নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিখার জন্য এসেছি, লিখার মতো জ্ঞান নেই বলে

জীবনের সবকিছুই অপুর্র্ রয়ে আছে, তাইতো আমি এক ছন্নছাড়া মানব

করিম বস

সর্বশক্তিমান আল্লা '

করিম বস › বিস্তারিত পোস্টঃ

জয় হোক মানবতার ।বন্ধ হোক ধর্মীয় হিংসার বিষ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩০

আমার জাতির গায়ে আজ বিজাতি
হাতের ছাপ,
রক্তে রঞ্জিত মাটির পৃথিবী
তামাম,
মাছুম কন্ঠেও আর্তনাদ,
বৃদ্ধ পায়নি রেহাই জালিমের জুলুম
তলায়!
মানবিকতা নিষ্পেষিত সংখ্যা
গরিষ্ঠে,
ধর্মের তাচ্ছিল্য,
বিবেকের পিরামিড আকাশচুম্বি,
ওরা হায়েনার গোহায় লালিত
তবে কী দাজ্জ্বালের বংশধর,
ওরা অমানবিয়তা রক্তজলে খেলে
জলকেলী,
আমার মুসলিম সম্প্রদায় এখানেই
কাঁদে আজ,
লাঞ্চিত হয়, স্বজন হারায়,
প্রজন্মান্তর
ভষ্মভিটে বুকে ধরে ভষ্মিত হয়!
রক্তবানে ভাসে, ক্ষতবিক্ষত হয়
দেহবাগ,
সম্ভ্রম হারায় - আরো কত?
হে বিশ্ব, হে জনতা, হে ধরিত্রী,
হে জগতের শক্তিধর
আর কত! আর কত চাই রক্ত-প্রাণ?
আর কত সম্ভ্রম হানি হতে হবে?
আর কত ভিটের আগুনে ভাঙবে
তোদের নষ্ট ঘুম?
আজ যারা শিশু, সে কোন অপরাধী?
বৃদ্ধ, যার দেহবগ আধো মরা লাশ, সে
কোন অপরাধী?

ঘরের ঘুমটা টানা বধু, সে কোন
অপরাধী?
পুষ্পকলি নবযৌবনা কন্যা, সে কোন
অপরাধী?
অসচ্ছল সংসারে অন্নদাতা পিতা,
সে কোন অপরাধী?
গর্ভবতী মা, কাল যে প্রসববেদনায়
কাতরাচ্ছিল,
আজ সে কোন অপরাধী?
কেন এদের নির্বিকারে,
নির্যাতনে ক্ষতবিক্ষত করে প্রাণে
মারো পরে...?
আবার বলি হে পাপীদের রাজা,
হে জালিমের রাজা,
হে অত্যাচারী রাজা,
হে প্রাণ নাশিনী,
একটু ক্ষ্যান্ত হ। কাল তোর পরাজয়
জেনে রাখ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.