নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি টিকে থাকবো তদ্দিন, যদ্দিন আমি স্বাধীন।

স্বাধীন আকন্দ

https://

স্বাধীন আকন্দ › বিস্তারিত পোস্টঃ

ভাষাগত বিদ্বেষ ঝেড়ে ফেলুন

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১২

পাকিস্তানের এক সংবাদ সম্মেলনে উর্দুতে কথা বলে বিপাকে পড়েছেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন!
"৫২ ভাষা আন্দোলন কি এই জন্যে বাঙালিরা জীবন দিয়েছিল?
কোথায় গেলো বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা? বুকের রক্ত কি উর্দুতে কথা বলার জন্য দেয়া হয়েছিলো?
সালমাকে দেশে ফিরিয়ে এনে তাকে দল থেকে বহিষ্কার করা হোক। তার ক্রিকেট খেলার উপর আজীবন নিষেধাজ্ঞা দিয়ে দেশকে কলংকমুক্ত করা হোক..
ব্লা ব্লা ব্লা...."
যে মেয়েটা পাকিস্তানের মতো জঙ্গী-রাষ্ট্রে ক্রিকেট খেলতে গেছে (অবশ্যই জীবন বাজি রেখে, কেননা জঙ্গীদের প্রধান টার্গেট মেয়েরাই!), তার দেশপ্রেম কেবল উর্দুতে কথা বলাতেই শূণ্য হয়ে গেলো? বাংলা ভাষার অপমান হয়ে গেলো?
হায় বাঙালি!
যখন তুমি 'খাইছো'কে 'খাইসো', 'গেছি'কে 'গেসি' বলে/লিখে বাংলা বর্ণমালার 'ছ' কেই মুছে ফেলছো, ফান করে 'জীবন'কে 'গেবন' লিখতে লিখতে অজান্তেই 'মুরাদ টাকলা'য় পরিণত হয়ে যাচ্ছো তখন বাংলা ভাষার অপমান হয় না?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সমস্ত মিডিয়ার সামনেই পরিষ্কার বাংলায় উপস্থিত সবার উদ্দেশ্যে বলেছিলেন, "আপনারা ভালো আছেন?"
তখন কিন্তু ভারতীয়রা মোদির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে নি। অথচ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই যদি ভারতের কোন এক সফরে গিয়ে হিন্দিতে কথা বলতেন তাহলে নিশ্চিত তাকে 'ভারতের দালাল' আখ্যায়িত করা হতো!
উর্দুতে/হিন্দিতে কথা বলতে পারাটা একটা যোগ্যতার ব্যাপার। ইউরোপ আমেরিকার অনেকেই second/third language হিসেবে স্প্যানিশ, মেক্সিকান, ফ্রেঞ্চ ইত্যাদি ভাষা শেখে। তাদের দেশপ্রেম আমাদের থেকে কম নয়।
নিজের ভাষাকে বিকৃত না করে কয়েকটা ভাষা জানা অনেক বড় ব্যাপার। ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ আঠারোটা ভাষা জানতেন!
মোদি যখন পরিষ্কার বাংলায় কথা বলেছিলেন/টুইট করেছিলেন তখন তার প্রতি আমাদের শ্রদ্ধা কোন পর্যায়ে চলে গিয়েছিল জানেন? সালমা খাতুনের ব্যাপারটাও ঠিক এইভাবে চিন্তা করুন না কেন? নাকি পাকিস্তানিদের কাছ থেকে শ্রদ্ধা পাওয়াটাও দেশপ্রেমহীনতা???
জাতিগত বিদ্বেষ ঝেড়ে ফেলুন...
ভাষাগত গোঁড়ামি দূর করুন।
সংবিধানের ২৫নং অনুচ্ছেদটা এক নজর দেখুন।
'সব দেশের সাথেই সুসম্পর্ক, কোন বৈরিতা নয়'- ঢাকা শহরের বিলবোর্ডগুলোতে ইহাই প্রোপাগান্ডা হিসেবে প্রচার করছে বর্তমান সরকার....

