নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখালয়

মো: ওবায়দুল ইসলাম

এডভোকেট, ঢাকা জজ কোর্ট।

মো: ওবায়দুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মিতা ও আমার কাব্য

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৩

প্রেম ভালবাসা ? এর মধ্যে না যাওয়াই ভাল,
শুধু কেড়ে নেয় সুখ, জীবনের আলো।

আমি মিতাকে ভালবাসি, জীবনের চেয়ে বেশি।

সর্বদা ছায়া হয়ে আমার পিছু পিছু থাকে,
আমার শিরায় উপশিরায় শুধু তাকে ডাকে।
আমার অস্থি মজ্জায় মিতা মিশে আছে,
দেহ বিনা সব পড়ে আছে তার কাছে।

অথচ তাকে পাওয়া হল না,পাই শুধু বেদনা !

আমি দারিদ্র-মিতাও তার পিতামাতার কাছে অসহায়
নারী মাত্রই অসহায়, আর কি পাওয়া হয় !
হয়নি পাওয়া ; অথচ ভাল বাসাবাসি
মরন আমার দরজায়, আর সে করে হাসাহাসি।

২২ জুলাই ২০০৮

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.