![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে আমি আমার প্রেমেই পড়বো
একবার ভাঙলে আবার
দশ দশবার গড়বো,
আজকে হবে নিজের সাথেই
আদর সোহাগ ভাগাভাগি,
একটুখানিক মান অভিমান
চিমটি কেটে রাগারাগি,
কষ্ট পেলে কাঁদবো আমি
খুব খুশিতে হাঁসবো।
এই নিশীথে নিজের মনে
নিজেই আগুন জ্বালবো,
দহন শেষে প্রভাত বেলায়
চোখের পানি ঢালবো,
সাধ জাগলে মরেই যাবো
নয়তো আবার বাঁচবো,
নিজের কোলেই নিদ্রা দেবো
নিজের ডাকেই জাগবো।
আজকে তোমার নেই প্রয়োজন
জেনে রেখো রাতের কালোয়
আমিই আমার প্রেমিক ভীষণ,
একলা একাই পারবো
আজকে আমি আমার প্রেমেই পড়বো।
©somewhere in net ltd.