![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা ,গল্প আর গান ...।লিখি গল্প-কবিতা ..। জানতে চাই নিজ কে\nজানতে চাই অজানাকে ...।ভালেবাসি মানুষ ... ।ভালোবাসা চাই মানুষের ...\n\nসবুজ আহমেদ \nপ্র/ নেচার আহেমদ \nমহেশ খালী -কক্সবাজার \nচট্টগ্রাম -বাংলাদেশ ।\n০১৮১৬৮০৫৬৫৬
একা আছি বড় একা
সবুজ আহমেদ
নিস্তব্ধ রাতে একা আছি বড় একা
সঙ্গী সাথী নেই কারো দেখা
কখনো দক্ষিণবঙ্গে দরিয়া তীরে বালিয়াড়িতে
নি:শব্দে অদৃশ্য ছবি আকিঁ
কখনো উড়ে যাওয়া গাঙচিল দেখি
কখনো দূরে মাছ ধরার ট্রলারের যাওয়া আসা
দেখে বেলা যায়
কখনো আদিনাথের সঙ্গে আদি কথায়
ভুলে যাই অতীত, বর্তমান
ভবিষ্যত নিয়ে ভাবা হয়ে উঠে না।
[
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০
কাবিল বলেছেন: ভাল, চালিয়ে যান।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫
সবুজআহমেদ বলেছেন: মতামত চাইছি.............।