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৬

ক্লিকবাজ বলেছেন: ইউরোপ-আমেরিকার অনেক দেশেই তাদের জাতীয় পতাকার ডিজাইনে করা আন্ডারওয়ার, ব্রা-প্যান্টি পড়ে তারা প্রকাশ্যে ঘুড়ে বেড়ায়। তাতে কি তাদের দেশপ্রেম কমে গেছে নাকি তাদের জাতীয় পতাকার অপমান করা হয়েছে? দেশ প্রেম অন্তর দিয়ে করতে হয়। যারা নিজেদের স্বার্থের জন্য চেতনার দন্ড খাড়া করে দেশ প্রেমিকের ভং ধরে আছে, তারাই এইসব ছোটখাট বিষয় নিয়ে কুত্তার মত ঘেউ ঘেউ করে করে।

"হে খোদা, তাদের অন্তরে সত্যিকারের দেশপ্রেম জাগ্রত করে দাও।"

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৮

স্বাধীন আকন্দ বলেছেন: সহমত।
দেশপ্রেম শো অফের বিষয় না। ব্রেইনে ধারন করার বিষয়, কর্মে প্রকাশের বিষয়।

২| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫০

ঢাকাবাসী বলেছেন: অশিক্ষিত লোকের বক বক। দেশপ্রেম কাকে বলে তাই জানেননা!

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০০

স্বাধীন আকন্দ বলেছেন: দেশপ্রেম শো অফের বিষয় নয়। ব্রেইনে ধারন করার বিষয়, কর্মে প্রকাশের বিষয়।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৪

ইলি বিডি বলেছেন: ঢাকাবাসী বলেছেন: অশিক্ষিত লোকের বক বক। দেশপ্রেম কাকে বলে তাই জানেননা!

৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৯

ইলি বিডি বলেছেন: মেভি উরদু বোলসাকতাহু তো কিয়া মেরা দেসকে লিয়ে পেয়ার নেহিহে?

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৪

স্বাধীন আকন্দ বলেছেন: আপনার আগের মন্তব্য পড়ে বুঝতে না পারার জন্য দুঃখিত। উর্দু/হিন্দি/আরবি যা-ই শেখেন না কেন, এতে মাতৃভাষার প্রতি কোন অশ্রদ্ধা নাই। অশ্রদ্ধা তখনি যখন কিনা আপনি নিজের ভাষাকে বিকৃত, হেয় করবেন।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৪

অবিবাহিত ছেলে বলেছেন: ভাষা নিয়ে আমাদের অতি স্পর্শকাতরতার কারনে ভাষা জ্ঞানে আমরা অনেক পিছিয়ে । একাধিক ভাষা জানা কোন অপরাধ না । আর বাংলা ১শ বছর আগে যেমন ছিল এখন তেমন নাই শ বছর পরে এর অনেক বিকৃর্তি ঘটবে যা স্বাভাবিক ।

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৮

স্বাধীন আকন্দ বলেছেন: সহমত পোষণ করছি।

৬| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫১

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাই আগে নিজে ঠিকমত বুঝুন কি বলা হয়েছে তারপর না হয় ভাষাগত বিদ্বেষ নিয়ে পোস্ট দিয়েন।আপনি শুধু উর্দু কেন যেকোন ভাষায় যে কারও সাথে কথা বলতে পারেন কোন সমস্যা নাই। কিন্তু যখন আপনি রাস্ট্রের পতাকার প্রতিনিধিত্ব করবেন তখন রাস্ট্রের সম্মানকে সবার উপরে রাখতে হবে। তখন শুধু রাস্ট্র স্বীকৃত ভাষায় কথা বলতে হবে। এখানে আপনি কি কি ভাষা জানেন এটা কোন বিষয় না। আর এখানে ভাষাগত কোন বিদ্বেষও নেই।

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৩

স্বাধীন আকন্দ বলেছেন: শাহরুখ খান বাংলাদেশে এসে যখন বাংলায় কথা বলে, বারাক ওবামা ভারতে এসে হিন্দিতে কথা বলে, মোদির কথা আগেই বলছি, এরা কি নিজ রাষ্ট্রের পতাকার প্রতিনিধিত্ব করে নি? সালমা খাতুনের দেশপ্রেমের জায়গাটি আমার আপনার থেকে অনেক উপরে। তার উর্দুতে কথা বলায় পাকিস্তানিরাই গর্ব করবে। অন্তত জাতিগত বিদ্বেষের মধ্যেও সালমার উর্দু বলাটা শুভ বার্তাই হতে পারে।

৭| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৮

ডাঃ মারজান বলেছেন: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সমস্ত মিডিয়ার সামনেই পরিষ্কার বাংলায় উপস্থিত সবার উদ্দেশ্যে বলেছিলেন, "আপনারা ভালো আছেন?"
তখন কিন্তু ভারতীয়রা মোদির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে নি। সহমত, পোষণ করলাম। আমাদেরিই দৃষ্টিভঙ্গি পালটাতে হবে।

