![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগিং ছেড়ে দিয়েছিলাম , আবার ফিরে এলুম ম ম ম ম ম
১ জুলাই, ২০১৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ তম জন্মদিনে দেশের বিশ্ববিদ্যালয় গুলো নিয়ে ভ্রমণ পোস্টের নতুন একটি শাখা শুরু করছি।
ইতিহাস:
১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করে। ঢাকার সবচেয়ে অভিজাত ও সৌন্দর্যমণ্ডিত রমনা এলাকায় প্রায় ৬০০ একর জমির উপর পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের পরিত্যক্ত ভবনাদি এবং ঢাকা কলেজের (বর্তমান কার্জন হল) ভবনসমূহের সমন্বয়ে মনোরম পরিবেশে গড়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার এই দিনটি প্রতিবছর "ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস" হিসেবে পালন করা হয়।
দেশের সর্ব প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৩ টি অনুষদ, ৭০ টি বিভাগ, ১০ টি ইনস্টিটিউট এবং ৩৯ টি গবেষণা কেন্দ্র রয়েছে। এছাড়া ছাত্র-ছাত্রীদের থাকার জন্যে রয়েছে ২০ টি আবাসিক হল ও হোস্টেল।
ক্যাম্পাস পরিচিতি :
হাইকোর্ট মাজার হয়ে দোয়েল চত্বর গেলে হাতের বামে কার্জন হল ।কার্জন হলের সাথেই মুসা খান মসজিদ ও ড. মুহম্মদ শহিদুল্লাহ এর কবর ।এবার দোয়েল চত্বর থেকে বামে চলে গেলো চাংখার পুলের দিক , সোজা সামনের রাস্তা শহীদ মিনারের দিক আর ডানের রাস্তা টিএসসি চত্বরের দিকে। দোয়েল চত্বর থেকে টিএসসি চত্বরের দিকে যেতে বামে বাংলা একাডেমী ডানে তিন নেতার মাজার , খাজা শাহবাজ মসজিদ, মীর জুমলা গেট । টিএসসি চত্বরে রয়েছে রাজু ভাস্কর্য , ছাত্র-শিক্ষক কেন্দ্র , সোহরাওয়ার্দী উদ্যান। পেছনে সোহরাওয়ার্দী উদ্যান ফেলে রাজু ভাস্কর্য দিক মুখ করে তাকালে ডানে কাজী নজরুল ইসলামের কবর , চারুকলা , শাহবাগ মোড় , , আর সামনের সোজা রাস্তায় বামে রোকেয়া হল ডানে গ্রন্থাগার , আধুনিক ভাষা ইন্সটিটিউট , হাকিম চত্বর , আইবিএ , ডাকসু , মধুর ক্যান্টিন , গুরুদুয়ারা নানক শাহী । এটাই নীলক্ষেত এর রোড । উপাচার্যের বাসভবনের সাথে তিন রাস্তার মোড় সোজা নীলক্ষেত বামে ফুলার রোড আর পেছনে তো রাজু ভাস্কর্য ।
ক্যাম্পাস ঘুরে দেখা
ক্যাম্পাসে যা যা ঘুরে দেখতে পারেন সে গুলোর ছবি সহ হালকা বর্ণনা দেয়া হল। শাহবাগ থেকে শুরু করেছি ।
চারুকলা ইন্সিটিউট :
১৯৫৪ সালে যাত্রা শুরু করলে তখন থেকেই এটি আর্ট কলেজ নামেও পরিচিত। বকুল তলায় রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য। সারা বছরই জয়নুল গ্যালারিতে চলে কোন না কোন প্রদর্শনী ।
চারুকলার উল্টো দিকে " ছবির হাট" এখানেও চলে নানা প্রদর্শনী।
ছবির হাট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান এর দিকে
শিখা চিরন্তন - ১৯৯৯ সালে স্বাধীনতা যুদ্ধের ঘটনাবলি স্মরণ করে রাখতে এটি স্থাপন করা হয়।
জাতীয় কবির সমাধি - - চারুকলা হয়ে সামনে গেলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সাথে।
রাজু ভাস্কর্য -- ১৯৯২ সালে ১৩ মার্চ গণতান্ত্রিক ছাত্র ঐক্যের সন্ত্রাস বিরোধী মিছিলে সন্ত্রাসীদের গুলিতে শহীদ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মইন হোসেন রাজু এবং শহীদদের স্মরণে এটি নির্মাণ করা হয়। শ্যামল চৌধুরী এটি নির্মাণ করেন এবং ১৭ সেপ্টেম্বর ১৯৯৭ উদ্বোধন করা হয়।
