নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।
জাপানের জনবহুল শহর টোকিও। এই শহরের মহানগর এলাকায় প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষের বসবাস। যা জাপানের মোট জনসংখ্যার এক দশমাংশ। অথচ টোকিও শহরের অনেক পুরুষ অবিবাহিত। অনেকেই সঙ্গীহীন জীবনযাপন করেন। শহরটিতে সঙ্গীহীন একা মানুষের সংখ্যা বাড়ছে।
জাপানে বিয়ে ও শিশু জন্মহার দুইই কম। অন্যদিকে পুরো দেশের চিত্র বলছে, সময়ের সঙ্গে প্রবীণ নাগরিকের সংখ্যা বাড়ছে। বলা হচ্ছে আগামী ২৫ বছরে অর্থাৎ ২০৫০ সালের মধ্যে দেশটিতে প্রতি পরিবারের মধ্যে একজন প্রবীণ ব্যক্তিকে একা একা জীবন কাটাতে হবে। আগামী পঁচিশ বছরে এক কোটি আট লাখ প্রবীণ নাগরিকের দেখভাল করার উপায় খুঁজছে দেশটি।
তথ্য প্রযুক্তিকে এগিয়ে থাকা এই দেশটিতে তরুণ-তরুণীরা দেরিতে বিয়ে করছেন। অনেকে সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর কারণ জীবনযাপন ব্যয় বেড়ে গেছে।
দেশটির টোকিও শহরের ৩৫ শতাংশ পুরুষ ৫০ বছর বয়সেও বিয়ে করেননি। শুধু তাই না, এই শহরের ৪৬ শতাংশ নারী ২০ বছর বয়স পর্যন্ত কখনো ডেটেও যাননি।
জাপানের অনেক গ্রামে তরুণেরা থাকেন না। তারা গ্রাম ছেড়েছেন। ফলে অনেক ঘর পরিত্যক্ত। কিছু ঘর হয়ে গেছে বণ্য প্রাণীর আশ্রয়স্থল।
২০২৩ সালের জানুয়ারির হিসাবে জাপানে মোট জনসংখ্যা সাড়ে ১২ কোটির মতো। ২০২২ সালে সালে সেখানে ৮ লাখের কম শিশুর জন্ম হয়েছে। পুরনো পরিসংখ্যান দিচ্ছে অন্য বার্তা। জাপানে ৭০-এর দশকেও বছরে ২০ লাখের বেশি শিশুর জন্ম হতো।
২| ২৩ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৮
শেরজা তপন বলেছেন: @অগ্নিবেশ বলেছেন: সে ত বুঝলাম, কিন্তু কি বলতে চান?
৩| ২৩ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৯
কাঁউটাল বলেছেন: মন খারাপ করা একটা দেশ "জাপান"
৪| ২৩ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:০০
কাঁউটাল বলেছেন: উনি বলতে চান যে অর্থনৈতিক উন্নয়নই শেষ কথা না।
৫| ২৩ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৫
শেরজা তপন বলেছেন: @কাঁউটাল এর মানে আমরা জাপানের মত অর্থনৈতিকভাবে এমন উন্নতি লাভ করিলে আমাদেরও এমন ৫০ বছর বয়স অবধি পা আমৃত্যু অবিবাহিত থাকিতে হইবে? ( আমার অবশ্য সেই সম্ভাবনা আর নেই -এমন মন্তব্যকে খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নেই)
৬| ২৩ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:২৮
অগ্নিবেশ বলেছেন: কাঁউটাল ভাই, চল্লিশউর্ধ অনেক জাপানী মাইয়ার সাথে আলাপ আছে, তারা ডেটে যাইতে চায় আপনে যাবেন নাকি? পরিচয় করায়ে দিতে পারি। তবে তাহারা সকলে মদ্যপান করিয়া থাকে। একটু মানায়ে নিতে হবে। পটাইতে পারলে ভিসা ফ্রী, জাপান পাকা। বুঝাইয়া ইসলামের ছায়াতলে আনলে জান্নাত পাকা। সোনায় সোহাগা। রাজি থাকলে কন।
৭| ২৩ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৭
নাহল তরকারি বলেছেন: জাপানীদের কত কষ্ট।
৮| ২৩ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক দেশে শুনি যে অবিবাহিত থাকা সত্ত্বেও বাচ্চা হয়। জাপানে মনে হয় এই রকম হয় না।
আসলে জাপানে মনে হয় মুসলমান কম। একটা দেশের জনসংখ্যা বৃদ্ধির উচ্ছহার বা নিম্নহার নির্ভর করে সেই দেশে মুসলমান জনগোষ্ঠীর সংখ্যার উপরে। জাপানে তবলীগ জামাতের লোকদেরকে বেশী পরিমানে আমন্ত্রন জানালে আমার বিশ্বাস জাপানের লোক সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে।
৯| ২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৪০
noyon2009 বলেছেন: দুষ্ট কোকিল ডাকে রে কুক কুক কুক কুক
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৬
অগ্নিবেশ বলেছেন: সে ত বুঝলাম, কিন্তু কি বলতে চান?