নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিখার জন্য এসেছি, লিখার মতো জ্ঞান নেই বলে

জীবনের সবকিছুই অপুর্র্ রয়ে আছে, তাইতো আমি এক ছন্নছাড়া মানব

করিম বস

সর্বশক্তিমান আল্লা '

করিম বস › বিস্তারিত পোস্টঃ

আপসুস বাবাটার জন্য

২০ শে জুন, ২০১৪ দুপুর ২:৩৭

লিখাটি নোট করছিলাম গত বাবা দিবসের রাতে! বিভিন্ন ঝামেলায় পোস্ট করতে মন চায় নি! আমি সাধারণত মা দিবস বাবা দিবস আরোও কত দিবস না আছে পৃথিবীতে ৩৬৫ দিনে ৩৬৫টার উপর দিবস আছে মনে হয়! এইসকল যান্ত্রিক দিবস গুলো আমার কাছে বুখাস লাগে, তই এইগুলি নিয়ে কোন আবেগগ্রবণ পোষ্ট করতে মন চায় না ভার্চুয়াল জগৎএ! আসলে আমরা বাঙালিরা সব কিছুতেই উৎসুক একটু বেশী কোন একটা ইস্যু পাইলেই ইহছে ফেইসবুকে ভুড়িভুড়ি পোস্ট এসে যায়! আমার মনে হয় আম পাবলিক যতটা আবেগাপ্লুত হয়ে লিখে! হুবুহু মা -বাবার প্রতি অত দরদ আছে বলে মনে হয় না! মা -বাবার প্রতি ভালবাসা প্রকাশ করার জন্য তাদের প্রতিদিনের কাজকর্মে তাদের সহযোগিতা! তারা মৃত হলে দৈনিক শত ব্যস্ততার মাঝে ও কম করে হলে একবার তাদের কবর জিয়ারত করা প্রত্যেক সন্তানের চুড়ান্ত কত্যর্ব! এইটাই মা -বাবার প্রতি সত্যিকারের ভালোবাসার অংশ



মূলকথায় আসি, গত বাবা দিবসের রাতে আমাদের এলাকায় এক মুরুব্বি মারা গেছে (ইন্নালিল্লাহি) মুরুব্বিটা অনেক বছর আমাদের মসজিদের কমিটির প্রধান ছিল! নিয়ম মেপে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত! সবার সাথে ভালো ব্যবহার করত দেখতাম! মুরুব্বিটার একটিমাত্র ছেলে ৪৫+! আর্চার্য বিষয় হল তার বাবার মৃত্যুতে জানাযায় প্রযন্ত উপস্তিত হয় নি জীবনে কখনো নামাজ তো দূরের কথা মসজিদের দিকে তাকাতেও দেখি নি! আজ শুক্রবার তার বাবার জন্য মসজিদে দোয়া আয়োজন করা হয়েছিল তাতেও সে অনপুস্থিত! বাবাটির জন্য আবসুস এইটা সু সন্তান তৈরী করে রেখে যেতে পারল না!তার জন্য দোয়া করার জন্য কারণ আল্লাহ বলেছেন মানুষ মরে গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় শুরু তিনটি আমল জারি থাকে তার মধ্য একটি সুসন্তান -যে সন্তান তার মা বাবার জন্য সবসময় দোয়া ইস্তেগফার করবে! আবসুস বাবাটির মসজিদ খেদমতকারি হয়েও একমত সন্তানকে কু সন্তান বানাইল! বন্ধুমহলে গুন্জন আছে তিনি নাকি ধর্ম বিশ্বাস করে না! হইতো তাই হবে! খারাপ লাগল আমাদের সমাজে এইরকম মানুষও আছে বলে !!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৫

আমি দিহান বলেছেন: আসলেও বাবাটা অনেকে দুর্ভাগা। তার ছেলের জন্য দোয়া রইল।

আপ্নার জন্য রইল শুভেচ্ছা।

২০ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩৬

করিম বস বলেছেন: অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্যও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.