নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা কোন রকমে শেষ , , এখন আমি কর্পোরেট __ > সামুতে কেবল ভ্রমণ ব্লগ লিখি , না আসলে লিখতাম আবার লিখা শুরু করবো , , , শার্ট টাইয়ের নিছে বৈরাগী মনটা এখনও জীবিত আছে তাই মাঝে মাঝে সব কিছু তুচ্ছ করে বেড়িয়ে যাই বাংলার পথে থে থে থে থে থে

সাজিদ ঢাকা

ব্লগিং ছেড়ে দিয়েছিলাম , আবার ফিরে এলুম ম ম ম ম ম

সাজিদ ঢাকা › বিস্তারিত পোস্টঃ

বাংলার পথে(পর্ব ৩৫) -- বিরিশিরি ভ্রমণ (২)

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১১

বাংলার পথে(পর্ব ৩৪) -- বিরিশিরি ভ্রমণ (১)



খুব সকাল সকাল বের হয়ে গেলাম। আগের দিন ৩ টি রিক্সা ঠিক করে রেখেছিলাম ৬০০ টাকা করে প্রতিটি । ঠিক করেছি এইভাবে বিরিশিরি থেকে সোমেশ্বরী নদী পার হয়ে রানিখং গ্রামে সাধু জোসেফের ধর্মপল্লী , রাসমনি স্মৃতিসৌধ এরপর বিজয়পুরে চীনামাটির পাহাড় ঘুরাবে মাঝে কিছুক্ষন বিডিআর কাম্পে যাত্রা বিরতি।



ঐ দেখা যাচ্ছে সোমেশ্বরী নদী





ভোরের আলোয়





শীতকালে পানি একেবারেই কম থাকে হেঁটেই পার হওয়া যায়





নদী পার হয়ে এবার নাস্তা করার পালা









কাঁচা রাস্তা ধরে রিক্সা এগিয়ে চলল চীনামাটির পাহাড়ের দিকে



চীনামাটির পাহাড় - - লাল নীল বেগুনি গোলাপি রঙের মাটি। দেশের সিরামিক কারখানার জন্য এখান থেকে মাটি নেয়া হয়। মাটি কাটার ফলে সৃষ্টি হয়েছে এই ধরণের ছোট ছোট পুকুর। পানির রংও ভিন্ন। দেখতে চমৎকার। মনে হয় যেন শিল্পীর আঁকা ছবি।





















রাসমনি স্মৃতিসৌধ

বহেরাতলিতে রয়েছে টংক ও কৃষি আন্দোলনের পথিকৃৎ নেত্রি হাজং মাতা রাসমনির ও তার সহ যোদ্ধা সুরেন্দ্র হাজং এর স্মৃতিসৌধ। ১৯৪৬ সালে ৩১ জানুয়ারি ব্রিটিশদের বিরুদ্ধে সংগঠিত টংক বিদ্রোহে তারা প্রথম শহীদ হন।









সাধু জোসেফের ধর্মপল্লী

রানিখং গ্রামে এই ক্যাথলিক গির্জাটি প্রতিষ্ঠিত হয় ১৯১২ সালে। অনেক পুরনো তাই এটা দেখতে চলে এলাম। ধর্মীয় অনুষ্ঠান থাকায় গির্জার ভিতরে আর ঢুকা গেলো না।





এবার বিডিআর ক্যাম্পে বিশ্রাম। এখানে বিরাট এক জলপাই গাছ আছে। সবাই মিলে লবণ দিয়ে বেশ করে খেলাম। তবে হ্যাঁ , প্রবেশের পূর্বে অনুমতি নিয়ে নিবেন।









