নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৮

গাছ মরে গেলে সেখানে রাতের জন্ম হয়
কেওড়া জলে ধোয়া গহীন ও কালো জঙ্গি পতাকার মতো
রাত
বাতাসে ওড়ে
গাছ মরে গেলে বেঁচে থাকা ভ্রষ্ট সময় ধুঁকে ধুঁকে পচে
আগুনে আগুন লেগে অঙ্গার হ’য়ে ঘোরে
পৃথিবীতে বিষুবরেখায় ও
মানুষের বনে

গাছ মরে গেলে সেখানে পাপ এসে মেশে কালের মোহনায়

অত‌এব এসো সারিবদ্ধ হ‌ও হাত তোলো
ঈশ্বর এখানে আছেন

২০.১০.২০১৭; উত্তরা

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২০

ভ্রমরের ডানা বলেছেন:


খুবই গভীরের কথা! সাধারনের সাধ্যবহির্ভূত কবিতা!

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২২

ঋতো আহমেদ বলেছেন: বলেন কী !!

২| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৩

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ভাই

৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৩

আবু তালেব শেখ বলেছেন: কবিতার অর্থ বুঝতে হলে ঠান্ডা মাথায় পড়বো।

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৪

ঋতো আহমেদ বলেছেন: হা হা.. ও কে .. আবার প‌ইড়েন। তারপর কী বুঝলেন ক‌ইয়েন

৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৫

বানেসা পরী বলেছেন: হাত তুলে তো কতকিছুই চাইলাম জীবনে।
তবে বিশ্বাসটা জরুরী।
আর সঙ্ঘবদ্ধ লড়াইটাই ফ্যাক্ট।

কবিতা বিশেষ বুঝিনা। তবে মনে হল ভালই লিখেছেন।

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৬

ঋতো আহমেদ বলেছেন: কবিতা না বুঝেও তো অনেক কিছু বুঝে ফেলেছেন। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি প্রতিদিন অন্তত একটি করে কবিতা পড়বেন।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৩

সুমন কর বলেছেন: ভ্রমরের ডানা বলেছেন: খুবই গভীরের কথা! সাধারণের সাধ্যবহির্ভূত কবিতা! -- সহমত।

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৮

ঋতো আহমেদ বলেছেন: ঠিক আছে দাদা এর পরের পোস্টে সহজবোধ্য কবিতা রাখবো কথা দিচ্ছি ।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২১

মায়িশা তাসনিম ইসলাম বলেছেন: সুন্দর লেখা....

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৩

ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মায়িশা

৭| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৫

জাহিদ অনিক বলেছেন:


বড় শক্ত কবিতা ঋতো আহমেদ ।

ভাল লাগছে। পড়লাম। আবারও পড়ার ইচ্ছে আছে।

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৯

ঋতো আহমেদ বলেছেন: জাহিদ অনিক আপনার মন্তব্য পেয়ে ভাল লাগলো। কবিতা কে শক্ত বা দূর্বোধ‍্য বললে মাঝে মধ্যে শক্ত হতে ইচ্ছে করে কিন্তু তা হ‌ওয়া যায় না। পাঠকের কাছে পৌঁছাতে পারাটাও তো প্রয়োজনীয়। সামনে আরো সহজ হ‌ওয়ার দিকে মনোযোগী হবো। ধন্যবাদ। ভাল থাকবেন।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা ভালো লাগছে। এবং দুর্বোধ্য মনে হয় নাই। জটিলও না। যেটা আছে তা কবির মুনশিয়ানা। আমার মনে হইছে 'গাছ' এইখানে একমাত্র রূপক যারে ভাঙতে পারলে কবিতাটার জট খুলে যায়।

আবার মন্তব্য করার কারণ, দু'দিন আগে আমার একটা কবিতাতেও কয়েকজন দুর্বোধ্য বলছে। কিন্তু তা নয়। এইখানে যথেষ্টসংখ্যকবার পাঠের প্রয়োজন।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৭

ঋতো আহমেদ বলেছেন: বাহ্, খুব সহজ ও সুন্দর করে বললেন। কিছু কবিতা আছে বারবার পাঠ করলেই ধীরে ধীরে সে উন্মোচিত হয় তার ব‍্যপকতা নিয়ে। আপনার মূল্যবান মন্তব্য ভালো লাগলো। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কবিতা কে দূর্বোধ‍্য বললে কবির কেমন লাগে। শুভ কামনা

৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৪

জাহিদ অনিক বলেছেন:


সামনে আরো সহজ হ‌ওয়ার দিকে মনোযোগী হবো।
- ধুর ছাই না, আপনি আপনার মতই লিখবেন। পাঠক এটাই পছন্দ করেছে।

কবিতার শব্দচয়ন কঠিন তারমানে এই না যে কবিতাটি দুর্বেধ্য!

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৩

ঋতো আহমেদ বলেছেন: হা হা.. ঠিক আছে ভাই। :)

১০| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০

খায়রুল আহসান বলেছেন: আপনি এ ব্লগের একজন আন্ডার রেটেড কবি। লিখে যান ইচ্ছেমত, যার বোঝার, সে বুঝবে।
গাছ মরে গেলে সেখানে পাপ এসে মেশে কালের মোহনায় - চমৎকার!
গাছ তো এখানে মনে হচ্ছে একটি প্রতীক মাত্র।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৪

ঋতো আহমেদ বলেছেন: হুম, যথার্থ বলেছেন। অনুপ্রেরণা পেলাম। লিখছি প্রতিদিন। নিজেকে গড়ছি আবার ভাঙছি। বদলাচ্ছি। আবার ফিরে আসছি। এইভাবে চলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.