নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুমি১৯৭১

রুমি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা ভালবাসা খেলা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৯

ভালবাসা মানে কি? স্কুলে যখন পড়তাম তখন ভালবাসা মানে হল ;অমক প্লাস অমক,অমক অমকের বউ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দেয়ালে লেখা । আর কলেজে ভালবাসার সময় কই ,দেখতে দেখতে কলেজ পাস । তবে হ্যাঁ ভার্সিটি তে ভালবাসার ব্যাপক অর্থ । অর্থটি প্লাস থেকে মাইনাস এমনকি গুন আকার ও ধারন করতে পারে । কিছু উদাহরণ দেই ;আমার এক বন্ধু যখন একটা মেয়েকে ভালবাসল তখন as usual যা হয় ওর হাতে ব্লেড দিয়ে ওর নাম প্লাস মেয়েটার নাম লেখা । ছয় মাস পর আমার সাথে যখন দ্যাখা হল ,বন্ধু ভাল আছ ? হ্যাঁ ভাল । তোমার ভালবাসার খবর কি? বন্ধু ভালবাসা মানে হল হুদাই সমই নষ্ট , কেউ নাই বাঁইচা গেছ । আমি হাতের লেখাটার দিকে ইশারা করে বললাম এইটার কি করবা? কি করমু? আগে ভালবাসতা তাই প্লাস ,এখন ব্রেকআপ করছ মাইনাস দিবানা ? এর পর থেকে দ্যাখা হলে বন্ধু আমার সাথে কথা বলে না । সে যাইহোক, ভালবাসতে গেলে এখন টাকা আর সময় এক সাথে নষ্ট করতে হয় । তবে হ্যাঁ ভালবাসতে গেলে আপনাকে একটু আধটু ইভটিজার হতে হবে । ভদ্র থাকবেন ভালবাসা আপনার কাছ থেকে দূরে পালিয়ে থাকবে।আপনি একটা মেয়ের দিকে তাকিয়ে থাকবেন, আসভ্য,তার পিছু নিবেন,বদ মতলব আছে, কথা বলতে যাবেন,ইভটিজিং ।আরে ভাই এত কিছু ভাবলে ভালবাসবেন কিভাবে ?

আমাদের এলাকার এক ছোট ভাই এক মেয়েকে ভালবাসার অফার দিতে যেয়ে পুলিশের খাতাই ইভটিজার হিসেবে নাম লিখিয়েছে ।বহুত কষ্টে পুলিশকে অনেক কিছু বুঝিয়ে ওকে ছাড়িয়ে আনলাম । এক সপ্তাহ পর ওই ছোট ভাইয়ের মোটর সাইকেলের পিছনে ওই মেয়েটাকে দেখে মনে মনে বললাম এটা ন্যাচারাল ।(রাগে গা জ্বালা করতে লাগলো ,হারামজাদি ভাল যখন বাসবিই এত ঢং করার কি দরকার ছিল )এর দুই দিন পর বাসে ওই মেয়েটার বাবা আমাকে দেখে বলল অ্যাই ছেলে; তুমি সেই ইভটিজার এর ভাই না ? যে আমার মেয়েকে ইভটিজিং করে পুলিশের হাতে ধরা পরছিল । আমি হ্যাঁ না কিছু বলতে যেয়ে, আশপাশের লোকের রাগ্বত চোখ দেখে গলা শুকিয়ে কাঠ-কিছু বলতে পারলাম না। contractor ভাড়া নিতে আসলে ভয়ে স্টুডেন্ট হাফ ভাড়া সেটাও বললাম না । তবে আমিও তক্কেতক্কে আছি আবার যদি দ্যাখা হয় বলব ,আপনি সেই ইভটিজার প্রেমিকার বাবা না ?