একটি রামকৃষ্ণ আশ্রম আছে তাও ঘুরে এলাম ।









দুপুরে ফিরে আসলাম , লাকি হোটেলে ভাত খেয়ে ঢাকার পথে রউনা।





নেত্রকোনার বালিশ মিষ্টি

এখানকার বিখ্যাত বালিশ মিষ্টি খেতে হলে চলে আসতে হবে নেত্রকোনা শহরে। গয়ানাথের বালিশ মিষ্টি । এক একটি মিষ্টি ২০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত হয়ে থাকে। না খাইলে পস্তাইবেন।









স্বল্প সময়ে ঘুরে আসতে পারেন বিরিশিরি। ৫-৬ জনের দলে ১৭০০-২০০০ টাকা হলেই ২দিন ১ রাত থেকে ভালো মত ঘুরে আসতে পারবেন।



পরিবেশ পরিচ্ছন্ন রাখুন , , রেখে আসবেন পদচিহ্ন আর নিয়ে আসবেন শুধুই ফটোগ্রাফ।



=============================================

সাজিদ ঢাকা'র ভ্রমণ পোস্ট সংকলন

=============================================











































মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

বোকামানুষ বলেছেন: এখানে যাবার ইচ্ছা আছে পোস্ট কাজে লাগবে ধন্যবাদ

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ আপনাকেও :) :)

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

শেখ শিহাব আল মাহমুদ বলেছেন: বাংলা আমার খুবই সুন্দর, অসাধারন ছবিগুলো

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

সাজিদ ঢাকা বলেছেন: যতই দেখি ততই মুগ্ধ হই , , ধন্যবাদ আর বাংলাকে দেখতে বেড়িয়ে পড়ুন :) :)

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

জুন বলেছেন: ছবিগুলো দেখে ঘুরে আসলাম সুসং দুর্গাপুর, সেই সোমেশ্বরী নদী যা আমরা অনেকখানি হেটে পার হয়েছিলাম শীতকালে।যেখানে নাকি বর্ষায় কুমির ভেসে আসে। অনেক ভালোলাগলো দেখে ছবিগুলো।
+

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৫

সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ আপু :) :)

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: যাইতে মুঞ্চায়.............

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২০

সাজিদ ঢাকা বলেছেন: রউনা দিয়া দেন , ধন্যবাদ ভালো থাকবেন :)

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

ফারজুল আরেফিন বলেছেন: ২++++

বাকি থাকলো কোনটা?
শুভকামনা.....। :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ ফারজুল ভাই , , :) :) কি বাকির কথা বলেন ??

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

ফারজুল আরেফিন বলেছেন: ঘুরার জায়গা :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৭

সাজিদ ঢাকা বলেছেন: বিরিশিরিতে আর জায়গা নাই , , তবে নেত্রকোনায় একটা হাওর আছে :)

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
প্রথম ছবি দেখে লাগছে রিক্সা বুঝি উলটে গেল! ]
ভাল লাগছে পোস্ট +++

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯

সাজিদ ঢাকা বলেছেন: রিক্সা তো একবার কোলে নেয়া লাগসিলো :P পরের পোস্ট দেইখেন গাইবান্ধা ভ্রমণ , , , রিক্সা নিয়ে এক্কারে ধান খেতে :P

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ পোষ্ট ++++
যাওয়ার ইচ্ছে জেগেছে আপনার পোষ্ট দেখেই। সময়ের অপেক্ষাই আছি।

আপনার সুন্দর সময় গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫০

সাজিদ ঢাকা বলেছেন: পোস্ট পড়ে কেও যেতে আগ্রহী হলেই লিখার সার্থকতা , ভালো থাকবেন ধন্যবাদ :) :)

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

মিস্টি খাইতে মন চায় :!>

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

সাজিদ ঢাকা বলেছেন: সেই টেস্ট কত গুলান আসে ক্ষীর দেয়া

১০| ১৭ ই জুন, ২০১৫ দুপুর ২:৫৩

ফোনেটিক বলেছেন: বিরিশিরি-
http://www.deshiinfo.com/বিরিশিরি/
https://www.facebook.com/BDTour.info

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.