![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিপ টিপ বৃষ্টি স্নাত রাতে
বারান্দায় কবিতার বই হাতে
একলা বসে আছি,
হঠাৎ তুমি এলে
নুপুরের ঝুম ঝুম শব্দ তুলে
বসলে কাছাকাছি।
আমার কাঁধে রেখে মাথা
তুমি বললে, শোনাও কবিতা!
কবিতা শুনবে? আমার তো তা জানা নাই,
বনলতা বল আর বরুণাই বল
সকলি খুঁজে পাই শুধু তোমাতেই।
চোখে প্রেমময় রাগ দৃষ্টি,
ঠোঁটে বাঁকা অভিমান, ভীষণ মিষ্টি।
কবিতা শোনাবেনা এটা বললেই হয়!
কেন মিছেমিছি করছ
মিষ্টি কথার অপচয়?
রাগ করলে?
শোন তাহলে!
যদি সুর্য হতে পারতাম,
তবে ভোরের প্রথম কিরণ হয়ে
তোমার আধাঘুমন্ত চোখে চুমু এঁকে দিতাম।
যদি হেমন্তের পাগলা হাওয়া হতে পারতাম,
তবে দুষ্টু ছেলের মত
তোমার শুভ্র চুলে খেলা করতাম।
উড়ন্ত চুলের পাখনা চেপে
তোমার গালে চুমু এঁকে দিতাম।
যদি শ্রাবণের অঝোর ধারার বৃ্ষ্টি হতে পারতাম,
প্রবল ঝাপটায় তোমাকে ভিজিয়ে দিতাম।
তোমার গলা, কাঁধ, ঠোঁট, সর্বশরীর
ভালবাসার শীতল চুমুতে ভরিয়ে দিতাম।
হঠাৎ ফিরে দেখি,
দুচোখ ভরা ভালবাসার উচ্ছাস
পিপাসিত প্রাণের প্রগাঢ় নিঃশ্বাস
কম্পিত ওষ্ঠে নির্বাক আশ্বাস।
তারপর.........................................
মাঝে মাঝে মনে হয়,
সিজোফ্রেনিক রোগী হয়ে যাই!
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:২১
দুখাই রাজ বলেছেন: চমৎকার ! মানুষ্য প্রেমিক হয়েও কিন্তু অনেক কিছুই করা যায় ভাই
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৭
আবু শাকিল বলেছেন: চমৎকার