ভালবাসা এখন খেলাতে পরিণত হয়েছে । এই খেলার মেয়াদ দুই বছর থেকে শুরু করে দুই দিন ,দুই ঘণ্টা অথবা এর থেকে বেশি বা কম ও হতে পারে । এই খেলার পরিবেশ দুই ধরনের,প্রাকিতিক ও ঘরোয়া(যাকে আদর করে প্রেমিক প্রেমিকারা ইংরেজিতে রুমডেট বলে থাকে)এই খেলার ফলাফল পরিবেশের উপর অনেকাংশে নির্ভরশীল । প্রাকিতিক পরিবেশ হলে ঝগড়া,মান-অভিমান,অনেক ভেবে দেখলাম তোমার সাথে আমার যাই না ,তোমাকে বিশ্বাস করতে পারলাম না ,তুমি আমার প্রতি কেয়ার না, ইত্যাদি ইত্যাদি অতঃপর ব্রেকআপ পার্টি, কিছুদিন মন খারাপ,মোবাইলের নাম্বার চেঞ্জ,এবং আবার প্রথম থেকে খেলাটি শুরু করার প্রিপারেশন । আর ঘরোয়া পরিবেশ হলে ছেলেটার মোবাইল পরের দিন থেকে বন্ধ,মেয়েটার কান্নাকাটি,বান্ধবিদের বাণী; আমি আগেই বলছিলাম ওরে এতটা বিশ্বাস করিস না,মরার জন্য বিষপান (তবে সবাই না খুব সাহসীরাই এ কাজটি করে থাকে) হাসপাতালে গমন,পৃথিবীর সব ছেলে খারাপ এই মনভাব; অতঃপর কয়েক বছর পর একই ভুল ও একই কর্মসাধন।

কিছু কিছু ফালতু ছেলে মেয়েদের জন্য ভালবাসা এখন অর্ধ-তৎসম শব্দ time pass এ পরিনত হয়েছে । এখন ভালবাসতে গেলে মেয়ে পাওয়া যায় না, ক্লাস এইট ,সেভেন এর মেয়েরা পর্যন্ত booked…….।আমরা আমাদের ছেলে-মেয়েদেরকে স্কুল এ পাঠিয়ে বাসাই বসে মনের সুখে হিন্দি সিরিয়াল দেখি.........আর ওদিকে ছেলে-মেয়েরা 3gp ফরম্যাট এর হিন্দি সিরিয়াল দেখে...।অতি-উৎসাহীরা আবার এরকম হিন্দি সিরিয়াল এ রোল করতে চাই...।। আর বাসাই এসে ছেলে-মেয়েদের স্মার্ট উত্তর স্কুল এ সবই ঠিক আছে আর পড়াশুনা ............এত কঠিন আম্মু ...এত ক্লাস ...ওমক সাবজেক্ট টা আম্মু স্যার এর বাসাই যেয়ে পড়তে হবে......তাহলে হেব্বি হবে............একদম এ প্লাস......।(আসলেই ত হেব্বি হবে)

কিছু দিন পর যখন 3gp ফরম্যাট এর হিন্দি সিরিয়াল টা সবার মোবাইল এ মোবাইল এ আসে.........তখন......।এ জন্য কিন্তু আমরাই দায়ী......।আমরা যদি ওদের একটু খোঁজ খবর রাখতাম তাহলে কিন্তু এমন হত না । ওদের কাছে এটাই ভালবাসা......। I mean LOVE……...

আর ও দশ বছর পর তো বিয়ের জন্য পাত্র-পাত্রী খোঁজা হবে এই ভাবে…………।কমপক্ষে পাঁচ টা প্রেমের experience …..ও এক বার room-date করেছের শুধুমাত্র তারাই আবেদন করুন…………প্রমাণ সরুপ মোবাইলের sms দেখালেই চলবে ।

তবে যাই বলি ভাই সত্যি কারের ভালবাসা পাওয়া কিন্তু অনেক কঠিন ...।আমার কাছে ভালবাসার রঙ হচ্ছে নীল...।কারন আমার কাছে ভালবাসা নীল আকাশের মত বিশাল ও নীল সাগরের মত গভীর ......।।

দয়া করে কেউ ভালবাসার নামে কারও ক্ষতি করবেন না...।আর ভালবাসা মানে time pass না...।দয়া করে সত্যিকারের ভালবাসতে শিখুন...।

সবশেষে একটা কথা বলে শেষ করি...... আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেন, (তরজমা) “দুশ্চরিত্রা নারী-সকল দুশ্চরিত্র পুরুষ-সকলের জন্য এবং দুশ্চরিত্র পুরুষ-সকল দুশ্চরিত্রা নারী-সকলের জন্য। (সূরা নূর : ২৫)

অন্য আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন যে, (তরজমা) আপনি ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত: প্রকাশমান, তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের মাহরাম ব্যতীত আর যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত কারো সামনে তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজজা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে।”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.