![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেতনার বুলি
বিজয়ের গান
ধর্ষিতার আর্তনাদ
করে দেয় ম্লান।
এখনোতো রোজ রাতে
বেঁচে থাকার অযুহাতে
গোপনে সে কাঁদে,
বিজয়ের উপহার
সম্ভ্রম নিলো তাঁর
চেতনাধারীর বলো
কি যায় আসে তাতে?
এইতো সেদিন
কলেজ থেকে ফেরার পথে
আমার দেশের সোনার ছেলের হাতে
যে মেয়েটি হয়েছে ধর্ষিত
তার কাছেতো বিজয়ের স্বাদ তেতো।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধর্ষক সেতো র্ধষক
হোক রাজাকার বা ছাত্রলীগ
ধর্ষকের জন্য ঘৃণা একই
রাজাকারের জন্য যেমন।
বিজয়ে দিনে আশা বিজয়ের প্রকৃত চেতনায় সকলেই রেঙে উঠুক।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