নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এফ এ আর

এস এফ এ আর › বিস্তারিত পোস্টঃ

মধুর উপকারিতা

১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৬



মধুর গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে আমরা সকলেই অবগত। প্রাচীনকাল হতেই মধু বিশ্বের সর্বত্র ব্যবহৃত হয়ে আসছে। আমাদের দেশেও এর প্রচুর কদর ও চাহিদা আছে। আজ পর্যন্ত এমন কোন তরল মিষ্টির আবিস্কার হয়নি যা মধুর চেয়ে বেশি শুদ্ধ ও মিষ্টি। মধুর মধ্যে রোগ নিবারক গুণ থাকার ফলে হাজার হাজার বছর ধরে ঘরোয়া চিকিৎসার কাজে মধু ব্যবহৃত হয়ে আসছে। বিভিন্ন রোগে মধু ঔষধ হিসাবে ব্যবহার করা হয় নিম্নে তা দেওয়া হলো :

পোড়া :
শরীরে কোথাও পুড়ে গেলে সামান্য মধু মেহেদী পাতার সঙ্গে বেটে লাগালে এতে পোড়াজনিত জ্বালা ও কষ্ট লাগব হয়।

অনিদ্রা :
অনিদ্রা নিয়মিত হতে থাকলে রাতে বিছানায় যাওয়ার আগে পানিতে মিশিয়ে সেবন করলে উপকার পাবেন- ভালো ঘুমও হবে।

কোষ্ঠ্য কাঠিন্য :
এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ লেবু ও এক চামচ আদার রস এবং দু’চামচ মধু মিশিয়ে খেলে অজির্ন রোগ দূর হয় ও কোষ্ঠ্য কাঠিন্য প্রশমিত হয়।

অনিয়মিত ঋতুস্রাব :
ঋতুস্রাব অনিয়মিত হতে থাকলে ছোট চামচে এক চামচ তুলসীর রস সমপরিমাণে মধু ও এক চুটকি বা এক টিপ গোল মরিচের গুড়ো একসঙ্গে মিশিয়ে দিনে ২বার করে দু’মাস নিয়মিত সেবন করলে উপকার পাওয়া যায়।

চর্মরোগ :
প্রতিদিন সকালে ২০ গ্রাম মধু ঠা-া পানিতে মিশিয়ে ৪/৫ মাস খেলে চুলকানি, ফুস্কুড়ি ইত্যাদি চর্ম রোগ সেরে যায়।

দাঁতের ব্যথা :
হঠাৎ যদি দাতে ব্যথা অনুভূত হয় তাহলে মধুতে তুলা ভিজিয়ে ব্যথার স্থানে রাখলে ব্যথা কমে যাবে।

রক্তচাপ :
দু’চামচ মধুতে এক চামচ লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে ও রাতে সেবন করলে রক্ত চাপ স্বাভাবিক হয়ে যায়।

টনসিল :
পানিতে মধু মিশিয়ে কুলকুচি করলে টনসিলে উপকার পাওয়া যায়।

র্দি বা ঠান্ডা:
ঠান্ডা লাগলে বা সর্দি হলে নাক দিয়ে পানি পড়লে বা ভেতরে জমে থাকা কফ বের করতে হলে মধু মিছরি ও মেহেদী পাতার রস পরপর ৭/৮ দিন নিয়মিত সেবন করলে সর্দি কমে যায়।

কাশি :
আদা, পান, তুলসীর রসের সঙ্গে মধু মিশিয়ে দিনে দু’তিন বার খেলে কাশি কমে যায়।

মেদ :
হালকা গরম পানিতে মধু মিশিয়ে পান করলে মেদ কমে শরীর পাতলা হয়ে যায়। প্রয়োজনে এতে দু’ফোঁটা লেবুর রস মিশিয়ে নেয়া যায়।

মধু আল্লাহ প্রদত্ত এক বিশেষ নিয়ামত। মোট কথা মধুর উপকারিতার শেষ নেই।


সূত্র: দৈনিক প্রত্রিকা

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২০

দৃষ্টিসীমানা বলেছেন: পোষ্টে + + + + + ধন্যবাদ ।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০২

আলামিন হোসেন বিডি বলেছেন: প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘মধুতে আরোগ্য নিহিত আছে।’ (সহীহ বুখারি: ৫২৪৮)।

আয়েশা (রা.) বলেন, প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কাছে মধু ও মিষ্টান্ন খুব প্রিয় ছিল। (সহীহ বুখারি: ৫২৫০)।

রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সকালে মধু চেটে খাবে, তার বড় ধরনের কোনো রোগ হবে না।’ (ইবনে মাজাহ : ৩৪৪১)।

আলহামদুলিল্লাহ্‌। মধু আল্লাহ্‌ তায়ালার অনেক বড় একটি নিয়ামত। মধুতে আছে আমাদের দেহের জন্য অনেক উপকার

মধুর আরও উপকার সম্পর্কে জানতে এখানে ভিজিট করুনঃ Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.