নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৷৷
সংবিধানের অনুচ্ছেদ ১৫ এর (ক) অনুযায়ী নাগরিকের শিক্ষার ব্যবস্থা করার দায়িত্ব রাষ্ট্রের। সংবিধানের উপরোক্ত অনুচ্ছেদের আলোকে ছাত্ররা খুবই যৌক্তিক ভাবে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ফ্রি করার জোর দাবি জানাতে পারে। কিন্তু তা না করে বাস মালিকদের নিকট, অর্থাৎ ব্যক্তির নিকট অর্ধেক ভাড়ার দাবির ভিত্তিটা কি, বা সেটা কতটা যৌক্তিক? বরং দাবিটা এভাবেও করা যেত, প্রযুক্তিকে কাজে লাগিয়ে ছাত্রদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে টিকেটের ব্যবস্থা করতে হবে, যেখানে অর্ধেক ভাড়া ছাত্ররা দেবে বাকিটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার ভর্তুকি দেবে৷
নেতার চামচামির এবং লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানেই ছাত্র নেতা আছে, ছাত্র সংগঠন আছে। কিন্তু এই কথাগুলো বলার মতো ছাত্র সংগঠন নেই, ছাত্রনেতা নেই! অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা পড়ছে কিন্তু শিখছে না। সচেতনতা তৈরি হচ্ছে না।মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাড়িয়েছে, মিডিয়ার ফাতরামি এবং প্রযুক্তির নেতিবাচক ব্যবহার। এখান থেকে তরুন প্রজন্মকে বাঁচাতে সরকার কোন ব্যবস্থা না নিলেও, নিজেকে বাঁচাতে যা যা আইন করার তা করতে কালক্ষেপণ করেনি!
"হিরক রাজার দেশে" মুভিতে দেখেছিলাম, রাষ্ট্রের শিক্ষামন্ত্রী পাঠশালা ভ্রমনে এসে ছাত্রদের পড়া বাতলিয়ে দিচ্ছে এভাবে,
"লেখাপড়া করে যে, অনাহারে মরে সে
জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই"
সত্যজিতের এ সিনেমার দাবি আজও বহমান। ক্ষমতা লিপ্সু ছাগল রাজারা কখনোই চায় না প্রজারা মানুষ হোক। কারণ মানুষ কখনোই ছাগলকে রাষ্ট্র শাসন করতে দেবে না। তাই শাসন টিকিয়ে রাখতে প্রজাদের ছাগল বানিয়ে রাখাটা গুরুত্বপূর্ণ।
২৬ শে নভেম্বর, ২০২১ রাত ৯:১১
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
ডিপজলের একটা ডায়লগ মনে পড়ছে, সেটা বলাটা সীমালঙ্ঘন হবে, তাই বললাম না।
২| ২৬ শে নভেম্বর, ২০২১ রাত ৮:২২
সাড়ে চুয়াত্তর বলেছেন: বড় বড় ও গুরুত্বপূর্ণ অধিকার বাদ দিয়ে সামান্য ভাড়া নিয়ে আন্দোলন করছে। মাথা ঠাণ্ডা রেখে এবং সঠিক পদ্ধতিতে আন্দোলন করে বড়, ছোট সব দাবিই আদায় করা সম্ভব।
২৬ শে নভেম্বর, ২০২১ রাত ৯:১৫
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আরো আছে ভাই, যাস্ট সংবিধান ধরে নারা দিলেই অত্যন্ত যৌক্তিক এবং শক্তভাবে কিছু বিষয়ে দাবি রাখা যায়। ইস,
জনগন যদি সংবিধানটা একটু পড়তো
৩| ২৬ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৫১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবার আগে সংবিধান কে বোরখা মুক্ত করতে হবে।তবেই সকলে দেখতে ও পড়তে পারবে।
২৬ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৩০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
সংবিধান খোলাই আছে। আমরা পড়ছি না
৪| ২৬ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমরা পড়বো কি ভাবে,শুরুতেই গলদ।রাষ্টের ধর্ম আছে,খোলা থাকলে ধর্মের অবমাননা হয়।
৫| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১২:০০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
বাইবেল হাতে শপথ নিচ্ছেন। এইটা তাদের অবস্থা যারা আবিষ্কার করেছেন, রাষ্ট্রের ধর্ম থাকবে না বা যাদের কাছে শিখেছি রাষ্ট্রের ধর্ম থাকবে না
৬| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১২:০৩
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
