নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুটকি মাছ শুকানোর জন্য কত ডিগ্রী তাপমাত্রার প্রয়োজন?
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
হে হে...শুটকি তো শুকানোই, এরে আর শুকানোর কী আছে!
বলছিলাম, প্রশ্নপত্র ফাঁস নিয়ে...(ভাবছেন, এর সাথে উপরের প্রশ্নের সম্পর্ক কোথায়? দয়া করে পুরোটা পড়ুন...)
ডঃ জাফর ইকবাল স্যার পর পর তিনবার এই একই বিষয় নিয়ে পত্রিকায় লিখেছেন। তা সত্ত্বেও সরকার থেকে কোন ব্যবস্থা নেয়া হয় নি বলে তিনি অভিযোগ করেছেন। গতকাল শিক্ষামন্ত্রী স্বয়ং এর জবাব দিয়ে লিখেছেন সরকার থেকে অবশ্যই ব্যবস্থা নেয়া হয়েছে। যারা প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে ছাত্র-ছাত্রীদের বিভ্রান্ত করছে তাদেরকে ধরে উপযুক্ত শাস্তির দেয়ার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভ্রু কুচকাচ্ছেন? যারা গুজব ছড়ায় তাদের শাস্তি হবে নাকি যারা প্রশ্নপত্র ফাসের সাথে জড়িত তাদেরকে শাস্তি দেয়া হবে?
এহ রে! আপনি এতো খুঁতখুঁতে কেন?
একটু ভাবুন। আমার উপরের প্রশ্নটিতে আবার চোখ রাখুন।
আপনি ফলাফলের সমাধান চাচ্ছেন কেন? সমস্যার সমাধান চান। প্রশ্নপত্র ফাঁস হওয়াটা হল ফলাফল। যেমনটা 'শুটকি' হল 'মাছ শুকানো'র ফলাফল!
এর পিছনের যে সিস্টেমটা সেটাই হল সমস্যা। পুরো শিক্ষাব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে গলদ।
সো, মন্ত্রী মহোদয়কে প্রশ্নপত্র ফাঁসের তদন্ত কমিটি গঠন করার পরিবর্তে শিক্ষাব্যবস্থার বিভিন্ন দুর্বলতাগুলো ধরিয়ে দিয়ে কমিটি গঠন করতে অনুরোধ করুন।
নকল যেভাবে যাদুঘরে চলে গেছে ঠিক সেভাবে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাও চলে যাবে যাদুঘরে!
একটা দেশ কতটুকু এগোচ্ছে তা সেই দেশের শিক্ষার অগ্রগতি দেখে বোঝা যায়। শিক্ষা একটা জাতিকে সবধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করতে শেখায়।
আজকের মালয়শিয়ার উন্নতির পিছনে প্রধান নিয়ামক হল শিক্ষা। শুনেছি মাহাথির মোহাম্মদ ক্ষমতায় থাকাকালীন শিক্ষা খাতে সব থেকে বেশি বাজেট রাখা হত।
এখন মালয়শিয়া হল এশিয়ার মধ্যে শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র! আমি নিজেও একসময় বিশ্বাস করিনি যে, ঐ দেশটি থেকে ছাত্র-ছাত্রীরা পড়তে আসতো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে!
হায়! পিছিয়ে পড়া এই জাতিকে উত্তরনের জন্য আর কত দিন অপেক্ষা করতে হবে?
(পুরো লেখাটাই আমার ব্যক্তিগত অভিমত)
২| ২৭ শে মে, ২০১৪ সকাল ১১:৫০
মশিকুর বলেছেন:
শিক্ষামন্ত্রী এর সাথে প্রতক্ষ ভাবে জড়িত। এটা বুঝার মত বয়স আমাদের হয়েছে এবার উনি যতই অভিনয় করুক।
৩| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:২১
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীর ইতাহাসে সবচাইতে অদক্ষ অযোগ্য অকর্মন্য চামচা টাইপ শিক্ষামন্ত্রী হলেন গিয়ে ....
৪| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:২৫
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ধন্যবাদ
আর অপেক্ষা করতে হবে না
৫| ২৭ শে মে, ২০১৪ দুপুর ২:১৯
সুমন কর বলেছেন: নকল যেভাবে যাদুঘরে চলে গেছে ঠিক সেভাবে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাও চলে যাবে যাদুঘরে!
ভালো বলেছেন।
৬| ২৯ শে মে, ২০১৪ রাত ১২:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
নকল যাদুঘরে যায়নি একসময় গিয়েছিলো। যাদুঘরে দেখতে ভালো না লাগায় আবার বের করে দেয়া হয়েছে।
প্রশ্নপত্র ফাঁস হয়েছে কোথায়?? ঐ সাজেশনের জন্য ফেসবুক পেইজের এডমিন কে আজীবন সম্মাননা দেয়া দরকার।
ভুরিভুরি এ প্লাস না পেলে দেশের শিক্ষা ব্যাবস্থা যে অগ্রসর হচ্ছে তা মানুষ বুঝবে কি করে??
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৪ সকাল ১১:৩৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমাদের সঠিক নেতৃত্বের অভাব আছে, সঠিক নেতৃত্ব আর জনগণের মানসিকতার উন্নয়ন না হলে এই দেশের কোন উন্নতি হবে না...