![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখটা আমার নিজেরই থাক
মোঃ ওবায়দুল ইসলাম
দুঃখের কথা কেউ শোনে না
সুখের কথা শোনে,
দুঃখটাই নিজের থাকে
সুখটা জনে জনে।
দুঃখের কোন সময় নাই
সুখের যত রব,
দুঃখটাই তাই একা বাড়ে
জুড়ে বুকটা সব।
বুকটা পোড়ে চুপি চুপি
কাঁদে চোখটা রাতে,
দুঃখটা আমার নিজেরই থাক
সুখ টা সবার সাথে।
আব্দুল্লাহপুর, উত্তরা, ঢাকা।
০২/০৯/২০১৩