নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকিল১৯৭১

শাকিল১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২৮

একা



অপার্থিব এ জীবন, কল্পনায় বয়ে চলি।

নিঃসঙ্গ আর নিস্তব্দতায়।

অবুজ মানুষের সংখা অনেক বেড়ে যাচ্ছে।

আমিও আজ কাল কিছু বুজতে চাই না।

অদ্ভুত ভাবে কেটে যাচ্ছে সময়।

অদ্ভুত আলো আঁধারে ঘেরা চারপাশ।

মাথার চারপাশে বিশাল দেয়াল।

আমার প্রিয় নিঃসঙ্গ দেয়াল।

এর ভিতর এখন আর কারো প্রবেশাধিকার নেই।

আমিও প্রবেশ করতে বড্ড ভয় পাই।

সম্পূর্ণ নিস্তব্দ, শুধু ভেসে আসে চামচিকার ডাক।

এ ডাক বড় অদ্ভুত, মন খারাপ করা।



োঅতৃপ্তি



কিছু অতৃপ্ত বাসনা ছিল, ছিল কিছু অতৃপ্ত কামনা।

কিছু অতৃপ্ত প্রেম ছিল, ছিল কিছু অতৃপ্ত কল্পনা।



বুকে ছিল অনন্ত কালের শুন্যতা।

নির্বাক ছিল দুঃখময় বেদনা।

এত কিছু ছিল বলেই কি তুমি ছিলে না ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.