![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশব্যাপী যে অনাচার এবং অনিয়মের মড়ক চলছে তাতে চোখ বুজে থাকা মানে "অন্যায়, অবিচার, সন্ত্রাস, দূর্নীতি এবং অনাচার"কে দানব আকৃতি দানে সহযোগিতার শামিল। সেক্ষেত্রে, দেশব্যাপী ঘটে যাওয়া সমস্ত গুম-খুনের জন্য পরোক্ষভাবে আমরাও দায়ী!
কোন এক মনীষী বলেছেন, "সমাজ কলুষিত হয় খারাপ মানুষের জন্য নয় বরং ভাল মানুষের নিষ্ক্রিয়তার জন্য।"
আমার এ কথাগুলোর মানে এই নয় যে আমাকে রাস্তায় নেমে চিত্কার করে প্রতিবাদে ফেটে পড়তে হবে। তবে চূড়ান্ত করণীয় হিসেবে এমন প্রতিবাদ কর্মসূচি তালিকাবদ্ধ করা যেতে পারে।
সবার আগে আমাদের দেশ, সমাজ এবং রাজনীতি সম্পর্কে সর্বোচ্চ সচেতন হওয়া জরুরি। জানা উচিত দেশের সংবিধান এবং আইন-আদালতের কার্যক্রম সম্পর্কে। জানা উচিত সরকার, রাষ্ট্র এবং দলের মধ্যকার পার্থক্য এবং কর্মপরিধি।
এতদ্ব সংক্রান্ত জ্ঞান এবং এ জ্ঞানকে সাধারণ্যের মাঝে ব্যাপক হারে ছড়িয়ে দেয়ার কাজটি করতে হবে দ্বিতীয় ধাপে। জ্ঞানের অস্ত্রে সজ্জিত মানুষ পারমাণবিক বোমার চেয়েও অত্যাধিক শক্তিশালী এবং মরণঘাতী।
আজ সময় আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে সমগ্র দেশবাসীকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলা। নচেত্ অন্ধকার চিরদিনের জন্য গ্রাস করবে প্রিয় মাতৃভূমিকে!
©somewhere in net ltd.