নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতারিত সরকারী ব্যাংকার

অপমানিত,নিপীড়িত,মানসিকভাবে নির্যাতিত,অবহেলিত,প্রপঞ্চিত।

সাঈদ রহমান ০০৭

উচ্চশিক্ষিত

সাঈদ রহমান ০০৭ › বিস্তারিত পোস্টঃ

বঙ্গ মাতার কাছে লেখা খোলা চিঠিঃ (বিদগ্দ্ধ সময়- 01)

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১০

মাগো তুমিতো মাতুত্বের স্বাদ পেয়েছো 09 মাসের অবিচল সংগ্রাম আর উত্তাল বেদনার সাগর পারি দিয়ে । আমরা পেয়েছি আমাদের চেতনার নিশানা লাল-সবুজ পতাকা।মাগো তুমিইতো শিখিয়েছিলে কিভাবে সত্য বলতে হয়? কিভাবে বর্গি আর ফিরিঙ্গীদের এদেশের মাটি থেকে বিতাড়িত করতে হয়? মাগো তুমি দিয়েছিলে দৃঢ় মনোবল আর রক্তের প্রতি কণায় সত্য ধারণের প্রবল ক্ষমতা।মাগো তোমার বুকে দাঁড়িয়ে তবে কেন আজ সত্যের টুটি চেপে ধরা হচ্ছে? ।আজ কেন সাফারি পাক থেকে জঙ্গলকে শ্রেয় স্থান বলে মনে হয়?চেতনায় তুমি সদা জাগ্রত থাকো,জাগ্রত থাকে তোমার চেহারায় স্বজন হারার শোক। মাগো সবাই ভুলে যেতে পারে সবাইকে মুহূর্তের মধ্যে। শুধু তুমি ভুলতে পারোনা তোমার সন্তানকে।মাগো বর্গি,ফিরিঙ্গিরা বিতাড়িত হয়েছে তোমার জমিন থেকে কিন্তু তবু কেন হানাহানি? কেন আজো বিনা অপরাধে শাস্তি পায় নিরীহ জনতা, তোমার অনেক সাধনার কলিজার টুকরো বুকের মানিক রতন এর প্রাণ কেড়ে নিচ্ছে দুবৃত্তের কালো থাবা আর বুলেট বোমা আর অরক্ষিত পানির পাইপ?মাগো তোমার যে সন্তান শৈশবে একদিন স্বপ্ন দেখতো নিপাট ভদ্রলোক হয়ে সাধারণ মানুষের কাতারে মিশে গিয়ে একটা সাদা মাটা জীবন যাপন করবে।তার প্রতিটি রক্তের ফোটায় থাকবে সত্য আর নৈতিকতার ঝান্ডা। আজ তোমার সেই সন্তান শৈশব,কৈশোর পেরিয়ে যৌবনে পা দিয়েই অর্থের কাছে বিক্রি করে দিয়েছে তোমার শিখিয়ে দেওয়া সকালে উঠিয়া আমি মনে মনে বলি/ সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই অমৃত বাণী। অর্থের মোহ আর উপরে ওঠার মোহে প্রতিনিয়ত ধরাকে সরা জ্ঞান করে চলেছে।অন্যায়ের সাথে আপোষ করতে একটুও ভ্রুক্ষে প হয়না ওদের আত্মা প্রকম্পিত হয়না নিজের নৈতিকতার স্খলন করতে ।খোদার আরশ কেঁপে ওঠে ক্ষুধার্থ মুক্তিযোদ্ধার আহাজারিতে আর দারিদ্রের কাছে নিষ্পেষিত আম-জনতার বেদনাসিক্ত আহাকারে।থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর কবে শেষ হবে জানিনা বারবার খাল কেটে কুমির আনা। মাগো তুমিতো মমতাময়ী তোমার বুকে শুধুই মমতার শীতল ছায়া। মাগো তুমিতো অগ্নিমূর্তি নও তাই তোমার বুকের আয়তন বিশাল 56হাজার বর্গ মাইল জুড়ে একটিও অগ্নিগিরির অস্তিত্ব নেই আছে শীতল স্রোতে বহমান শত শত নদী।তবে কেন উত্তাপ সর্বোত্র?সর্বত্র চলছে অগ্নিখেলা। মাগো বুলিতে যে মিথ্যা আর ঝুলিতে যে পাপ তার মোচন কি হবেনা মা ? মাগো লাখো শহিদের রক্তে ভেজা যে সীমান্ত সেই সীমান্তের তার কাটায় কেন ঝুলে থাকে তোমার কন্যার দেহ? মাগো মা তুমিই বলো তোমার গর্ভের ভেতরের যে ছোট জেলখানায় আমি আদর যত্নে ছিলাম সেখান থেকে বের হয়ে যে বড় কারাগারে আজ আবদ্ধ হলাম সেটা থেকে কি কখনো মুক্তি মেলবে? কখনো কি কুয়াশা কাটবে ফুটবে নতুন আলো আসবে নতুন ভোর?মাগো তোমার কি মনে হয়না এই অস্তিত্বের কোন মানে নেই,এই অস্তিত্ব বড়ই বেমানান ? তোমার কি মনে হয়না কখনো তুমি যে প্রসব বেদনা সয়ে কোটি কোটি সন্তানকে আলোর মুখ দেখিয়েছিলে তারা এখনো তোমার ত্যাগী আদর্শ ধারণ করতে পারেনি বক্ষে।মাগো ভুল করেও কি তোমার মনে হয়না সন্তানদের এই খেলা দুদশক আগেও দুষ্টুমি বলা গেলেও এখন নষ্টামি ছাড়া আর অন্য কিছু বলা যায়না ? মাগো তোমার কাছে লেখা এই খোলা চিঠি পোস্ট করলাম বড় খাচায় ঘেড়া জেলখানায় আবদ্ধ থেকে।জানিনা মা এই চিঠি তুমি পাবে কিনা হাতে? তবুও পোষ্ট করলাম বাতাসের খামে।



