নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।

সহীদুল হক মানিক

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।

সহীদুল হক মানিক › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীতে একই চেহারার ৭ জন সত্যিই আছে?

০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৭

রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন হঠাৎ অপরিচিত কেউ আপনাকে দেখে বলে উঠলো, আরে আপনি অমুক না? অথবা কখনও খেয়াল করলেন অপরিচিত কেউ একজন আন্তরিক হাসি উপহার দিলো যেন আপন তাকে চেনেন। এমন পরিস্থিতিতে হয়তো আপনি অনেকবারই পড়েছেন যে আপনার সাথের মানুষ যার সাথে মাত্র পরিচয় হলো তিনি বলছেন আপনাকে অনেক চেনা চেনা লাগছে। কিন্তু আপনার কোন যমজ বোন বা ভাই নেই।

এখন সময়টাই এমন, আপনার নিরাপত্তা রক্ষার জন্য ব্যাংক থেকে শুরু করে স্মার্টফোনেও যুক্ত হয়েছে ফেস ডিটেক্টর। কারণ আপনি জানেন আপনার চেহারা কারো সাথে মেলে না। কিন্তু যখন আপনি এমন পরিস্থিতিতে পড়েন তখন নিরাপত্তার চিন্তাও আপনার মাথায় চেপে বসে। সত্যিই কি এমন হয়? একই চেহারার অন্য মানুষের অস্তিত্ব কি সত্যিই আছে এই পৃথিবীতে?

প্রতিটি মানুষেরই কি একই চেহারার অন্য মানুষ থাকে? কিন্তু এ বিষয়ে সবার কৌতুহল থাকলেও গবেষণা করার কথা এখন পর্যন্ত কেউ চিন্তা করে নাই। তেঘান লুকাস, এ্যাডিলেইড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী এই বিষয়ের উপরে গবেষণা করেছেন। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মী এবং নিজের সহকর্মীদের কাছ থেকে প্রায় প্রায় ৪ হাজার মানুষের ছবি নিয়ে তিনি গবেষণা করেছেন কেন এরকম একই চেহারার মানুষ হয়।

লুকাসের গবেষণার ফল হচ্ছে একই চেহারার দুইজন মানুষ আসলে হয় না। অনেক সময় যে মানুষটার চেহারার সাথে আপনি মিল খুঁজে পাচ্ছেন সে মানুষটার কিছু নির্দিষ্ট অংশ মিলে যায়। যেমন চোখের আকার, মুখের আকৃতি, ভ্রুর আকার, চুলের কাট ইত্যাদি।

একই রকম চেহারার বিষয়টি সম্পূর্ণ আপনার মস্তিষ্কের উপর নির্ভর করে। যখন হঠাৎ করে আপনার পুরানো কোন বন্ধুর সাথে দেখা হয়ে যায় তখন মস্তিষ্ক তার ক্রিয়াকলাপ শুরু করে দেয়। সে তার চোখ, নাক, মুখ ইত্যাদি দেখে তার স্মৃতি থেকে তথ্যগুলো খুঁজতে থাকে। যখন কোন পরিচিত ব্যক্তির চোখ, নাক বা মুখের সাথে মিল পাওয়া যায় তখন আপনার পরিচিত মানুষের সাথে চেহারার মিল পান। কিন্তু আসলে যে ব্যক্তি আপনার সামনে আছে তার মুখাবয়ব পরিচিত মানুষের মুখাবয়ব থেকে সম্পূর্ণ ভিন্ন।

যখন আপনার পরিচিত মানুষটা চুলের কাট পরিবর্তন করে বা অন্যরকম মেকআপ করে তখন কিন্তু আপনার চিনতে অসুবিধা হয়।

তাহলে দেখা যাচ্ছে একমাত্র আপনার যমজ বোন ছাড়া একই চেহারার অন্য কোন যমজ এই পৃথিবীতে আসলে নেই। সবই আপনার মস্তিষ্কের ভ্রম।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৪

কিরকুট বলেছেন: আছে ! আমার মতো একজন দেখতে যশোর শহরে ঘুড়ে বেড়াচ্ছে । আমি নিজের চোখে দেখেছি ।

২| ০২ রা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৫

নতুন বলেছেন: লুকাসের গবেষণার ফল হচ্ছে একই চেহারার দুইজন মানুষ আসলে হয় না। অনেক সময় যে মানুষটার চেহারার সাথে আপনি মিল খুঁজে পাচ্ছেন সে মানুষটার কিছু নির্দিষ্ট অংশ মিলে যায়। যেমন চোখের আকার, মুখের আকৃতি, ভ্রুর আকার, চুলের কাট ইত্যাদি।

এটাই আসল কথা।

আমার কাজের পরিবেশে প্রতিদিন সারা বিশ্বের ৪-৫ হাজার মানুষের দেখা হয়।

হঠাত করেই আমার পরিচিত মানুষের মতন দেখতে কাউকে দেখেছি বলে মনে হয়।

কারন তাদের চেহারার কোন বৈশিস্টের জন্য মস্তিস্ক আমাদের পরিচিত কারুর চেহার সাথে মিলিয়ে তার কথা মনে করে।

৩| ০২ রা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৮

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

৪| ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৬

নিলঞ্জনা বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.