নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

মিডিয়ার চোখে নারী

০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৮



নারী হওয়ার কারণে সরকারি বেসরকারি কোন সেক্টরেই কি একই গ্রেড বা পদে কর্মরত ব্যক্তির বেতনে কোন তারতম্য করা হয়? উত্তর হচ্ছে, না। তবে নারী সমতা নিয়ে সবচেয়ে বেশি উচ্চবাচ্য যারা করে সেই মিডিয়াতেই নায়ক চরিত্রে অভিনয় করা পুরুষের পারিশ্রমিকের তুলনায় নায়িকা চরিত্রে অভিনয় করা নারীর পারিশ্রমিক কয়েকগুণ কম। আমার কাছে এটাকে ভণ্ডামোর উৎকৃষ্ট উদাহরণ মনে হয়।

এটা স্বীকার করতেই হবে যে, সংসারে নারীর অবদান বা কর্মকে খুব একটা মর্যাদা দেয়া হয় না। সুতরাং সংসারে নারীর অবদানের স্বীকৃতি আদায়ে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বিষয়ে কাজ করা যেতে পারে। কিন্তু তা না করে পুঁজিবাদী সভ্যতা এই বিষয়টাকে কাজে লাগিয়ে মিডিয়ার মাধ্যমে সমতার প্রলোভন দেখিয়ে নারীকে বস্তু হিসেবে ব্যাবহারে যে ফাঁদ পেতেছে, বোকা নারীরা খু্ব সহজেই তাতে পা দিয়ে নিজেকে বস্তুতে পরিনত করছে।
যে সুন্দরী প্রতিযোগীতায় দু-তিনটা দেহকে ডেকোরেটেড করে তুলে ধরার বিনিময়ে অর্থকড়ি ও নানান সুবিধা দেয়ার মাধ্যমে নারীদের মডেল হিসেবে উপস্থাপন করা হয়, ঐ একই প্রতিযোগীতায় কিন্তু হাজার হাজার নারীকে ডিসকোয়ালিফাই হিসেবে আউট করে দেয়া হয়। একই সাথে ব্যাপক প্রচার প্রচারনার মাধ্যমে কোটি কোটি নারীকে পণ্য হয়ে ওঠার প্ররোচনাও দেয়া হয়। সহজভাবে বললে কয়েকজন নারীকে ব্যবহার করে সমাজের বিপুলসংখ্যক নারীর মগজধোলাই করা হয় মাত্র।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০২

শূন্য সারমর্ম বলেছেন:


কোনো বাঙালী নারী Wonder Women 'চরিত্রে অভিনয় করতে পারবে?

০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



কোনো বাঙালী পরিচালক Wonder Women চরিত্র ক্রিয়েট করতে পারবে?

২| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৮

বিটপি বলেছেন: পুরুষের চেয়ে নারীর পারিশ্রমিক কম - এর মূল কারণ হচ্ছে পুরুষের চেয়ে নারীর প্রডাকটিভিটি কম। একজন পুরুষ যেই কাজ ৩ ঘন্টায় করতে পারে, একজন নারীর তা করতে গড়পড়তা ৪/৫ ঘন্টা লাগে। তাহলে এখানে ভন্ডামি কোথায়? অভিনেত্রীদের চেয়ে অভিনেতাদের পারিশ্রমিক বেশি, কারণ অভিনেতারা দীর্ঘদিন অভিনয় চালিয়ে যাওয়ায় তাদের অভিনয়ে ম্যাচিউরিটি আসে - বিয়ের পরেও তাদের চেহারা, শারীরিক গঠনে তেমন কোন পরিবর্তন আসেনা। এই ব্যাপারটা কি অভিনেত্রীদের ক্ষেত্রে খাটে? হলিউডে অনেক অভিনেত্রী তাদের সমসাময়িক অভিনেতাদের চেয়েও বেশি পারিশ্রমিক নেয়, কারণ তারা শোবিজে বেশ ভালো প্রডাক্ট - তাই তাদের কাটতি বেশি।

আমাদের দেশে শাকিব খানের জন্য অপু বিশ্বাস বা বুবলীর দাম হয় - উল্টোটা হয়না।

০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



পুরুষের চেয়ে নারীর পারিশ্রমিক কম - এর মূল কারণ হচ্ছে পুরুষের চেয়ে নারীর প্রডাকটিভিটি কম। একজন পুরুষ যেই কাজ ৩ ঘন্টায় করতে পারে, একজন নারীর তা করতে গড়পড়তা ৪/৫ ঘন্টা লাগে।

তার মানে আপনি বলতে চাচ্ছেন, গড়পড়তা পুরুষের তুলনায় নারীর যোগ্যতা কম বা নারী পুরুষের যোগ্যতা সমান নয়।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: নারীকে পিছিয়ে রাখা হলে বিশ্ব পিছিয়ে যাবে।

০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



সামনেই বা নিচ্ছে কে?
দেখলেন তো বিটপি বলল, অভিনেতারা দীর্ঘদিন অভিনয় চালিয়ে যাওয়ায় তাদের অভিনয়ে ম্যাচিউরিটি আসে - বিয়ের পরেও তাদের চেহারা, শারীরিক গঠনে তেমন কোন পরিবর্তন আসেনা। এই ব্যাপারটা কি অভিনেত্রীদের ক্ষেত্রে খাটে?
বিটপির এই কথার মানে হচ্ছে, নারীর দেহকে ব্যাবহার করা হচ্ছে মাত্র। এটাই কি নারীকে এগিয়ে নেওয়া?

(ছবির জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি) বলতে পারবেন এখানে কোনটা পণ্য?

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৮

নতুন বলেছেন: সমাজটা যেহেতু পুরুষতান্ত্রিক তাই পুরুষরেরা সুবিধা একটু বেশি পায়। :-<

০৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



সমাজের এই তান্ত্রিকতার বিরুদ্ধে যারা বলিষ্ঠ কন্ঠে কথা বললে, তারা নিজেরা সেটা মানছে কিনা এবং তারা কি আসলেই তান্ত্রিকতা বিরোধী নাকি ধান্দাবাজ, সেটা নিয়েই কথা হচ্ছে।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৩

নতুন বলেছেন: তারা নিজেরা সেটা মানছে কিনা এবং তারা কি আসলেই তান্ত্রিকতা বিরোধী নাকি ধান্দাবাজ, সেটা নিয়েই কথা হচ্ছে।

ভন্ডামী তো আছেই।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: একসময় নারীকে জলন্ত চিতায় পুড়িয়ে হত্যা করা হতো, সেটা বন্ধ হয়েছে। বিধবা বিবাহ নিষিদ্ধ ছিলো, সেটা চালু হয়েছে। এখন নারীরা অনেক স্বাধীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.