নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাঁদের মাটিতে কে প্রথম পা রাখেন?
নীল আর্মস্ট্রং।
দ্বিতীয়?
নীল আর্মস্ট্রংই। কারণ দ্বিতীয় পা’টাও যে তার!
প্রথম চন্দ্রাভিযানে যে তিনজন অভিযাত্রী ছিলেন তাদের নাম আমরা অনেকেই জানি।নীল আর্মস্ট্রং, বাজ অল্ড্রিন, মাইক কলিনস।
কিন্তু দ্বিতীয় অভিযানে কে বা কারা অভিযাত্রী ছিলেন, আমরা কি সবাই জানি?
কিংবা,
পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের চূড়া প্রথম যারা জয় করেন তারা হলেন এডমন্ড হিলারি ও তেনজিং নর্গে। কিন্তু এদের ঠিক পরে কে বা কারা এভারেস্ট জয় করেন?
আসল কথা হল, আমরা 'প্রথম'কে মনে রাখি, 'দ্বিতীয়'কে ভুলে যাই কিংবা মনে রাখি না!
মুসা ইব্রাহীম যখন প্রথম(!) বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করলেন, তখনকার জাতীয় দৈনিকগুলো কিভাবে তাকে নিয়ে নিউজ করেছিল আমরা জানি।বিশেষ করে প্রথম আলো তো বছরখানেক ধরে এভারেস্ট জয়ের সেই সব বীরত্বগাথা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করেছিল! মুসা ইব্রাহীম নিজেও প্রায় এক হাজার পৃষ্ঠার বই লিখে ফেললেন সেই অভিযান নিয়ে! (মহাবীর আলেক্সান্ডার তার জীবনের সব অভিযান নিয়ে বই লিখলেও তো মনে হয় না এক হাজার পৃষ্ঠা লাগতো!) অতঃপর, তিনি রীতিমত তারকা হয়ে উঠলেন! সংবর্ধনা-পুরষ্কার-বিজ্ঞাপনের মডেল আরো কত কী!
যাহোক, ঠিক তার পরের বছরই এমএ মুহিতও এভারেস্টের চূড়া ছুয়ে ফেললেন! কিন্ত, আফসোস, এবার আর পত্রিকাওলারা কিংবা প্রথম আলো তেমন গুরুত্ব দিয়ে নিউজ করলো না। ধারাবাহিক কোন প্রতিবেদনও হল না। কেবল ছোট করে পত্রিকার এক কোণে স্থান হল বাংলাদেশের দ্বিতীয়(নাকি প্রথম!) এভারেস্ট-জয়ীর!
অর্থাৎ, ‘প্রথম’কে আমরা যেভাবে স্বীকৃতি দেই, ‘দ্বিতীয়’কে সেখানে মূল্যায়নই করি না!!!
এ জন্যই হয়তো বলা হয়,
“SECOND IS THE FIRST LOSER!”
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৬
স্বাধীন আকন্দ বলেছেন: এপোলো ১২, নভেম্বর ১৯৬৯- চাঁদের বুকে দ্বিতীয় পদাংকন হয়। অভিযাত্রী্রা হলেন চার্লস পিট কনরাড, এলান বিন এবং রিচার্ড গর্ডন।
২| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:১৮
শাহ আজিজ বলেছেন: http://spaceflight.nasa.gov/history/apollo
এই লিঙ্কে গেলে আরও ল্যান্ডিং এর তথ্য পাবেন ।
প্রথম অভিযানের পর সত্যি কি আশ্চর্য যে অন্নগুলর কোন খবরই নেইনি ।
তবে মঙ্গল নিয়ে বেশ মেতে আছি অনেক আগে থেকেই ।
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:১৩
স্বাধীন আকন্দ বলেছেন: আসলেই তাই।
প্রথম অভিযানের পর সত্যি কি আশ্চর্য যে অন্নগুলর কোন খবরই নিই না।
লিংকের জন্য ধন্যবাদ।
৩| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:২৬
মুদ্দাকির বলেছেন:
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩২
স্বাধীন আকন্দ বলেছেন:
৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০
আমিনুর রহমান বলেছেন:
ভালো বলেছেন !
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৫১
স্বাধীন আকন্দ বলেছেন:
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৯
শাহ আজিজ বলেছেন: দ্বিতীয় অভিযানে কে বা কারা অভিযাত্রী ছিলেন, আমরা কি সবাই জানি?[/sb
এই বিষয়টি আমায় খুব ভাবিয়ে তোলে কারন দ্বিতীয় কোন অভিযান পরিচালিত হবার তথ্য আমার কাছে নেই। স্কুলের পাঠ্য বইতে বেশ কটি দেশের সফল অভিযানের কথা পড়ে বিস্মিত হয়েছি । আগামী কএক বছর , মনে হয় ২০১৯এ চীন তার নভোযাত্রিদের চাদে পাঠাচ্ছে । প্রথমটি নিয়ে খোদ মার্কিন মুল্লুকেই তর্ক বিতর্ক রয়েছে । আপনার কাছে তথ্য থাকলে শেয়ার করুন।