![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পূর্বঘোষণা অনুযায়ী সরকারী চাকুরিতে প্রচলিত কোটা প্রথা সংস্কারের দাবি নিয়ে সাধারণ শিক্ষার্থী এবং চাকুরীপ্রার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের কাঠি চার্জ ১৯৫২ সালের ভাষার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কাঠিচার্জের কথা মনে করিয়ে দেয়। একটি স্বাধীন সার্বভৌম দেশে নাগরিকদের মাঝে বৈষম্য সত্যি বিস্ময়কর এবং পৃথিবীর ইতিহাসে বিরল।
এদেশে মেধাবিদের কোনো মূল্য নাই। মেধাবিরা শুধু বঞ্চিত হয় আর পুলিশের কাঠিপেটা খায়। ১৯৫২ তে খেয়েছে, ১৯৭১ সালে খেয়েছে আবার এখনও খাচ্ছে। মেধাবিরা যখন-ই তাদের নায্যদাবির কথা বলেছে তখন-ই শাসক গোষ্ঠি তাদের ওপর হামলা চালিয়েছে মামলা দিয়ে জেলে পুরেছে। বর্তমানেও তাই হচ্ছে।
কোন স্বার্থে সরকার কোটা প্রথা সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করছে না বা আন্দোলনকারীদের কোন আসস্ত করছে না সেটা আমার বোধগম্য নয়। দেশের উন্নয়ন করতে হলে অবশ্যই মেধাবিদের গুরুত্ব দিতে হবে। মেধাবিদের বাদ দিয়ে দেশের অগ্রগতি আদৌ সম্ভব নয়।
কাঠিপেটা আর টিয়ারশেল নিক্ষেপ করে ছাত্রদের আন্দোলন কখন-ই দাবিয়ে রাখা যাবে না। দাবি রাখার চিন্তা করাটাও বোকামি ছাড়া কিছুই নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের ছাত্র আন্দোলন অতীতেও দাবিয়ে রাখা যায় নি ভবিষতেও যাবে বলে মনে হয় না। তার চেয়ে কোটা পদ্ধতি সংস্কার করাই শ্রেয়।
২| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৫
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আমি কেন যে প্রথম পাতায় সুযোগ পাচ্ছি না সেটা আমার জানা নেই।
আমি মূলত ছোট গল্প পোষ্ট করি বেশি। লেখার মান একেবারেই খারাপ না, মোটামুটি ভালো। তারপরও কর্তৃপক্ষ কেন যে আমাকে প্রথম পাতায় সুযোগ দিচ্ছে না বুঝতে পারছি না।
৩| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রথম পাতায় আপনার যাওয়া উচিত।
ব্লগে নিয়মিত থাকুন। দেখি মডুদের পাওয়া যায় নাকি?
১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০২
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আপনার পরামর্শ সাদরে গ্রহণ করলাম। ধন্যবাদ।
৪| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: সুন্দর সময়োপযোগী লেখা।
সব কোটা বাদ। এবার কেমন হলো!
১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১১
সোহাগ তানভীর সাকিব বলেছেন: খুবই ভালো হয়েছে। তবে প্রজ্ঞাপন জারি বা গেজেট আকারে বাদ করলে ভালো হবে। ধন্যবাদ
৫| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ২:১২
শাহারিয়ার ইমন বলেছেন: কোটা সংস্কার নিয়ে বেশ বড় মাপের রাজনীতি হচ্ছে । দেখা যাক কি হয় শেষ পর্যন্ত
১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৬
সোহাগ তানভীর সাকিব বলেছেন: ছাত্রজনতার সাথে রাজনীতি করা আর দেয়ালের সাথে মথা ঠুকানো একই কথা। কারণ, ছাত্রজনতার সাথে রাজনীতি করে কোনোদিন কেউ লাভবান হয় নি।
শেষ দেখার অপেক্ষা-ই আছি।
লেখাটি পড়ে মতামত প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৪
মোস্তফা সোহেল বলেছেন: সরকারের এমটি করা মোটেও উচিত হয়নি।আন্দোলনরতদের কথা সরকারের শোনা উচিত ছিল।পুলিশ দিয়ে সব সময় আন্দোলন ঠেকিয়ে রাখা যায় না।
আপনি কি এখনও প্রথম পাতায় সুযোগ পাননি?