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৫

স্বাধীন আকন্দ বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য।

৮| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৯

শূণ্য মাত্রিক বলেছেন: আপনার সাথে একমত। বিশ্বায়নের যুগে এই জিনিস গুলা তুলে ধরার মত ইস্যু মনেই হয়না। মোদির উদাহরণ টা ভালো লেগেছে। আমরা সবাই,,,, সবাই জানি ভাষাটাকে আমরা কতটা ত্যাগ স্বীকার করে পেয়েছি। আর তাছাড়া সম্মান খুবই ভিতরের একটা আবরন, উর্দু বলতে যাওয়াটা কখনো সেই আবরনটার পুরুত্ত্বের মাপ কাঠি হতে পারেন। আমি বিশ্বাস করি তিনি সৌজন্য বশত ই এটা করতে গেছেন, আর আমার ব্যাক্তিগত হিসেবে তার ব্যাপারে কোন অভিযোগে নাই।

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৬

স্বাধীন আকন্দ বলেছেন: সহমত।
আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৯| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৯

সাদী ফেরদৌস বলেছেন: ঢাকা বাসী সহ উপরের কয়েকজন বি অ্যান পির ঈদের পরের আন্দোলনের কর্মী , পোস্টে সব ঠিক ছিল , শেখ হাসিনার নাম নেয়াতেই এদের কুত্তা পাগল অবস্থা । এখানেই মিস্টেক করছেন ভ্রাতা ।

আপনার যুক্তি গুলো বেশ শক্ত । মানতে হবে

১০| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৩

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: 'সালমা খাতুনের দেশপ্রেমের জায়গাটি আমার আপনার থেকে অনেক উপরে' আমি কি বলেছি ভাই যে সালমা খাতুনের দেশপ্রেম নাই? আপনি ভাষাগত বিদ্বেষের কথা বললেন তাই আমি বললাম এখানে ভাষাগত কোন বিদ্বেষ নাই। আমি এখানে আপনার ভাষাগত বিদ্বেষ কথাটার বিরোধিতা করেছি। কারও দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলিনি।

০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৪

স্বাধীন আকন্দ বলেছেন: উর্দুতে কথা বলায় যারা দেশপ্রেমহীনতা খুজে পান তাদের উদ্দেশ্যেই আমি ভাষাগত বিদ্বেষ বলেছি। আর সালমার উর্দুতে কথা বলাতে কোন দোষের কিছু দেখি না তার কারণও আমি আগের প্রতিউত্তরে বলেছি। আর ব্যাপারটা এমন না যে সালমা খাতুন পাকিস্তানে/ভারতে অথবা অন্য কোন দেশে গেলেই আন্তর্জাতিক/মাতৃভাষা ছেড়ে ঐ দেশের ভাষায় কথা বলে। উর্দুতে কথা বলাতেই যত আপত্তি! শ্রীলংকায় খেলতে গিয়ে তামিল ভাষায় যদি সাক্ষাতকার দিত, তখন ঠিকই বাহ বাহ পেত সালমা খাতুন!

আমাদের দেশের মানুষদের মধ্যে দুটো অংশ তৈরি হয়েছে। একটা অংশ চূড়ান্ত রকমের ভারত-বিদ্বেষী, আর একটা অংশ পাকিস্তান-বিদ্বেষী। এই দুঈ ভাগের মানুষ জনই দুইটি দেশের ভাষা, সংস্কৃতি সবকিছুকে ঘৃণা করে।
ভাইরে, অন্যদের ছোট করে বড় হওয়া যায় না। নিজেকে বড় করে অন্যদের ছাড়িয়ে যেতে হয়। ঘ্রর

১১| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩

এ কে এম রেজাউল করিম বলেছেন:
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাই আগে নিজে ঠিকমত বুঝুন কি বলা হয়েছে তারপর না হয় ভাষাগত বিদ্বেষ নিয়ে পোস্ট দিয়েন।আপনি শুধু উর্দু কেন যেকোন ভাষায় যে কারও সাথে কথা বলতে পারেন কোন সমস্যা নাই। কিন্তু যখন আপনি রাস্ট্রের পতাকার প্রতিনিধিত্ব করবেন তখন রাস্ট্রের সম্মানকে সবার উপরে রাখতে হবে। তখন শুধু রাস্ট্র স্বীকৃত ভাষায় কথা বলতে হবে। এখানে আপনি কি কি ভাষা জানেন এটা কোন বিষয় না। আর এখানে ভাষাগত কোন বিদ্বেষও নেই।

সহমত পোষন করছি


অভিশপ্ত পাকি'দের ভাষাও অভিশপ্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.