ত্রিশ লক্ষ ফুল………..



মাগো ত্রিশ লক্ষ ফুল দিলো প্রাণ

তোমায় স্বাধীন করতে ;

তবু কেন আজো রক্ত ঝরে

আগুন পথে পথে।

ক্ষমতা নিয়ে তোমার বুকে

চলছে হানাহানি?

জন্ম দিলে শুধু মোদের

মানুষ করনি।।

মাগো মা,ওগো মা,প্রাণের বাংলা মা

একাত্তরের স্বপ্নগাঁথা এমন ছিলোনা।।



মাগো লাখো শহিদের রক্তে আঁকা

তোমার মানচিত্র;

তবু কেন আজো বাঁচার জন্য

চলছে জীবনযুদ্ধ?

শিশু জিহাদ বাঁচার জন্য

করে যায় আঁকুতি;

তারকাটায় ঝুলতে থাকে

ফেলানীর দেহটি ।

পিট বাঁচাতে কোটি জনতা

যুদ্ধ করছে রোজ;

রাজনীতিকের পাশার খেলায়

গণতন্ত্র নিখোঁজ।



মাগো মা ওগো মা প্রাণের বাংলা মা

একাত্তরের স্বপ্নগাঁথা এমন ছিলোনা।।

মাগো দুর্নীতি আর মিথ্যে বুলির

চারিদিকে জয়জয়কার;

বাড়াতে ভোট গড়ছে জোট

ভুলছে চেতনা তোমার।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভিক্ষার ঝুলি হাতে

ক্ষুধার জ্বালায় কাঁদছে দেখো জন্মভূমির পথে

পুরোন শকুন সুযোগ পেলেই

তোমায় আঘাত করে;

বর্গি আজো হয়নি নিপাত

যায় যে ছোবল মেরে ।

মাগো মা ওগো মা প্রাণের বাংলা মা

একাত্তরের স্বপ্নগাঁথা এমন ছিলোনা।।

-------------------------





মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৬

নিলু বলেছেন: কিন্তু কেনও এই দশা আমাদের , ভুল কি আমরা আগেই করে ফেলেছি , নাকি এখন করছি , অতিত/ বর্তমান নিয়ে আবারো ভাবতে হবে বোধ হয় , সব শুধরাতে ।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

নির্বোধ পাঠক বলেছেন: মনের সমস্ত আকুতি মিশিয়ে এত দরদ দিয়ে এই লেখায় পাষানের হৃদয় গলতে পারে কিন্তু -
বঙ্গমাতা কি শুনবে আজ
বিদগ্ধ সময়ের এই আহাজারী?
মা যে আজ দেখ সেজেছে বধির!
রক্তের নেশা তার হয়েছে ভারি !!
রক্ত চাই তার আজ - শুধু তাজা লহু
প্রাণ ঝরে? ঝরুক না তাতে যতই বহু!

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৯

পার্থ তালুকদার বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভাই। আবেগ, মমতা আর দেশের প্রতি অপার ভালবাসা থাকলেই এমন অনুভূতি উপচে পরে।

শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.