টিএসসি চত্বরে
ছাত্র শিক্ষক কেন্দ্র
ভিতরে রয়েছে ক্যান্টিন , মাঠ , মিলনায়তন , ইনডোর খেলার জায়গা
বিকেলে এখানে বসে অনেকেই আড্ডায় মেতে উঠে
রোকেয়া হল
বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের গেট
গ্রন্থাগারের গেট দিয়ে ঢুকে ডানে "হাকিম চত্বর"
গ্রন্থাগারের সাথেই আধুনিক ভাষা ইন্সিটিউট
আধুনিক ভাষা ইন্সিটিউট থেকে নীলক্ষেতের দিকে গুরুদুয়ারা নানকশাহী
-- শিখ সম্প্রদায়ের প্রধান উপাসনালয় । ১৫০৪ সালে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা নিজে এখানে এসেছিলেন বলে লোক মুখে শোনা যায়।
ডাকসু ভবন - - গ্রন্থাগারের গেট গিয়ে ঢুকে হাঁটা দিলেই পেয়ে যাবেন ডাকসু ভবন । এখানে একটি সংগ্রহশালা রয়েছে।
মধুর ক্যান্টিন - - ডাকসু এর সাথেই মধুর ক্যান্টিন
মধুর ক্যান্টিনের সাথেই "আইবিএ" ভবন
আইবিএ ভবন হয়ে সামনে গেলে "আর সি মজুমদার মিলনায়তন"
মিলনায়তন থেকে সামনের দিকে গেলে হাতের বামে " অপরাজেয় বাংলা" মুক্তিযুদ্ধে বাংলার নারী পুরুষের অংশগ্রহণ এবং অনমনীয়তার প্রতীক। এর স্থপতি শিল্পী সৈয়দ আব্দুল্ললাহ খালিদ
স্বাধীনতার সংগ্রাম - - ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল ছাড়িয়ে এটি। ৭ই মার্চের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একটি বড় ও অনেক ছোট ছোট ভাস্কর্য ।
দোয়েল চত্বরের গিকে যেতে - পরমাণু শক্তি কমিশন
বাংলা একাডেমী
বর্ধমান হাউস -- বর্ধমানের মহারাজা বিজয় চন্দ্র মেহতাব ১৯০৬ সালে এটি প্রতিষ্ঠা করেন। ১৯২৬ সালে কাজী মোতাহের হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থাকা কালে এখানে থাকতেন । ১৯৪৭ এর পর খাজা নাজিমুদ্দিন ছিলেন ১৯৫৪ পর্যন্ত । ১৯৫৫ সালে বর্ধমান হাউসে বাংলা একাডেমী প্রতিষ্ঠা করা হয়।
মীরজুমলা গেট - - দোয়েল চত্তের সাথেই মীর জুমলা গেট। ঢাকাকে মগ দস্যুদের হাত থেকে রক্ষা করতে এটি নির্মাণ করেন মীরজুমলা।
তিন নেতার মাজার -- গেটের পাশেই এটি। এখানে ৩ জন বিশিষ্ট রাজনীতিবিদের কবর রয়েছে। শেরে বাংলা এ কে ফজলুল হক , খাজা নাজিমুদ্দিন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খাজা শাহবাজ মসজিদ - - তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি তিন নেতার মাজারের পাশেই । শাহজাদা মুহাম্মদ আজমের সময়ে ঢাকার বনিক খাজা শাহবাজ ১৬৭৯ সালে এটি নির্মাণ করেন। মসজিদ থেকে ৫০ ফুট উঁচুতে আছে তার মাজার।
কার্জন হল - - ১৯০৪ সালের ১৪ ফেব্রুয়ারী লর্ড কার্জন এর ভিত্তি স্থাপন করেন। ১৯১১ সালে এটি ঢাকা কলেজ ভবন নামে পরিচিত ছিল , ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় এসে বর্তমানে বিজ্ঞান অনুষদের ক্লাস হয়।
মুসা খান মসজিদ - - কার্জন হলের পিছনের দিকে এটি। মুসা খান ছিলেন ঈশা খান মসনদই আলার পুত্র। পিতার নামে তার পুত্র মুনাওয়ার খান এটি নির্মাণ করেন।
ড. মুহম্মদ শহীদুল্লার কবর - - মসজিদের পাশেই অযত্ন অবহেলায় আছে ভাষা ও শিক্ষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লার কবর। ১৯৬৯ সালের ১৩ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
দোয়েল চত্বর
দোয়েল চত্বর থেকে একটু সামনেই শহীদ মিনার
