![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোর প্রিয়া হবে
- মোঃ ওবায়দুল ইসলাম।
তুমি মোর প্রিয়া হবে, রাণী ?
তোমার তরে দিয়ে দেব এ জীবন খানি।
বুকের এ ছোট্ট ঘরে
চিরতরে
তুমি থাকবে এতটুকু জানি,
তুমি মোর প্রিয়া হবে, রাণী ?
আমার সমস্ত দেহ কায়, সত্তায়
দিবা নিশি শুধু বলে যায়
তোমার ওই নাম
অভিরাম
তোমার বিরহে রক্তাক্ত অন্তরখানি,
তুমি মোর প্রিয়া হবে, রাণী ?
সুখালয়, নিমহাওলা
১২/০৫/২০০৬
কবিতাটি ২৯/০৫/২০০৬ তারিখে বাংলাদেশ বেতার , খুলনা র অঙ্কুর থেকে প্রকাশিত হয়।
©somewhere in net ltd.