাই ভাই

নহে বিদ্যা, শুধু চকচকে নোট চাই

মানবের বদলে হয় ডাকাত উত্‍পাদন

মন্দের খুটিঁ তাই শক্ত, শক্ত তার পাটাতন!



হায়রে মানবদরদী

মানুষ নিয়াই তোর যতো রাজনীতি

তলে তলে ফন্দি ফিকির

কাড়ি কাড়ি অর্থ আর সম্পদের ঝিকির!



সমাজপতি সমাজের বারোটা বাজান

অন্যের হক করে নষ্ট নিজের বাগান সাজান

বলেন ভালো, চলন কালো

আমজনতা চিত্‍কারিয় কয়, "ভালো ভালো!"



অবশেষে আমার মতন বিক্ষুব্ধ-জন

গুমঢ়ে মরেন, ঢরে কাঁপেন, শরমিন্দা হন

অক্ষমতাকে নিয়তি ধরে, করেন জীবন যাপন

মাঝে মাঝে অবাধ্য মন, দু'চার লাইন লিখে মিছে খুশি হন!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.