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমার খুব পছন্দের একটি এলাকা। ক্লাস ৯ অথবা ১০ থেকে এখানে আনাগোনার সাথে আড্ডা দেয়া শুরু। যে কোন বিশেষ দিন গুলোতে এই এলাকা যেন তারুণ্যের উৎসবে পরিণত হয়। যদিও ইচ্ছে ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে রাজনীতির সাথে জড়িত হবো কিন্তু তা আর হয়ে উঠলো না। শুভ কামনা বিশ্ববিদ্যালয়ের জন্য।
> কিছু তথ্য উইকিপিডিয়া হয়ে ও কিছু দেখুন বাংলাদেশ হতে সংগৃহীত ।
> বানান ভুল ক্ষমা করবেন ।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাই
২| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:১১
ঢাকাবাসী বলেছেন: চমৎকার পোষ্ট, অনেক পরিশ্রম করে লেখা। আর হ্যাঁ দুনিয়ার প্রথম ভাল ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নেই। প্রাচ্যের অক্সফোর্ড কথাটি ঠিক নয়।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
সাজিদ ঢাকা বলেছেন: উম তা ঠিক বলেছেন , তবে এক সময় বলতো এই শান্তি ধন্যবাদ
৩| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৩
ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার পোস্ট ||
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ
৪| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:৪৪
বোকামানুষ বলেছেন: দারুন পোস্ট
অনেক কিছু জানলাম ধন্যবাদ
৪র্থ তম +++
০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:০৫
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ বোকা ভাই
৫| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:৫৪
আতা2010 বলেছেন: Click This Link মুক্তিযোদ্ধা মানেই ধোয়া তুলসী পাতা নয় ! তাদেরও আছে লোভ আর ব্যক্তিস্বার্থ চিন্তা।
০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:১১
সাজিদ ঢাকা বলেছেন: অপ্রাসঙ্গিক
৬| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার পোস্টে অনেকগুলো ++++++++++++++++++
০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:৩৮
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ
৭| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫
আরজু পনি বলেছেন:
আজকের দিনের সেরা পোস্ট !
শুভ জন্মদিন প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়।।
০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:১৫
সাজিদ ঢাকা বলেছেন: অনেক ধন্যবাদ পনি আপু
৮| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:০৩
প্যাপিলন বলেছেন: শুভ জন্মদিন ঢাকা বিশ্ববিদালয়।
আমার সবচে' প্রিয় স্থান ছিল ফুলার রোড। কখনো খুব সকালে জারুলের বাণে ভেসে যাওয়া দেখতে অথবা শীতের শেষে গভীর রাতে হাটা হতো যখন গাছগুলো পাতা হারিয়ে একেকটি কঙ্কাল আর কুয়াশায় মাখমাখি হয়ে পুর্নিমার গলে পড়া।
ঢাবির রাস্তাগুলোতে ডিভাইডার দেয়াটা এখনও মেনে নিতে পারিনি
০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:১৯
সাজিদ ঢাকা বলেছেন: ইমোশনাল হয়ে পড়েছেন দেখছি , , বিশ্ববিদ্যালয় এলাকাতে বাইরের এত যান চলাচল মোটেই ভালো লাগে না , , ধন্যবাদ
৯| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অসাধারণ পোস্ট।
অবশ্যই প্রিয়তে.................
