নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

প্রতিদিন ভোর হলে

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩২



##
প্রতিদিন ভোর হলেই মনে হয় এই শতাব্দীটা আমার।
প্রতিদিন ভোর হলেই মনে হয় নিঃসীম সময়ে খুলে যাচ্ছে চোখ—
সহস্র বছরের পর এই দ্বীপময় শতাব্দী আমার— এই ভোর— এই আলো— টপটপে রক্তের মতো গড়িয়ে নামা এইসব তরল রোদ— আমার,—

আমাকে ভালোবাসো। হে অনন্ত অগ্নি ! হে আমার বোধ ! বুকের তোলপাড় !— মিলিয়ে যেওনা। দৃশ‍্যমান হও আরও। শরীরের সাথে লেগে আছে দ‍্য‌াখো, বিগত জন্মের ভাঁজ। অবরুদ্ধ। উন্মাদ। উন্মাতাল ঘ্রাণের গন্ধের সেইসব মোহন মুহূর্তের মন,—পোড়াও। ছারখার ক’রে লিখে ফ‍্য‌ালো আজ আরো এক কাপ প্রেম— উষ্ণ ও নরম ওমের মতোই প্রাতঃ চুম্বনে,—চুম্বনে চুম্বনে নিষ্পত্তি করে ফেলা আরো এক কাপ প্রেমে। হে আমার অগ্নি—

হে অনন্ত অগ্নি—

প্রত‍্য‌েকটি দিন এই-ভাবে,— এভাবেই ভোর হয়, খুলে যায় চোখ—আর, ফিরে আসে তোমার মুখ। তুমিও টপটপে রক্তের মতো নামো। বেগবান হ‌ও। নিষিক্ত— নিষিদ্ধ শতাব্দীর ওই, প্রথম ও শেষ চিহ্নটি পর্যন্ত..

নামো।। প্রতিদিন ভোর হলে

২৫.০৭.২০১৮


ছবি : ফেবু

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১:০১

সাগর শরীফ বলেছেন: কতদিন হয় ভোর দেখি না ! অার ভোরের কাছে এত অনুরোধ তো দূরের কথা। এবার ভুল করেও যদি ভোরের দর্শন হয়, ভোরও তো আমার থেকে মুখ ঘুরিয়ে নেবে।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৫১

ঋতো আহমেদ বলেছেন: নেবে না। ভোর, ভোরের আলোর স্পর্শ শরীর ও মনে বিশুদ্ধতা আনে। আনে আশ্চর্য প্রশান্তি। প্রতিদিন ভোর হলেই চলে আসুন। ভোরের কাছে। শুনুন- ''আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে..''। ভালো লাগবে।

কবিতা পাঠ ও মন্তব্যে ধন্যবাদ আপনাকে।

২| ২৬ শে জুলাই, ২০১৮ ভোর ৬:২৬

স্রাঞ্জি সে বলেছেন: ভোরের মহামায়া তারাই উপভোগ করতে পারে যারা নিজ নিজ ধর্মের নিয়মে প্রার্থনায় বের হয়। আমিও তার বিপরীত নই। ভোরের পূর্বাকাশ একেক সময় একেক রকম মনে হয়। ভোরের হাওয়া টাও বিশুদ্ধ। যদিও শহুরঞ্চলে কিছুটা ভিন্ন।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৬

ঋতো আহমেদ বলেছেন: ঠিক বলেছেন। এ জন্যেই হয়তো সব ধর্মে ভোরে প্রার্থনার নিয়ম করা হয়েছে।

৩| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! সুন্দর কল্পনা।

শুভেচ্চা নিয়েন।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২২

ঋতো আহমেদ বলেছেন: সকাল ৭:৩২ এ-ই সামুতে এসে কমেন্টস্ ! ওয়াও !! অনেক ভোরে ওঠেন মনে হচ্ছে। শুভেচ্ছা আপনাকেও।

৪| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: 'হিন্দু কিংবা বৌদ্ধ কিংবা খ্রিস্টান, যার ঘরেই নবজাতক আসুক, সে মুসলমান হয়েই জন্ম নেয়! পরে সেই নবজাতক নানা ধর্মমতে দীক্ষিত হয়!'

