![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ২১ শে আগষ্ট, চিরায়ত বাংলার স্বাধীনচেতার অনুপম ব্যক্তিক নিদর্শন, ধর্ম ভীরু, সৎ, যোগ্য, বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী ও সুশাসক, বাংলার বার ভূঁইয়াদের নেতা, বাংলার স্বাধীনতা রক্ষার জন্য মুঘলদের বিরুদ্ধে যুদ্ধে নের্তৃত্বদানকারী মসনদ-এ-আলা ঈশা খাঁ-এর জন্ম-দিবস।
পুরো নামঃ ঈশা খাঁ।
উপাধীঃ মসনদ-এ-আলা।
জন্ম তারিখঃ ২১ আগষ্ট (মতান্তরেঃ ১৮ই আগস্ট) ১৫২৯ খৃস্টাব্দ।
পিতার নামঃ সোলায়মান খাঁ।
জন্ম-স্থানঃ সোলায়মান পার্বত্য এলাকা, আফগানিস্তান।
ঈশা খাঁর পিতার শাসন বৃত্তান্তঃ
তার পিতা ছিলেন আফগানিস্তানের সোলায়মান পার্বত্য অঞ্চলের এক আফগান দলপতির বংশধর। তিনি নুসরত শাহ এর রাজত্বকালে বাংলায় বসতি স্থাপন করেন এবং স্বীয় প্রচেষ্টায় ভাটি এলাকায় বৃহত্তর ঢাকার ও ময়মনসিংহ জেলার উত্তর-পূর্ব অংশ নিয়ে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি দুবার মোগল সুবেদার ইসলাম শাহ শুরের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং ১৫৪৮ সালে নিহত হন। এসময় ঈশা খাঁর বয়স ছিলো মাত্র ১৯ বছর এবং তিনি আফগানিস্তানে তার পিতৃব্য কুতুবউদ্দীনের নিকটে লালিত পালিত হচ্ছিলেন।
ঈশা খাঁর বাংলায় আগমন ও রাজ্য জয়ঃ
পিতার মৃত্যুর কিছুদিন পর বাংলার জমিদারগণের আমন্ত্রণে বাংলাকে মোগলদের হাত হতে রক্ষা করার জন্য তিনি আফগানিস্থান থেকে ১,৪০০ অশ্বারোহী, ২১ টি নৌযান ও প্রচুর গোলা বারুদ নিয়ে ১৪ দিন ১৪ রাতে পাহাড়, জঙ্গল, সাগর, নদী অতিক্রম করে তার পিতার বন্ধু রাজ্য ত্রিপুরা রাজ্যে এসে পৌঁছান। ত্রিপুরা থেকে কিশোরগঞ্জের জঙ্গলবাড়ী দুর্গ দখল করে পরবর্তীতে সোনারগাঁও দূর্গ দখল করনে তিনি তার স্বাধীন রাজ্যের সূচনা করেন।
বিয়েঃ
ঈশা খাঁ বাংলার অন্যতম বারো ভূইয়াঁ ত্রিপুরা রাজ্যের রাজা চাঁদ রায়ের কন্যা ও কেদার রায়ের বোন স্বর্ণময়ীকে বিবাহ করেন। পরবর্তীতে স্বর্ণময়ী ইসলাম ধর্ম গ্রহণ সোনা বিবি নাম গ্রহণ করেন। তার নামানুসারেই ঈশা খাঁ নিজের রাজধানীর নামকরণ করেন সোনারগাঁও।
বাংলার স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টাঃ
ঈশা খাঁ তার রাজ্য রক্ষার জন্য মোগলদের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হন এবং প্রায় সবগুোতেই বিজয় লাভ করেন। তিনি মোগল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহকে ১৫৯৭ সালে এক দ্বন্দ যুদ্ধে পরাজিত করে প্রথম মুগলদের সাথে ষন্থি করেন এবং এর মাধ্যমেই তিনি তার রাজ্যের তথা এই বাংলার স্বাধীনতা রক্ষা করেছিলেন। তখন থেকেই তিনি সোনারগাঁওকে কেন্দ্র করে স্বাধীন বাংলার স্বপ্ন দেখতেন; বাংলার স্বাধীনতার বীজ বপন করেছিলেন তিনিই প্রথম। তাই তাকেই বলা যায় স্বাধীন বাংলার প্রথম ও প্রকৃত স্বপ্নদ্রষ্টা।
ঈশা খাঁ-এর রাজ্যঃ