০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:৩৩
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ ইরফান ভাই
১০| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:০৬
রেজা রাজকুমার বলেছেন: অক্সফোর্ড !!
বিশ্ব র্যাংকিং এ কয় নম্বর জানি?
-বিশ্ব র্যাংকিং বাদ, টপ এশিয়ান ইউনিভার্সিটিজ লিস্ট এ কয় নাম্বারে যেন দেখা যায় ঢা,বি, কে?
(অফ টপিক- আমারো একখানা মাঝারী মাপের ডিগ্রী আছে ঢাবি থেকে)
০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:৪৫
সাজিদ ঢাকা বলেছেন: থাক ভাই , অভিমান কইরেন না , এক সময় তো ছিল শীর্ষে , , অনেক ধন্যবাদ
১১| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:৪১
টুম্পা মনি বলেছেন: দারুণ।
০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:৪৫
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ
১২| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:৪২
সোহাগ সকাল বলেছেন: চমৎকার একটা পোস্ট! অনেক কিছু জানলাম। পোস্টটা না দেখলে হয়তো জানাই হতোনা।
০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:৫৫
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ
১৩| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:৩০
নগর সংগীত বলেছেন: দারুণ, নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েও এত তথ্য জানতামনা। লজ্জার বিষয় এখনো ডাকসুর সংগ্রহশালাটা দেখা হয়নি, কিছুদিনের মধ্যেই দেখে ফেলবো।
মানুষজন কেন র্যাংকিং নিয়ে খোচা দিচ্ছে বুঝলামনা, সবাই জানে একসময়ের প্রাচ্যের অক্সফোর্ড এখন আগের মতো নেই, কিন্তু সেটা বারবার মনে করিয়ে দেয়া এক ধরণের হীনমন্যতা, বরং আগের অবস্থায় ফিরিয়ে নিতে কি করা যায় সেটা নিয়ে আলোচনা হতে পারে। এখনো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক ভালো ভালো ছাত্র পাশ করে দেশ-বিদেশে সম্মানজনক কাজ, গবেষণা করছেন, বিভিন্ন প্রতিযোগীতা যেমন প্রোগ্রামিং কনটেস্ট, ডিবেট ইত্যাদি তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দেখা যায়, অনেকগুলো ডিপার্টমেন্টে সামান্যতম সেশনজট নেই, ৪ বছরে ছাত্ররা বের হতে পারে(সব ডিপার্টমেন্টে না), হরতালের মধ্যেও এক্সট্রা ক্লাস, পরীক্ষা নেয়া হয়। অবশ্যই খারাপ দিকও আছে হাজারটা যেমন গবেষণা যথেষ্ট হয়না, মানসম্মত শিক্ষকের অভাব ইত্যাদি, আমরা দাবী করিনা ঢাবি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়, বাকা ভাষায় র্যাংকিং এর কথা বারবার মনে করিয়ে দেয়ার কোনো দরকার আমি দেখিনা।
০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৪৬
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য , , আত্ম অভিমান থেকেই কেও কেও ক্ষোভ প্রকাশ করে থাকেন ।
১৪| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:৪০
খেয়া ঘাট বলেছেন: কলা ভবনের ছবি নাই কেন?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৫৯
সাজিদ ঢাকা বলেছেন: অবশ্যই পোস্ট এডিট করে দিবো , ভালো থাকবেন , ধন্যবাদ
১৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:২৮
অপনেয় বলেছেন: OXFORD OF THE EAST! When I was a student of Dhaka University (1958-62) we never knew that such an accolade existed. This is undoubtedly a post independence phenomenon. If nothing else, we have learnt how to overvalue ourselves. Critical self appraisal was never our strong point!
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৫৫
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ
১৬| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৯
নুসরাতসুলতানা বলেছেন: চমৎকার লাগলো।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:১২
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ
১৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৪৫
সঞ্জয় নিপু বলেছেন: সবগুলো জায়গা ই আমার খুব প্রিয় ।
ওখান কার ছাত্র না হয়ে ও আমি অনেক সময় কাটাই এই জায়গা গুলো তে ।
ধন্যবাদ পোস্টের জন্য ।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৪
সাজিদ ঢাকা বলেছেন: আমারও একই অবস্থা নিপু ভাই
১৮| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:১০
আমি তুমি আমরা বলেছেন: পরিশ্রমী পোস্ট। প্রিয়তে নিলাম।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:১১
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ
১৯| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। দারুন একটা পোষ্ট!!!