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৭

ঋতো আহমেদ বলেছেন: ধর্ম নিয়ে তর্ক-বিতর্ক আমার পছন্দ নয়। শব্দটা 'মানুষ' হবে মনে হয়। কবিতা পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা রাজীব নূর ব্রো..

৫| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৯

জাহিদুল হক শোভন বলেছেন: তুমিও টপটপে রক্তের মত নামো। বেগবান হও

সুন্দর

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৯

ঋতো আহমেদ বলেছেন: জাহিদুল হক সুবন,

কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৬| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫২

অচেনা হৃদি বলেছেন: ছবিটা চমৎকার! এটা কোন জায়গার ফটো ভাইয়া ?

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৬

ঋতো আহমেদ বলেছেন: জায়গাটা চেনা চেনা লাগছে? উত্তরা

৭| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৩

ভ্রমরের ডানা বলেছেন:


আধুনিম কবিতা, আধুনিক চিন্তা!

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৩

ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে ধন্যবাদ আপনাকে। আশা করি ভালো আছেন।

৮| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৫

সামিয়া বলেছেন: সুন্দর

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১২

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ সমিয়া আপু। ভোর সবার জন্য প্রশান্তির, আনন্দের। শুভ কামনা

৯| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১২

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় কবিভাই,

প্রতিমন্তব্যে আবারও আসা। আসলে সকালে বাচ্চার স্কুল থাকে। ওকে গাড়িতে তুলে দিয়ে একটু সময় পাই আরকি। তবে বাড়িতে ফ্রি ভাবে ব্লগিং করতে বেশ সমস্যা হয়। যে কারনেও সকালে একটি সময় চুরি করি । আর আমার সময়টি অবশ্য আধঘন্টা আগে হবে। এনিওয়ে ।

নিরন্তর শুভকামনা আপনাকে।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫২

ঋতো আহমেদ বলেছেন: প্রতিমন্তব্যে আবারও এলেন খুব ভালো লাগলো পদাতিক ভাই। দেশের বাইরে থাকেন মনে হয়। ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি।

১০| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:১২

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় কবিভাই,

আমি কলকাতায় থাকি। এপারে এলে চলে আসবেন , দাওয়াত থাকলো ।

অপ্রীশু ( অন্তরের প্রীতি শুভেচ্ছা) আপনাকে।

২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৯

ঋতো আহমেদ বলেছেন: আপনি কোলকাতার দাদা!! খুব ভালো লাগলো। কোলকাতা আমার প্রিয় শহরের একটি। কোলকাতা কে ঘিরে ছোটবেলার একটুকরো স্মৃতি আছে আমার। তখন ১৯৯০। ছোট চাচার আঙ্গুল ধরে বহরমপুর থেকে শিয়ালদা স্টেশনে নেমেছিলাম। তখন অনেক রাত। আলোয় ঝলমল করছিলো পুরো স্টেশন। পরদিন খুব সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম। চাচার সাথে শহর দেখতে। সারাদিন ঘুরাঘুরির পর রাতে ফেরার সময় চাচার আঙ্গুল ছেড়ে সামনে এগিয়ে গিয়ে কিছুক্ষণ পরে আবিষ্কার করলাম আমি প্রচন্ড ভীড়ের মধ্যে হারিয়ে গেছি।

১১| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: ১৯৯০ সালে চাচাজীর হাত ধরে কলকাতা ভ্রমন, তাতে আবার হারিয়ে যাওয়া, এখন ইন্টারেস্টিং কিন্তু তখন ছিল রীতিমতো ভীতিপ্রদ। আমিও সে সময় বেশ ছোটো ছিলাম। তবে আবার কলকাতায় আসতে বলবো। এলে অবশ্যই আমার বাড়িতে আসবেন। এবার আর হারাবেন না, কথা দিচ্ছি। হা হা হা। পাশাপাশি আমার ব্লগ বাড়িতে নিমন্ত্রণ থাকলো।

অনেক শুভকামনা প্রিয় ঋতোভাইকে।

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৭

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে। অবশ্যই যাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.