নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকিল১৯৭১

শাকিল১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

সুন্দর!!!

১৬ ই জুন, ২০১৩ রাত ১:০৫

সুন্দর কি?

একটি নারী কখন সুন্দর?

আজ যে নারী সুন্দরের প্রতীক, হাজার বছর আগে কি এরূপ নারীরাই সুন্দরের প্রতীক ছিল?এশিয় দের পছন্দ সাদা, ইউরোপিয়ান দের ব্রাউন আর আফ্রিকান দের .........



আমাদের কাছে সুউন্নত বুকই সুন্দরের প্রতীক,

আফ্রিকানদের কাছে ঝুলে পড়া বুকই আকর্ষণীয়।আসলে কোনটি সুন্দর?

সাধারনত, মানুষের কাছে সুন্দরের প্রতীক তার প্রেমিকা, প্রেমিকার স্নিগ্ধতা।যে মুখ হয়ত অন্যের কাছে কুৎসিত।নায়িকারাও সুন্দরের প্রতীক নয়!অনেক নায়িকার চেহারাই আমাদের বিরক্তি দেয়।



শুটকি বা নাপ্পির উৎকট গন্ধ।

গভীর-রাত, নিয়ন আলোয় একা হেটে চলা, গন্তব্য অজানা। হয়ত আজ আর বাসায় ফেরা হবে না।

বিশাল ফ্লাট এর সুনসান নিস্তব্দতা,

বস্তির কোলাহল, লেংটা শিশু দের উচ্ছল হাঁসি।

হাতে দেবদাস, চোখে জল, উদাস চোখে আকাশ দেখা ।

এঁকে বেঁকে চলা কাল সাপ।

কাঁচা শিকড়, সাথে মিশেছে মাটির সোদা গন্ধ।সদ্য বেড়ে উঠা পিকে সবুজ লতা-গুল্ম

পচা পানিতে ভেসে থাকা গাড় সবুজ কচুরি-পানা............

টিনের চালে বৃষ্টির ঝুউ-উ-ম শব্দ।

নীল জলরাশি, সমগ্র আকাশ, এক ফাঁলি ঝাঁঝাল রোদ, মিশে যাচ্ছে অঙ্গ, দেহ, মনে,

তাই, আজ অবগাহন বুজি ঝাঁঝাল রোদে।

সুন্দর মিশে আছে প্রকৃতিতে,

দেখা দিচ্ছে প্রকৃতির অঙ্গে.........



তুমি সুন্দর, আপনি সুন্দর।

আপনি আপনার মত সুন্দর।

সবাই সবার মত সুন্দর।

আসলে সুন্দর বলে সুন্দর কিছু নেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ রাত ২:১৭

সৈয়দ মনজুর মোর্শেদ বলেছেন: ভালো লিখেছেন। চালিয়ে যান :)

১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০০

শাকিল১৯৭১ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.