১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাই
২০| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৯
আমিতপু বলেছেন: ঢাকার ইতিহাসে আগ্রহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র হয়েও আমি এত কিছু জানতাম না। বিশেষ করে, বিশ্ববিদ্যালয় এরিয়ায় ড. মুহম্মদ শহীদুল্লার কবরের অবস্থান, এটা আমার কাছ একেবারেই নতুন। বোঝা যাচ্ছে, অনেক পরিশ্রম করে লেখাটা তৈরি করা হয়েছে।
অনেক অনেক ধন্যবাদ।
৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
সাজিদ ঢাকা বলেছেন: পরিশ্রম না ভাই ভালোবাসা , ঢাবি সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি, যদিও আমি ঢাবির ছাত্র না , কিন্তু অবসর আড্ডার অনেক গুলো সময় এখানে কাটাই আজো , আজো আমি বৈশাখ ফাল্গুন নবান্ন বা শহীদ স্বাধীনতা বিজয় দিবসে বা ঈদ ভ্যালেন্টাইনে ছুটে আসি টিএসসি চত্বরে , ভালো থাকবেন
২১| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫
সিদ্ধার্থ. বলেছেন: বিরাট ক্যাম্পাস ।ড. মুহম্মদ শহীদুল্লা যদি না থাকতেন তবে বাঙালিরা তাদের স্বভাব মতো বাংলা ভাষা নিয়েও মারামারি করত ।
৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬
সাজিদ ঢাকা বলেছেন: কিন্তু আজ তিনিই সবচেয়ে অবহেলিত
২২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০
সাংবাদিক তারেক বলেছেন: ভাই, আপনার ছবি গুলোও খুব সুন্দর হয়েছে।
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩২
সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ
২৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৯
আদম_ বলেছেন: সিনেট ভবন টা তো পাইলাম না। যার নামে সিনেট ভবন, অন্তত তার নামটা দেখলেও একটু শান্তি পাইতাম। পুস্টুতে পিলাস।এবং প্রিয়তে।
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫
সাজিদ ঢাকা বলেছেন: এত সুন্দর সিনেট ভবনের কথা ভুলেই গেলাম , , অবশ্যই দিবো
ধন্যবাদ
২৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২১
আলোর পরী বলেছেন: খুব মমতা নিয়ে লিখেছেন বোঝা যায় ।
আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় জায়গাটাই এমন ।
ঢাকা হারিয়েছিল রাজধানীর গৌরব, বিনিময়ে জাতি পেয়েছিল এ বিশ্ববিদ্যালয় । এত বড় ঐতিহাসিক মূল্য আর কাউকে দিতে হয় নি ।
রাঙ্কিং ?? এখনও পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষার্থী এখানে চান্স পাওয়ার জন্য পরীক্ষা দেয় ।
এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পিছনে দেশ যা ব্যয় করে তার থেকে অনেক গুন রেট অব রিটার্ন হিসেবে ফেরত আসে ।
এর শিক্ষার্থীদের সব ক্ষেত্রেই দৃপ্ত পদ চারণা ।
পহেলা বৈশাখ থেকে ভালবাসা দিবস , কোন আন্দোলন , ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া কল্পনাই করা যায় না ।
এ বিশ্ববিদ্যালয় শুধু এর ছাত্র শিক্ষার্থীর নয় , এ সবার বিশ্ববিদ্যালয় ।
১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০১
সাজিদ ঢাকা বলেছেন: ভ্রমণ আর ঢাবি প্রেম , ২ ভালোবাসার মিলন এই পোস্টে
ঢাবি , ঢাবি ই ই অতুলনীয় , ভালো থাকবেন , ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:৩৭
বাপ্পী২০১১ বলেছেন: সত্যিই প্রশংসা না করে উপায় নেই আপনার এ লেখার। কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাইলে আপনার এ লেখাই তার জন্য যথেষ্ট।ধন্যবাদ আপনাকে এরকম পোস্ট উপহার দেয়ার জন্য।