![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে দেশে মানবাধিকার কমিশন নাম মাত্র, যাদের কাজ শুধু সংবাদ বিজ্ঞপ্তি পর্যন্ত সীমাবদ্ধ সে দেশে ক্রস ফায়ারকে কতিথ বন্দুক যুদ্ধ বলা অন্যায়। তারা যা করছে ঠিক করছে।গত সাত আট বছরে ক্ষ্মতায় এসে সরকার এক বার ক্রস ফায়ার নিয়ে কথা বলেছে। যখন নিজ দলের কেউ এর আওতায় পরে গেছে।কেউ একজন সামান্য অপরাধ করে জেলে যায়, ৫ বছর সাজা খেঁটে বর সন্ত্রাস হয়ে বেড়িয়ে আসে। একজন খুনির জন্য সবচেয়ে বড় উপহার ক্রস ফায়ার। ৫/১০ বছর জেল যথেষ্ট শাস্তি নয়।৫/১০ বছরে সে পালটায় না বরং আরও হিংস্র হয়ে ওঠে।কতিথ বন্দুক যুদ্ধ নয়, দল মতের উরধে গিয়ে, যার নামে মার্ডার কেসের চার্জশিট আছে, তুলে নিয়ে ফালাইয়া দিলে, অপরাধ জগতে আতঙ্ক তৈ্রি হবে ( মৃত্যুর ভয় সবার আছে)।অপরাধ নিরমুল সম্ভব নয়, দমন কোন কঠিন কাজ নয়।সাধারন মানুষ একটু হলেও স্বস্তিতে থাকবে,মা বোনদের ইজ্জত হরনের ঘটনা পত্রিকার প্রথম পাতার খবর হবে না প্রতিদিন।
একান্ত ব্যক্তিমত ব্যাপারটাকে ক্রস ফায়ার না বলে ওপেন ফায়ার নামকরন করা হোক।
©somewhere in net ltd.