![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন ও ঘোর এক নয়।স্বপ্ন সত্য হওয়ার সম্ভবনা থাকে, কিন্তু ঘোর এর পরিনতি হল ঘোর কাটার পর স্বল্প ভোল্টের ইলিক্ত্রিক সক খাওয়ার মত। মানুষ নেশাকরে ঘোরের মধ্যে ঢোকে আবার ইলিক্ত্রিক সক খেয়ে বের হয়ে স্বাভাবিক জীবনে অভ্যস্ত হয়। রচি গত সাত বছর ঘোরের মধ্যেই আছে, পাশাপাশি স্বাভাবিক জীবন যাপন ও করছে।কনফিউজিং ব্যাপার কোন সক তাকে সেখান থেকে বের করতে পারছে না। যে ফ্যান্টাসি নিয়ে তার এই ঘোরের জন্ম সে আজো বিশ্বাস করে এগুলু ঘোর নয়, অচিরেই এগুলু পূর্ণ হবে। কিন্তু রচি আহত হয় তখন যখন বাবা মা বোন বা কাছের ২/১ টা বন্ধু রিয়েলিস্টিক কথা শুনিয়ে অনিশ্চিত ভবিষ্যতের কথা বলে। রচির রক্তে স্পন্দন জাগায়, এভাবে এর না। সপ্ন্ ঘোর, রাত এসব ছেড়ে দিনের কঠিন ইস্পাত কঠিন বাস্তবতার মুখোমুখী হতে হবে এটা সে উপলব্ধি করে।সবার সামনে জি হুজুর জি হুজুর করে আলোচনা শেষ করে। অতঃপর "কুমীরের লেজ খাজকাটা" গল্পের মত সে আবার "আমার স্বপ্নের ঘোর" এর মধ্যে ঢুকে যায়।
রচিরা বদলায় না স্বপ্ন অ ঘোর এর মধ্যে তারা প্রশান্তি খুঁজে নেয়, প্রকৃতি তাদের খুব কমই প্রভাবিত করে।
©somewhere in net ltd.