![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বশক্তিমান আল্লা '
বঙ্গবন্ধু হত্যার পরে বিভিন্ন সামরিক সরকার এবং রাজনৈতিক দলের কাঁধে ভর করে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী! একথা যেমন সত্যি, তেমনি সত্যি এই রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা কখনো মনে প্রাণে স্বীকার করেনি এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে সময়কালীন তাদের অবস্থানের জন্য ক্ষমা প্রার্থনাতো দূরের কথা, বিন্দুমাত্র লজ্জ্বিত হতে তাদেরকে দেখা যায়নি! উলটো পাকিস্তানি কাদের মোল্লাকে বীর উপাধি দিয়ে পার্লামেন্টেএ নিন্দাপ্রস্তাব পাশ করে ...
এছাড়া এই জামায়াতে ইসলামী আরেকটা মিথ্যা প্রপাগান্ডার আশ্রয় নেয় তা হলো, বঙ্গবন্ধু সকল যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে গেছেন!
দেশের যুদ্ধাপরাধী নেই এই কথা যে চরম মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সে কথা ব্যাখ্যা করার অপেক্ষা রাখেনা! এখনো প্রশ্ন আসে, যেহেতু তারা বলে বেড়াচ্ছেন দেশে কোন যুদ্ধাপরাধী নেই, তাহলে বঙ্গবন্ধু কাকে ক্ষমা করে গেছেন সেই কথা তাদের মনে কেন আসে না?
জামায়াতে ইসলামী নামক এই রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সময়কালীন ভূমিকার কথা এখন আমদের সকলেরই জানা! তবুও এক শ্রেণীর চাঁড়াল প্রজাতীর মানুষ আছে, তারা মনে করেন ৭১ সালে নাকি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে, কতটুকু মাথা মোটা হলে এবং বাংলাদেশের স্বাধীনতার প্রতি অশ্রদ্ধা কতটা চরম হলে মানুষ এই কথা বলতে পারে! আমি তাদের রক্ত নিয়ে সন্দেহ প্রকাশ করি! এর জন্য অনেকে বলে, কারো পরিবার এবং জন্মপরিচয় নিয়ে কথা বলা ঠিক নয়! এই কথার জবাবে, আমার প্রশ্ন যারা আমাদের সমগ্র জাতির জন্ম নিয়ে সন্দিহান, তাদের মত দু’চারটে শুকর শাবকের জন্মপরিচয় নিয়ে কথা তুলে আমি কোন পাপ করিনা বরং পূণ্যই করছি। সেসব কথা এখন মোটামুটি সকলেরই জানা...
আসছি মূল কথায়! জামায়াতে ইসলামী আমাদের স্বাধীনতা বিরোধী এবং তারা এখনো আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি! কারণ খুবই সহজ, যদি মেনেই নিতো, তারা জনগণের কাছে তাদের তৎকালীন কর্মকান্ডের জন্য ক্ষমা চাইত কিংবা লজ্জ্বিত হতো! যেই দেশে রাজাকার শব্দটি একটি গালি, সেই দেশেই সেই রাজাকারের মূল হোতা গোলাম আযমদের পক্ষে আইনজীবিও পাওয়া যায়! শুধু তাই নয়, সেই গোলাম আযমদের আবার অন্ধভাবে সমর্থন করে কথা বলছে তরুন প্রজন্মের একাংশ, যদিও তারা এই দেশে সবসময় পরাজিত শক্তি হিসেবেই থেকে গেছে এবং থাকবে...
জামায়াতে ইসলামীকে আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি বলার পেছনে এবার কিছু যুক্তি প্রমাণ খুঁজি, খুব সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যারা আজকে দেশে ইসলাম কায়েম করার নামে এই জামায়াত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবিরকে সমর্থন করে থাকে, তারা কি আসলেই সুস্থ মস্তিষ্কের। আমার মন্তব্য “না! কারণ, যেই দল সরাসরি আমাদের দেশের স্বাধীনতার বিরোধীতা করেছে, এদেশের লক্ষ লক্ষ মানুষের প্রাণ এবং সম্ভ্রম হারানোর জন্য দায়ী, তারা কিভাবে ইসলামের মত শান্তির ধর্ম প্রচার করবে? এই সহজ যুক্তিটা যাদের মাথায় ধরেনা, তাদেরকে আমি কখনোই সুস্থ বলবো না!
এরপর আসি, ইসলাম প্রচারের নামে এই জামায়াতে ইসলামী বিশাল বিশাল অনুদান নিয়ে আসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে! বাংলাদেশে আর কোন রাজনৈতিক দলের এত অনুদান উৎস নেই যতটা রয়েছে এই জামায়াতে ইসলামীর! এই কথা, অলিখিত সত্য নয়, বরং তাদের অগণিত ব্যবসা প্রতিষ্ঠান এবং ইসলামী এনজিও এবং সে সকল প্রতিষ্ঠানের রমরমা অবস্থা দেখলেও অনুধাবণ করা যায়! এবং এইসকল প্রতিষ্ঠানে তাদের নিজস্ব লোক চাড়া কাউকে চাকরি পাওয়া মানে বঙ্গবসাগর থেকে সাঁতরে উঠার সমান! জামায়াতে ইসলামী আজ পর্যন্ত নির্দলীয় ভাবে কোনা মানুষের সাহায্য করেছে বলে আমার অন্তত জানা নেই....
©somewhere in net ltd.