সোনারগাঁও ও মহেশ্বরদীর জমিদারীকে একত্রিত করে তিনি এক স্বাধীন রাজ্যে পরিণত করেন। তার এই রাজ্যে বৃহত্তর ঢাকার বেশ কিছু অংশ, প্রায় সমগ্র বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং ত্রিপুরা জেলার এক ক্ষুদ্র অংশ অন্তর্ভূক্ত ছিলো; এছাড়াও নারায়ণগঞ্জের খিজিরপুর এবং কিশোরগঞ্জ জেলার জঙ্গলবাড়ী ও এগারসিন্দু ছিল তার শক্তিশালী ঘাঁটি।
মৃত্যুঃ
ঈশা খাঁ তার রাজ্য শাসনের জন্য বিভিন্ন দূর্গে যাতায়াত করতেন। এমনি এক সফরের সময় তিনি মহেশ্বরী পরগনার অন্তর্গত বক্তারপুর দূর্গে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং এখানেই ১৭ই সেপ্টেম্বর ১৫৯৯ খ্রিস্টাব্দে প্রায় ৭০ বছর বয়সে মৃত্যু বরণ করেন। গাজীপুর জেলার কালিগঞ্জ থানায় অন্তর্ভক্ত বক্তারপুর গ্রামে ঈশা খাঁ-কে সমাহিত করা হয়।
ঈশা খাঁ-এর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক নিদর্শনসমূহঃ
১. রাজধানী সোনারগাঁও,
২. খিজির পুর দূর্গ,
৩. এগারো সিন্দুর দূর্গ,
৪. জঙ্গল বাড়ী দূর্গ,
৫. প্রাচীন রাজধানী কত্রাবো।
>>> >>> >>> >>> >>> >>> >>> >>> >>> >>>
লেখার সূত্র-সমূহঃ
১. উইকী।
২. বাংলাপিডিয়া।
৩. আমাদের কিশোরগঞ্জ।
>>> >>> >>> >>> >>> >>> >>> >>> >>> >>>
একটি যৌথ প্রকাশনা!
২১ শে আগস্ট, ২০১১ রাত ১:৩৮
শর্বরী-শর্মী বলেছেন: ভাইয়া, এডিটিং হবে। এখানে কপি-পেস্ট করা হলো, তাই এমন হয়েছে।
ধন্যবাদ।
২| ২১ শে আগস্ট, ২০১১ রাত ১:১০
রাতমজুর বলেছেন: আপনি কি ইতিহাসের টিচার!
২১ শে আগস্ট, ২০১১ রাত ১:৩৫
শর্বরী-শর্মী বলেছেন: আমার মাস্টার্সের বিষয় রাস্ট্রিবজ্ঞান; কিন্তু নিবন্ধিত আছি সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসেবে এবং ক্লাসে পড়াই ইতিহাস।
৩| ২১ শে আগস্ট, ২০১১ রাত ১:১২
অণুজীব বলেছেন: ১ নং কমেন্ট মুছে দিয়েন।
আর পোস্ট ভালো হয়সে, বরাবরের মতোই
২১ শে আগস্ট, ২০১১ রাত ২:২৫
শর্বরী-শর্মী বলেছেন: আরে না, সমস্যা নেই। থাকুক।
ধন্যবাদ।
৪| ২১ শে আগস্ট, ২০১১ রাত ৩:৪১
রিয়েল ডেমোন বলেছেন: আমি সায়েন্সের স্টুডেন্ট হলেও ইতহাস ভালো লাগতো। এস এস সি পর্যন্ত পাঠ্য বইয়ে সামাজিক বিজ্ঞান ছিলো। ইতিহাস জানার দৌড় সেপর্যন্তই। ভালো লাগলো অজানা তথ্যগুলো জেনে। ধন্যবাদ প্রাপ্য আপনার।
হ্যাপি ব্লগিং
২১ শে আগস্ট, ২০১১ রাত ৩:৪৮
শর্বরী-শর্মী বলেছেন: ধন্যবাদ ভাই। আশা করি আপনার জানার আগ্রহ কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হবো।
৫| ২১ শে আগস্ট, ২০১১ রাত ১১:৫৮
রাতমজুর বলেছেন: থ্রি ইন ওয়ান!
২২ শে আগস্ট, ২০১১ রাত ১:০০
শর্বরী-শর্মী বলেছেন: :-<
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১১ রাত ১:০৯
অণুজীব বলেছেন: পোস্ট অনেক ভালো হতো যদি লিংক আর ছবি গুলা ভালো মতো আসতো।
আমার বর্ণমালা আর সামুর ছবি আর লিংক দেওয়ার ফরম্যাট কিন্তু এক না।
বর্ণমালার ফরম্যাট এ না দিয়ে সামুর ফরম্যাট এ দিন, তাহলে ছবি আর লিংক গুলা ভালোমতো আসবে।