![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বশক্তিমান আল্লা '
ব্রাজিলের অ্যামাজন জঙ্গলের আদিম উপ-জাতিদের একদল মানুষ "স্কোয়াচ" নামক মূর্তির পূজা করে। তাদের বিশ্বাস সব সৃষ্টির সর্বোচ্চ স্রষ্টা এই "স্কোয়াচ"। একটি কুঁড়েঘরে স্কোয়াচের মানুষ রূপী মূর্তিটা বসানো ছিল।
একদিন স্রষ্টাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এক যুবক সেই ঘরে ঢোকে। তাকে শেখানো হয়েছিল এই মূর্তিই তার স্রষ্টা, তার পালনকর্তা। সে যখন মাটিতে মাথা ঠেকিয়ে মূর্তির সামনে সিজদা করছিল, তখন কুঁড়েঘরের ভেতর একটি নেড়ি কুকুর চুপিসারে ঢুকে পড়ল। লোকটা সিজদা শেষ করে মাথা ওঠাতেই দেখল,
__সেই কুকুরটি মূর্তিটার উপর মূত্রত্যাগ করছে।
সেই যুবকটি এটা কোনোভাবেই সহ্য করতে পারল না। তাই সে কুকুরটাকে ধরার জন্য উঠে দাঁড়াল। এই ফাঁকে কুকুরটাও ঘরের বাইরে বেরিয়ে যায়। অপমানের জ্বালায় দগ্ধ সেই যুবক বহুদূর পর্যন্ত কুকুরটিকে তাড়া করে ফিরল।
ক্রোধ কিছুটা কমে আসার পর সে শান্ত হয়ে বসল। এবং হঠাৎ তার মনে এই বোধোদয় হলো যে, এই মূর্তি কখনোই মহাবিশ্বের প্রভু হতে পারে না। নিজের মনের সাথে ক্রমাগত যুদ্ধ করে শেষ পর্যন্ত সে এই সিদ্ধান্তে পৌঁছাল যে, এই মূর্তি তার স্রষ্টা নয়; স্রষ্টা নিশ্চয়ই অন্য কেউ।
শুনতে যতই আশ্চর্য জনক মনে হোক না কেন, এই যুবকের জন্য এটাই ছিল স্রষ্টার পক্ষ থেকে নিদর্শন। জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত জীবনের বিভিন্ন পর্যায়ে স্রষ্টা মানুষকে তাঁর বিভিন্ন নিদর্শন দেখিয়ে থাকেন।
পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে তিনি মানুষকে তাঁর নিদর্শন দেখান। বিভিন্ন ঘটনার মাধ্যমে মানুষের অন্তরে তিনি এই ইঙ্গিত দেন যে, স্রষ্টার অস্তিত্ব রয়েছে, স্রষ্টা একজনই এবং তিনি এক ও অদ্বিতীয়।
– স্রষ্টা ধর্ম ও জীবন, ড. বিলাল ফিলিপ্স
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮
করিম বস বলেছেন: আল্লাহুআকবর
২| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:২০
হোসেন মনসুর বলেছেন: আপনি এই গল্পটি পেলেন কোথায়? যার আগা আছে পাছা নাই মানে ছেলেটি পরে কী করল? সেকি অন্য কোন ধর্ম গ্রহন করল নাকি শুধু উদ্ভ্রন্তের মত ঘুরে বেড়াল!
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৭
করিম বস বলেছেন: সেকি অন্য কোন ধর্ম গ্রহন করল নাকি শুধু উদ্ভ্রন্তের মত ঘুরে বেড়াল!.আপনার উত্তর এই সারমর্মর ভিতরে নিহিত ..
পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে তিনি মানুষকে তাঁর নিদর্শন দেখান। বিভিন্ন ঘটনার মাধ্যমে মানুষের অন্তরে তিনি এই ইঙ্গিত দেন যে, স্রষ্টার অস্তিত্ব রয়েছে, স্রষ্টা একজনই এবং তিনি এক ও অদ্বিতীয়।
৩| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:০৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আ-হ্!
বাউলা কে বানাইল রে!
হাসন রাজারে বাউলা, কে বানাইল রে?
মস্তিষ্কের লেভেল কয়েক ধাপ শান্ত হয়ে গেল ভাই।
৪| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আ-হ্!
বাউলা কে বানাইল রে!
হাসন রাজারে বাউলা, কে বানাইল রে?
মস্তিষ্কের লেভেল কয়েক ধাপ শান্ত হয়ে গেল ভাই।
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১৭
করিম বস বলেছেন: অনুপ্রাণিত হলাম
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১:৪৮
কোয়ান্টাম ফ্লাকচুয়েসন বলেছেন: কি সব কাহিনি বানান। এর থেকে ক্যামনে প্রমাণ হয় আল্লাহ এক? দেবির গায়ে কুকুর মুত্র বিসর্জন দিল তাতে প্রমাণ হয় দেবি মিথ্যা। একইভাবে অমুসলিমরা ক্রমাগত মসজিদ ভাঙে, কুরআন শরিফের অপমান করে, আল্লাহ তখন নিসচুপ থাকে কেন? আপনার যুক্তি রিভার্স করে আপনাকেই খাওয়ানো যায়।
০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১১:১৩
করিম বস বলেছেন: Hmmmmm ভালো বলছেন,
একটা পাথরের /মাটির দেবীকে সৃষ্টিকর্তা বলে পূজা করা এইটা জ্ঞান হীন চাড়া কে করে!
আল্লাহ চুপ থাকে কেন? পৃথিবীর সকল প্রাণী কে জ্ঞান দান করে করে সৃষ্টিকর্তা পৃথিবীতে চেড়ে দিয়েছে স্বাধীন ভাবে যাতে তারা চিন্তা করতে পারে! সর্বশেষ ভালো খারাপের বিচার হবে শেষ বিচারের দিন, অবশ্যই এইটা অবিশ্বাসীদের জন্য নয়!
মুসলমান একটি বিশেষ ধর্ম,কিন্তু হিন্দু কোন বিশেষ ধর্ম নহে। হিন্দু ভারতবর্ষের ইতিহাসের একটি জাতিগত পরিণাম।
-- রবীন্দ্রনাথ ঠাকুর
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:০৪
মুদ্দাকির বলেছেন:
তিনিই যাকে ইচ্ছা সিরাতুল মুস্তাকিম দেখান , তিনিই সকল হেদায়েতের মালিক, আল্লাহুয়াকবার !!