নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখে যাব যত দিন এই মনে রবে প্রজ্বলিত শিখা।

BM SALEK MAHBUB

BM SALEK MAHBUB › বিস্তারিত পোস্টঃ

তৃ্তীয় প্রজেন্মের কোটা সুবিধা এবং মেধার অবমূল্যায়ন

১২ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৩

বাংলাদেশের নাগরিক কারা? শুধু মাত্র যাদের নামের পেছনে কোটা যুক্ত আছে তারা। বাকি সব কি হয় রোহিঙ্গা না হয় ছিটমহলের আধিবাসী? না হলে স্কুল এ ভর্তি থেকে বিসিএস পর্যন্ত কোটার জয় জয়কার।হ্যা কোটা থাকবে তাই বলে বিসিএস এর মত গুরুত্ব পূর্ণ জায়গা কোটা ধারীদের৪৮%আসন আর বাকী আমজনতার ৫২% কোন ভাবে মানা যায় না। অন্যান্য সব সেক্টরে কোটা ধারীদের অগ্রাধিকার।সব সময় ভুক্তভোগী সাধারন জনগন।৭১ এ দেশ স্বাধীন হয়েছে মরেছে সাধারন মানুষ, বর্তমানে রাজনৈ্তিক প্রতিহিংসা মরে সাধারন মানুস,ভর্তি বাজার, চাকরি বাজার,মরে সাধারন মানুস।ফলে অসংখ মেধার মূল্যায়ন হচ্ছে না।আর এই ব্যাপারটা এক সময় শেষ হয়ে যেতে পারত কিন্তু ঝামেলা দীর্ঘাইত করতে,দেশের মেধার অবমূল্যায়নের ধারা বজায় রাখতে এবং ক্ষমতাশীনদের নিজেদের স্বার্থে কোটা ব্যাপারটাকে তৃতীয় প্রজন্ম পর্যন্ত টেনে নেয়া হয়েছে।তাহলে আমরা যারা সাধারন মানুষ তাদের কি হবে? দেশের স্বার্থে মেধাবীদের মূল্যায়নের জন্য তৃতীয় প্রজন্ম কোটা বাতিল করে নাগরিক অধিকার রক্ষা করা এখন সময়ের দাবি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৮

জনাব মাহাবুব বলেছেন: আপনার সাথে সহমত পোষন করছি।

এই কোটা সিষ্টেমটাই বাঙ্গালীদের খোটা দিয়ে দাড় করিয়ে রেখেছে। X((

অপ্রয়োজনীয় কোটা সিষ্টেম বাতিল করার দাবি জানাচ্ছি

২| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪০

BM SALEK MAHBUB বলেছেন: কোটা সিষ্টেম বাদ দিতে বলছি না।এটাকে তৃতীয় প্রজন্ম পর্যন্ত না টানলে এক সময় সমস্যার সমাধান হয়ে যেত। যথাযথ কতৃপক্ষের সূ দৃষ্টি কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.