নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখে যাব যত দিন এই মনে রবে প্রজ্বলিত শিখা।

BM SALEK MAHBUB

BM SALEK MAHBUB › বিস্তারিত পোস্টঃ

যদি বলে দিতে পারতাম"

০৪ ঠা এপ্রিল, ২০১৫ ভোর ৪:০৩

খুব ঠাণ্ডা মাথায়, না কোন ঝগড়া ঝাটি না অন্য কিছু। আমি তোমাতে আসক্ত, যদিও আসক্ত হওয়ার মত তেমন কিছু ঘটেনি, তারপরও। আসক্তিকে কেউ ভালো ভাবে নেয় না, শুধু মাত্র আসক্ত ব্যক্তি এবং আসক্তির বিষয় সংক্রান্ত কেউ ছাড়া। যে কথা গুলো বলতে চাই কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠে না, শোন "তোমাকে বলা প্রতিটা কথা উচ্চমানের আত্মবিশ্বাস বিশিষ্ট মিথ্যা কথা, তাহলে সত্যটা কি..? সত্যটা হল বাস্তবে যা ঘটবে সেটা।"

তুমি তোমার মত একটা সুন্দর জীবন খুঁজে নাও অবশ্যই পাবে। আর কখনো যদি আমি তোমাকে বরণ করার জন্য আমাকে প্রস্তুত করতে পারি আর ততদিন আমার জন্য এই পথটা উন্মুক্ত থাকে তবে এই আসক্তিকে আত্মগর্বে আজীবনের জন্য বরণ করে নেব।

মিথ্যে আশা আর চোরাবালির স্বপ্নের মধ্যে আর বেড়ে উঠো না প্লিজ। আমি নির্জীব, অসাড়, কেবল বাকপটু এক অদ্ভুত প্রাণী। এধরনের প্রাণীদের কাছ থেকে অনেক রকমের মজা পাওয়া যায় বৈকি, এদের দ্বারা কিংবা এদের সাথে সম্ভবত জীবন চলেনা।

খুব ইচ্ছে ছিল সত্যটা বলে দেব, আফসোস বলা হল না.............।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.