নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এফ এ আর

এস এফ এ আর › বিস্তারিত পোস্টঃ

হিন্দু উত্তরাধিকার আইনে নারীর অবস্থা

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

হিন্দু উত্তরাধিকার আইনে প্রধানত দুইটি আইন চালু আছে ঃ

১. দায় ভাগ পদ্ধতি
২. মিতাক্ষরা পদ্ধতি

১. দায় ভাগ পদ্ধতিঃ
দায়ভাগ আইন অনুযায়ী তিন শ্রেণীর লোক মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে উত্তরাধীকারী হয়ে থাক।

ক. সপিন্ড ঃ সাপিন্ডের কেউ জীবিত থাকলে সাকুল্য ও সমােনোদকগণ কোন অংশ পাবে না। যে সকল ব্যক্তি মৃত ব্যক্তির আত্ত্বার কল্যাণের উদ্দেশ্যে তার শ্রাদ্ধে পিন্ডদান এবং মৃত ব্যক্তির জীবিতকালে যে সকল ব্যক্তির আত্ত্বার কল্যাণের উদ্দেশ্যে পিন্ডদান করতে বাধ্য, তারা সকলেই পরস্পরের সপিন্ড।

দায়ভগা আইনে সপিন্ডের সংখ্যা মোট ৫৩ জন। এর মধ্যে পুরুষ ৪৮ শ্রেণী মহিলা মাত্র ৫ শ্রেণী।

২. মিতাক্ষরা পদ্ধতি ঃ
এ পদ্ধতিতে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারী রক্তের নিকটতম সম্পর্কের ভিত্তিতে নির্ণীত হয়। এ আইনে তিন শ্রেণীর উত্তরাধিকারী আছে।
১. গোত্রজ সপিন্ড
২. সমানোদক
৩. বন্ধু

গোত্র সপিন্ডের উত্তরধিকারীগণের সংখ্যা মোট ৫৭ জন। এর মধ্যে পুরুষ ৫৪। মহিলা মাত্র ৩ জন। হিন্দু উত্তরাধিকার আইনের এ জরিপ থেকেই অনুমেয় হিন্দু ধর্মে মহিলারা কত বঞ্চিত।

অথচ মুসলিম উত্তরাধিকারী আইনে ৮ শ্রেণীর মহিলা সম্পত্তি পেয়ে থাকে। আর পুরুষের সংখ্যা মাত্র ৪ শ্রেণী।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৭

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: সব বুঝলাম .. তবে এক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীদের প্রথা ভেঙ্গে আওয়াজ তুলতে হবে । সরকার একা কিছু করতে পারবেনা যতক্ষণ পর্যন্ত সমাজ সেটা না চাইছে ।

ভালোলাগা ।

২| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৫

আবদুল্লাহ আল কাফী বলেছেন: ইসলাম বিরোধীদের সামনে আপনি যত প্রমাণই উপস্থাপন করুন, তারা ইসলামের খুঁত খুঁজতেই থাকবে।

আল্লাহ যাকে সঠিক জ্ঞানের আলো না দিবেন, তার কিই বা আলো থাকতে পারে। (সূরা নূরঃ ৪০)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.