নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

কিছু দিন আগে অফিস থেকে ফিরে ভীষণ চমকে গিয়েছিলাম আমি। অনেক গুলো বই উপহার পাঠিয়েছেন সামু ব্লগে আমার সবচেয়ে প্রিয় কবি খলিল ভাই। সোনাবীজ; অথবা ধুলোবালিছাই নিক-এ যাকে আমরা চিনি। নিজেকে ধন্য মনে করছি ওনার স্নেহ/ভালোবাসা পেয়ে।



প্রিয় এই কবির 'অসম্পর্কের ঋণ' কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পোস্ট করছি আজ। আসুন পড়ি—



চলো, জীবনকে খুঁড়ে দেখি

যখন রাত চিবিয়ে খাই, আর ঘুম গুঁড়ো করে পাথরে সোনাবীজ বুনি, একগুচ্ছ অলকের ঘ্রাণ সজীব পাথারে পাক খেতে খেতে অদৃশ্যে আছড়ে পড়ে—তখন‌ই সাধ হয়,—জীবনকে খুঁড়ে দেখি, কোন্ মায়াময় আঁধারে নিত্য মন্থন শেষে কোথায় ফেলে যায় নিপুণ নির্যাস

জীবন—যতদূর চোখ যায়—আলো শেষ হতে হতে মিশে যায় নিগূঢ় অন্ধকারে—ঐখানে ধ্যানমগ্ন স্বপ্নভ্রমর, হয়তো এক উদাসীন কবির মতো সেও ভুলে গেছে—জীবনের নেই কোনো মানে—সে শুধু কাঁদাতেই জানে

চলো, এইবার জীবনকে খুঁড়ে দেখি—হীরে ও মুক্তোর খনি কোন্ গহিনে,
কতখানি দূরে

১৩ মার্চ ২০১৪

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

রাজীব নুর বলেছেন: আপনি তো এই পোষ্ট দিয়ে খলিল ভাইকে বিপদে ফেলে দিলেন।
এখ তার সাথে আমার ঝগড়া হবে। কেন সে আমাকে বই দিলো না। কঠিন ঝগড়া।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬

ঋতো আহমেদ বলেছেন: হাহাহা--

২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

রাজীব নুর বলেছেন: হাতের লেখা তো খুব সুন্দর।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

ঋতো আহমেদ বলেছেন: হুম, তার কবিতার মতোই সুন্দর।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

শায়মা বলেছেন: ভাইয়া !!!!!!!

রাজীবভাইয়া দেখো!!!!!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪১

ঋতো আহমেদ বলেছেন: ওয়াও !!! সো লাকী শায়মা। দারুণ পোস্ট ছিল আপনার।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১০

আহমেদ জী এস বলেছেন: ঋতো আহমেদ,




জীবনকে খুঁড়ে দেখার মতোই এই অনিন্দ্য কবিতাটি খুঁড়ে খুঁড়ে দেখলে দেখা যাবে ধুলোবালিছাই নয়, এক সোনাবীজ লুকানো সেখানে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০০

ঋতো আহমেদ বলেছেন: ঠিক বলেছেন আহমেদ ভাই। ধুলোবালিছাই নয়, এক সোনাবীজ লুকানো আছে। পড়ছি আর অভিভূত হচ্ছি।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: খলিল মাহমুদ ভাইকে ওনি আমাদের অহংকার। ভাইয়্যাটা যে কী তার লিখাতেই তা বার বার প্রমাণ করেছেন। ওনার জন্য দোয়া রইল। সাথে আপনাকেও ধন্যবাদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৭

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে সুজন ভাই।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! সুন্দর কবিতা ! অভিনন্দন আপনাকে যে শ্রদ্ধেয় খলিল মাহমুদভাই আপনাকে যোগ্য বিবেচনা করেই এতগুলো বই উপহার দিয়েছেন। সায়মা আপুর লিংকে দেখলাম 2015 সালে উনাকে উপহার দিয়েছিলেন। বর্তমানে উনি চোখের সমস্যায় ভুগছেন । ওনার দ্রুত আরোগ্য লাভ কামনা করি।

শুভেচ্ছা প্রিয় কবি ঋতোভাইকে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৫

ঋতো আহমেদ বলেছেন: খলিল মাহমুদ ভাইয়ের স্নেহধন্য হতে পেরে নিজেকে গর্বিত মনে হয়েছে। জেনেছি যে উনি চোখের সমস্যায় ভুগছেন । ওনার দ্রুত আরোগ্য লাভ কামনা করছি। ভালো থাকবেন দাদা।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালো তো ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৩

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই।

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই। আমার প্রিয় একজন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪

ঋতো আহমেদ বলেছেন: আমারও। মন্তব্যের জন্য ধন্যবাদ সৌরভ।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৩

জাহিদ অনিক বলেছেন: বাহ ভারী সুন্দর ------

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৪

ঋতো আহমেদ বলেছেন: হুম, দারুণ কবিতা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.