![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মের এক বছর পূর্ণ হবে আমার ছেলে স্বরীশ্বর বাক্য। ২৫ জানুয়ারি ২০১৫ আমার ছেলের জন্মদিন। এই এক বছর আমি ব্লগে বসিনি। মানে বসা হয়নি। তাই আমার ছেলে কোনো কিছুই ব্লকে দেয়া হয়নি। কিন্তু একটি বিষয় আমার কাছে বিস্ময়কর লাগছে তা হলো। আমার প্রথম সন্তান মেয়ের হওয়ার পর আমি যতটা উচ্ছ্বসিত ছিলাম এবার ছেলে হওয়ার পর ততটা মনে হয় হইনি। কেন? আমি জানিনা। আমি আমার মেয়ে এবং ছেলেকে পাওয়ার জন্য অবশ্যই ইশ্বরকে ধন্যবাদ জানাই। আমি খুশি। কিন্তু মনের এই ব্যাপারটা নিয়ে মাঝে মাঝে ভাবলে কিছু বুঝিনা। মন বড় বিচিত্র। আমিই আমার মনকে বুঝিনা।
সব্যসাচী
২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৫
সুপ্ত আহমেদ বলেছেন: বাবু কে বলে দিবেন - সুপ্ত চাচ্চু ওকে - শুভ জন্মদিন জানিয়েছে। আর অনেক শুভ কামোনা রইলো আপনাদের জন্য ।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭
সব্যসাচী গায়েন বলেছেন: ধন্যবাদ সবাইকে
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬
আরজু পনি বলেছেন:
বাবুরা ভালো থাকুক ।
অনেক শুভকামনা রইল ।