|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

মেট্রোরেলের চালক হিসেবে একজন নারীর নিয়োগকে মিডিয়া ফলাও করে প্রচার করলেও পুরুষ চালকদের ক্ষেত্রে সেটা হয়নি। যারা নারী অধিকারের কথা বলে তাঁদের উচিত ছিল মিডিয়ার এই প্রচারনার সমালোচনা করা। কারণ, যখন নারী হওয়ার কারণে তাঁকে এভাবে প্রচার করা হয়, তখন আর সমতার কনসেপ্ট থাকে না। তখন তাকে আলাদা করেই দেখা হয়। মিডিয়ার এই প্রচার নারী পুরুষের সমতা নয় পার্থক্যই নির্দেশ করে। 
মিডিয়া সেটাই ফলাও করে প্রচার করে যেটা অস্বাভাবিক, স্বাভাবিক কোন বিষয় মিডিয়া কখনোই ফলাও করে প্রচার করে না। আমা গাছে আম ধরলে সেটা মিডিয়াতে আসবে না, আমা গাছে কাঁঠাল ধরলে সেটা মিডিয়াতে আসবে, কারণ আম গাছের কাঁঠাল দেয়ার ক্ষমতা নাই। একইভাবে, নারীর নিয়োগকে প্রচার করা মাধ্যমে নারীর ট্রেন চালানোর বিষয়টাকে তাঁরা অস্বাভাবিক হিসেবেই তুলে ধরেছে, এর বেশি কিছু নয়।
 ১২ টি
    	১২ টি    	 +১/-০
    	+১/-০২|  ০৬ ই জানুয়ারি, ২০২৩  রাত ৮:৩৯
০৬ ই জানুয়ারি, ২০২৩  রাত ৮:৩৯
জ্যাক স্মিথ বলেছেন: অন্যন্য দেশে নারী পাইলট, নারী ড্রাইভার এসব ডাল ভাত, কিন্তু আমাদের দেশে অস্বভাবিক তাই মিডিয়াতে আসে। চিন্তিত হবার কারণ নেই আমাদের এদেশেও একসময় এটা স্বাভাবিক হয়ে যাবে, তখন আর মিডিয়া পিছু নিবে না।
৩|  ০৬ ই জানুয়ারি, ২০২৩  রাত ৯:১৬
০৬ ই জানুয়ারি, ২০২৩  রাত ৯:১৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের দেশের সামরিক বাহিনিতেও নারী সেনা আছে। এটা নতুন কিছু না। যুদ্ধ করা সবচেয়ে কঠিন কাজ। 
তবে মিডিয়া প্রচার করার মাধ্যমে বৈষম্যের মানসিকতাকেই তুলে ধরেছে। স্বাভাবিক মনে করছে না বলেই তারা সংবাদ প্রচার করছে।
৪|  ০৬ ই জানুয়ারি, ২০২৩  রাত ৯:২৪
০৬ ই জানুয়ারি, ২০২৩  রাত ৯:২৪
অনল চৌধুরী বলেছেন: নারী দেখলেই পত্রিকা টিভি ব্লগ সাহিত্য চলচ্চিত্র সঙ্গীত টিভি -সবজায়গার লম্পটরা উন্মাদ হয়ে তার পদলেহন শুরু করে।
দৃষ্টি আকর্ষণ করে স্বার্থ সিদ্ধি করতে চায়।
ব্লগেই নষ্ট নারীর পরী কাহিনী দেখেননি !!!
৫|  ০৬ ই জানুয়ারি, ২০২৩  রাত ১০:১১
০৬ ই জানুয়ারি, ২০২৩  রাত ১০:১১
রানার ব্লগ বলেছেন: এতে আপনার সমস্যা কোথায়?! আপনি আপনার চারিদিকে তাকিয়ে দেখুন কয়জন নারী আছেন আপনার চেনা যে আপনি যে অবস্থানে আছেন সেই সমপর্যায়ে অথবা উপরের অবস্থানে আছেন। তুলনামূলক খুবি কম। যদি একজন নারী তার যোগ্যতা দিয়ে সামনে এগিয়ে যেতেই পারে তা অবশ্যই প্রচার হওয়া উচিৎ। আপনি এটা নিয়ে প্রাশ্ন তুলতে পারতেন যে একজন মানুষ রসায়নের উপর স্নাতকোত্তর করে মেট্রোরেলের ড্রাইভার হয়েছে এটা কি তার শীক্ষা জীবন কে অপমানিত করা হলো না। রাস্ট্র নাগরিকদের তার শিক্ষার যথাযথ মূল্যায়ন করতে পারছে না। নারী কে আপনার মতো একজন মানুষ হিসেবেই দেখুন। দেখবেন আপনার ভেতরের যে দ্বিধা আছে তা থাকবে না।
  ০৭ ই জানুয়ারি, ২০২৩  বিকাল ৫:৩৫
০৭ ই জানুয়ারি, ২০২৩  বিকাল ৫:৩৫
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: 
আমার কোন সমস্যা নেই, যাস্ট মত প্রকাশ করলাম। নারী কে আমি  আমার মতো একজন মানুষ হিসেবেই দেখি, মিডিয়া কিভাবে দেখে সেটাই তুলে ধরলাম।
৬|  ০৭ ই জানুয়ারি, ২০২৩  রাত ৩:২৪
০৭ ই জানুয়ারি, ২০২৩  রাত ৩:২৪
ডল১২৫৪ বলেছেন: Thank you very much for uploading class useful and quality content. Good luck material for you with likes and full races
Usd Buy Sell
৭|  ০৭ ই জানুয়ারি, ২০২৩  রাত ৩:৩৪
০৭ ই জানুয়ারি, ২০২৩  রাত ৩:৩৪
ডল১২৫৪ বলেছেন: https://dollarbuysellerbd.com/
৮|  ০৭ ই জানুয়ারি, ২০২৩  বিকাল ৫:০৪
০৭ ই জানুয়ারি, ২০২৩  বিকাল ৫:০৪
রাজীব নুর বলেছেন: নারীদের পিছিয়ে রাখা মানে জাতিকে পিছিয়ে রাখা। নারীর জয় হোক।
৯|  ০৭ ই জানুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৬:০৬
০৭ ই জানুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৬:০৬
ঢাবিয়ান বলেছেন: এই নারী ড্রাইভার কি এই প্রচারনায় খুশী হয়েছে? আমারতো ধারনা সে যথেষ্ঠই বিরক্ত হচ্ছে।
১০|  ০৭ ই জানুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৭:০০
০৭ ই জানুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৭:০০
মহাজাগতিক চিন্তা বলেছেন: নারীরা স্বনির্ভর হোক। তাদের উপর শনির ভর না করুক, এটাই কাম্য।
১১|  ০৭ ই জানুয়ারি, ২০২৩  রাত ১০:২২
০৭ ই জানুয়ারি, ২০২৩  রাত ১০:২২
নেওয়াজ আলি বলেছেন: এইসব প্রচার করে হইচই করে মিড়িয়া চলার পথ প্রশস্ত করা।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০২৩  রাত ৮:২৪
০৬ ই জানুয়ারি, ২০২৩  রাত ৮:২৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মিডিয়া এটাকে নব অভ্যুত্থান হিসেবে দেখাতে চায় , তাই এভাবে প্রচার করছে । যদিও নারীর কর্মসংস্থান এই দেশে প্রথম নয় ।