![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আসবে তাই আকাশের ও মন ভালো ছিল
পিত্তজলা রোদ কোথায় মিলিয়ে ছিল, কে জানে ?
গ্রীষ্মের খড়াকে বর্ষা ধারায় ভেজানোর প্রস্তুতি চলছিল
তোমার আগমনী বার্তা শুধু আমায় উদ্বেলিত করেনি,
গোটা ধরণী সেজেছিল তোমায় বরনে।
আমি শুধু অপেক্ষার প্রহর গুনেছি
তোমাকে আলিঙ্গনের সুখে এ মনটা ভরে উঠেছিল
কখন আসবে, কখন আসবে য্নে তর সইছিল না
আমি বাইরেও যেতে পারছিলাম না,
পাছে তোমার সূ সম্ভাষণ ব্যাহত হয়
এত আয়োজন, এত উচ্ছাস সব ধুলিস্যাৎ করে
তুমি এলেনা "বৃষ্টি"।
©somewhere in net ltd.