![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশিরাতে নেশাতুর দৃষ্টিতে
ঝুম ঝুম বৃষ্টিতে
মরমী সুর ঐ বাঁশির সৃ্ষ্টিতে
তোমার অস্তিত্বই খুঁজে ফিরি,
মায়া ভরা ও দুটো আঁখি খুঁজে ফিরি।
কেন দৃষ্টি নেভালে শুধু তোমায় হেরি?
ভালবাসলেই কি এমন হয়?
লয়ে যায় নিদ্রা তবু স্বপ্নগুলো থাকে অক্ষয়
বাসনা তোমাকে পাবার সদা জলন্ত রয়
সিক্ত চোখের জলে, কপোলে প্রেমচিহ্ন অংকিত হয় ।
©somewhere in net ltd.