![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় খুঁজি, শুধু তোমায় খুঁজি।
সূর্য রাঙ্গা ভোরের আলোয়
ঘাসের শিশিরে তোমায় খুঁজি।
তপ্ত রোদের দুপুর বেলায়
কোকিল কন্ঠ, তোমার বুঝি?
পাখির কন্ঠে নেই সে মায়া
যা ছিল তোমার মিষ্টি কথায়,
তাই ভেবেই কি বিকেল বেলা
শান্ত নদীর ক্লান্ত পাড়ে
একলা বসে তোমায় খুঁজি?
গোধুলি লগ্নে তোমায় খুঁজি
ঘরমুখো কিশোরীর উচ্ছলতায়।
সাদা জোৎস্নায় রাতের বেলায়
গাছের ছায়ায় তোমায় খুঁজি।
গ্রীষ্মকালের তাপ্রদাহে
তোমার রাগের ঝাঁঝ কে খুঁজি,
আম কাঁঠালের মধুর ঘ্রানে
তোমার চুলের গন্ধ খুঁজি।
বর্ষাকালে টিনের চালে,
অঝোর ধারার বৃষ্টিপাতে
তোমার পদধ্বনি খুঁজি।
আকাশের ঐ মেঘলা কালোয়
উদাসী তোমার মনকে খুঁজি।
শরৎকালে কাশের ফুলে
শুভ্র সাদার মিলন মেলায়,
কোন সে নেশায় বুঁদ হয়ে যায়
যা ছিল সেই কাজল চোখে!
তীব্র ঝড়ের ধ্বংসলীলায়
তোমার অগ্নিমূর্তি খুঁজি,
নীল আকাশে মেঘের ভেলায়
তোমার প্রাণস্ফুর্তি খুঁজি।
হেমন্ততে ধানের ক্ষেতে
তোমার চঞ্চলতা খুঁজি,
সাঁঝ বেলাতে পাখির কুজনে
তোমার চপলতা খুঁজি।
শীতের ভোরে গাঢ় কুয়াশায়
অভিমানী তোমার মুখটা খুঁজি,
খজুর রসের মজার পিঠায়
তোমার হাতের পরশ খুঁজি।
সবুজ পাতায় হলুদ গাঁদায়
তোমার গায়ের বরণ খুঁজি,
হাজার ফুলের রঙের মেলায়
গোলাপ রাঙা ঠোঁটটা খুঁজি।
ভুবনমোহিনী হাঁসি তোমার
বসন্তের ঐ বনফুলে,
তোমার রুপের ঝলক দেখি
নতুন কুঁড়ি লাল শিমুলে।
দিনে রাতে সকাল সাঁঝে
সব ঋতুতেই তোমায় খুঁজি,
পরান মাঝেও তোমায় দেখি
যখন আমার দুচোখ বুঁজি।
২| ১৪ ই মে, ২০১৪ রাত ১০:৫৯
অন্ধবিন্দু বলেছেন:
বাহ্ ! চমৎকার একটা মিষ্টি কবিতা।
পাঠে তৃপ্তি। শুভ কামনা, মায়ামৃগ।
৩| ১৪ ই মে, ২০১৪ রাত ১১:৪৭
মায়ামৃগ বলেছেন: ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাকে উৎসাহ দেবার জন্য। আপনাদের লেখা আমি পড়েছি। আসলে প্রকৃত জ্ঞানী মাত্রই বিনয়ী তা আবার প্রমাণ করলেন আপনারা।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৪ বিকাল ৪:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: দিনে রাতে সকাল সাঁঝে
সব ঋতুতেই তোমায় খুঁজি,
পরান মাঝেও তোমায় দেখি
যখন আমার দুচোখ বুঁজি।
সুন্দর েখনী +