বাইবেল হাতে শপথ নিচ্ছেন। এইটা তাদের অবস্থা যারা আবিষ্কার করেছেন, রাষ্ট্রের ধর্ম থাকবে না বা যাদের কাছে শিখেছি রাষ্ট্রের ধর্ম থাকবে না। প্রবক্তাই যখন তা পালন করছেন না, ফলয়ার রা কিভাবে পালন করবে।
৭| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১০
রাজীব নুর বলেছেন: ভাড়া নিয়ে আন্দোলন না করে যেন প্রশ্নফাস না হয় সেটা নিয়ে আন্দোলন করলে বেশি ভালো হতো।
২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৬
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
কখনো শুনছেন কেউ নিজের বিরুদ্ধে আন্দোলন করছে।
৮| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৩
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
ধার্মিক রাষ্ট্রের অবস্থা। যে কিনা সুদের (ইয়ে মানে ধর্মে নাকি সুদ হারাম) টাকায় বিদেশ হতে মেগা প্রজেক্ট ক্রয় করে, বুক ফুলিয়ে বলে, আমরা এটা বানাচ্ছি, আমরা ওটা বানাচ্ছি।
গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে সংখ্যাগরিষ্ঠের মত প্রধান্য পাবে। বেশিরভাগ যদি বলে এটা থাকবে না, তাহলে এটা তুলে দেয়া যেতে পারে। আবার সংখ্যাগরিষ্ঠ যদি চায় তবে সেটা মানতে সমম্যা কোথায়? এই এক রাষ্ট্র ধর্মের উসিলা দিয়ে কত কাল। তাছাড়া রাষ্ট্রতো ধর্মের কারণে কাউকে পার্থক্য করছে না। এই এক প্যাচাল আর কত কাল?
৯| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১:২৩
নেওয়াজ আলি বলেছেন: সরকার মেনে ধিয়েছে । বিআরটিসি বাস অর্ধেক ভাড়া নিবে। ভালো খবর
২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:১৩
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
ঐটা সরকারি বাস
১০| ২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: স্বাধীনতার পঞ্চাশ বছর পর এখন কেন ছাত্রদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার দাবি জানাতে হবে? এই দীর্ঘ সময়ে যে সকল রাজনৈতিক দল ও নেতৃত্ব ক্ষমতায় এসেছেন এদের সবাই কি লেবেঞ্চুস চুষেছেন ?
সংবিধানে নাগরিকের শিক্ষার ব্যবস্থা করার দায়িত্ব রাষ্ট্রের। সংবিধানের সেই দায়িত্ব থেকে রাষ্ট্র সরে গেলো কখন এবং কেন ? ব্যাঙের ছাতার মতো জন্ম নেয়া মানহীন বেসরকারি প্রতিষ্ঠানের মহামারীতে আক্রান্ত হলো কেন দেশটি ? রাজনৈতিক দল ও নেতৃত্বর কেহই শিক্ষা ব্যবস্থার উন্নতির বা শিক্ষা ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য কিছুই করেন নি ?
২৭ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৮
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
ছাগল যখন রাজা হয়, সে কি চাইবে প্রজারা মানুষ হোক! তবে তো তার রাজা গিরিই থাকবে না।
১১| ২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর ভাবে জীবনযাপন করার জন্য এই দেশ ছেড়ে পালাতে হবে।
২৭ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৫
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
এক হিসেবে মন্দ নয়।
১২| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ৮:০৪
জ্যাকেল বলেছেন: দেশকে ঠিক করিতে হইবে শিক্ষা ফ্রি করতে হইবে, পাবলিক বাস সরকারিকরণ করতে হইবে তাহাতে জ্যাম জংজাল কমতে পারে। আর ঢাকা শহর হইতে গুরুত্বপূর্ণ সকল অফিস সরাইতে হইবে। ইহাই ঢাকা শহরকে অবাসযোগ্য করে ফেলতেছে। ছাত্রদের লাঠিয়াল হওয়া বন্ধ করিতে হইবে এবং ছাত্ররা যেন দেশ/জেলা ব্যাপী কোন একক সংগঠন না করিতে পারে সেই ব্যবস্থা করিতে হইবে।
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০২১ রাত ৮:২২
চাঁদগাজী বলেছেন:
শিক্ষাকে কিভাবে ফ্রি করা সম্ভব?