![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোটি মানুষের ব্যাস্ততম শহরে
দিকভ্রান্ত এক পথিকের জীবনে
এসেছিলে তুমি, হয়ে ত্রাতা,
আমার প্রাণপ্রিয় ভ্রাতা!
তোমার সাথে নেই রক্তের বাঁধন
তবু এতগুলো দিন, এতোটা সময়
পার করেছি নিদারূন আনন্দে
আমার যত হাসি, কান্না, হতাশা
তুমি পাশে ছিলে সানন্দে।
তাই বুঝি আজ এ বিদায় বেলায়
বুকের মাঝে বড্ড ফাঁকা ফাঁকা লাগে,
ব্যাকুল হৃদয়ে কবির ভাষায়
বলতে ইচ্ছে জাগে,
"যেতে নাহি দেব" তোমায়, ভ্রাতা!
মেনে নিয়ে বাস্তবতার যাতনা
খোদার কাছে করি প্রার্থনা,
ভাল থেকো, এ শুধু মোর কামনা।
আর অপেক্ষায় রইলাম সেদিনের
যেদিন অফিসের ছোট টেবিলের
ডানে হাত বাড়ালেই পাব,
তোমার স্নেহভরা হাতের ঠিকানা।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর লিখেছেন ভ্রাতা প্রেম । পড়ে ভাল লাগল ।