![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক আগ্রহ নিয়ে ইচ্ছা নিয়ে এই ব্লগের সদস্য হয়েছিলাম। কিছুদিন পর আস্তে আস্তে আগ্রহটা কমে যেতে লাগলো। এখন এমন অবস্থা হয়েছে যে ব্লগে বসাই হয় না। বাসায় কম্পিউটার নাই। অফিসে যতক্ষণ থাকি ততোক্ষণ বসতাম। কাজের চাপ এবং অন্যান্য চাপের কারণে এখন আর বসতেই পারছি না। সবচেয়ে খারাপ লাগে যখন আমার সহধর্মীনির কাছ থেকে কোনরকম উত্সাহতো পাই-ই না বরং অনুত্সাহিত করে। অফিস শেষ করো বাসায় যেটুকু সময় পাই মেয়ে এবং ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পরি। ভালো কথা আমি যে একটি চমত্কার ছেলের বাবা হয়েছি তাও এই ব্লগে জানানো হয়নি। সবচেয়ে বড় কথা লেখালেখির একটু ইচ্ছে ছিল তা নষ্ট হচ্ছে তাই কষ্ট লাগে। তখন ভাবি এরই নাম কি সংসার। জানি না, তবে এখন এটুকু বুঝতে পারছি সংসার ধর্ম আমার কম্য না। এখন সংসার নামক গাড়িতে উঠে পড়েছি, গাড়ি চলছে আপন গতিতে। আমার কোনো ভূমিকা নেই। তবে নিজেকে খুব একা মনে হয়। যেটুকু আনন্দ পাবার তা পাই আমার মেয়ে শব্দ’র কাছ থেকে ওর নানা ধরনের এক্সপেরেসন, কথাবার্তা, আমার কাছে নানা আবদার এটাই উপভোগ করি।
আজ ব্লগে এসে দেখলাম ১৪২০ এর শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছিলাম তারপর আর কোনো পোষ্ট করা হয়নি। দেখে হাসি পেল। আমি জানিনা কতদিন ব্যবহার না করলে এটা বন্ধ করে দেয়! এখন অবস্থা হয়েছে এমন ব্লগে আসলেই পুরনো স্মৃতি মনে পড়ে আর কষ্টটা নাড়া দিয়ে ওঠে।
আজ আবার ১৪২১ সালের শুভেচ্ছা জানাতে ব্লগে আসলাম। তবে চৈত্র সংক্রান্তি কিংবা পহেলা বৈশাখ কোনোটাই আমাকে নাড়া দিচ্ছে না। কেন জানি না। আমাকে নাড়া না দিক অন্য সবাইকে তো দিচ্ছে। ১৪২১ সাল দরজায় কড়া নাড়ছে। সময়ের নিয়মেই আমাকে দরজা খুলতে হবে। আগামীকাল ১৪২১কে আহ্বান জানাবো দরজা খুলে। তুমি
‘এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে’
চেষ্টা করো আমাকে রাঙাতে তোমার রঙে।
সবাইকে ১৪২১ সালের শুভেচ্ছা, অভিনন্দন।
স্বাগতম ১৪২১
শব্দ ও বাক্য
তোমরা আমাকে রাঙাও তোমাদের রঙে
আজ থেকে রঙিন হবো তোমাদের রঙে
তোমরা আমার প্রাণভোমরা
তোমার আমার অনুপ্রেরণা
তোমার আমার ভালোবাসা
জীবনের প্রতিটি ক্ষণে।
চৈত্র সংক্রান্তি ১৪২০
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি সারাজীবন আর ব্লগে না আসলেও আপনার লেখা মুছে দেয়ার সম্ভবনা নেই যদি না আপনি বিতর্কিত কিছু লিখেন।
আপনাকে নববর্ষের অনেক শুভেচ্ছা রইল।