![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংসার কাব্য
মো : ওবায়দুল ইসলাম।
আমার মত নও গো তুমি
আমার মত নয়,
তাই তো আমার যত্ত সব
তোমায় নিয়ে ভয়।
তোমায় যখন বলি আমি
'পশ্চিমেতে যাও,
তুমি তখন চটে বল
'পূর্বে আমার গঁাও । '
খরচ তুমি কম কর রে
আমার নাইরে বিত্ত,
তুমি বল রেগেমেগে
'খরচ করি কি নিত্ত?
যতই বুঝাই সংসার হল
আমরা দুয়ে মিলে,
ততই তুমি চোখ রাঙাও
যেন আমায় খাবে গিলে।
যখন বলি 'ছেলেমেয়েদের
করতে হবে মানুষ, '
তুমি তখন মনের সুখে
উড়াও রঙিন ফানুশ।
এমন করে তোমায় নিয়ে
সংসারে চলতে হয়,
তাই তো আমার যত্ত সব
তোমায় নিয়ে ভয়।
মহাখালির পথে
২৬/০৮/২০১৩
©somewhere in net ltd.