![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবু ও বেচে আছি
মো: ওবায়দুল ইসলাম।
ভাঙ্গা; চুর্ণ বিচুর্ণ-
ভাঙ্গা। সব কিছু ভাঙ্গা
মন; মন মন্দির-
হাত, হাতের তালু, শক্তি
চোঁখের কার্নিশ- অন্তর আত্মা
আর ও কত কি!
সব কিছু। স----ব।
দুঃখ নামের এক
হামার। সব কিছু চুর্ণ বিচুর্ণ করেছে
বারে বার। শতবার।
অনাহার; অর্ধহার
তৃষ্ঞা বিতৃষ্ঞা
আরও কত কি!
ভেঙ্গেছে আমায়
বারে বারে।
তবু ও বেচে আছি
এ আমার সার্থকতা।
১৪.০৩.২০১৩
©somewhere in net ltd.