নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

ভারত উপমহাদেশে রাষ্ট্রভাষার ইতিহাস

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৯


বাংলা ভাষার কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার পক্ষে ছিলেন না। ১৯১৮ সালের ২৮ জানুয়ারি গান্ধীর হিন্দি ভাষার ভবিষ্যৎ সম্বন্ধে প্রশ্নের উত্তরে রবীন্দ্রনাথ লিখেন:

“Hindi is the only possible national language for inter-provincial intercourse in India.”
অর্থাৎ, ভারতের আন্ত-প্রাদেশিক ভাষা হিশেবে হিন্দিই একমাত্র সম্ভাব্য ভাষা। [১]

রাজনৈতিক বিবেচনায় হিন্দিকে প্রাধান্য দেবার পাশাপাশি ধর্মীয় বিবেচনায় মাঝেমাঝে তিনি বাংলার উপর সংস্কৃতকে রাখতেন। ১৯৪০ সালের ৭ আগস্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথকে ডি.লিট বা সাহিত্যাচার্য উপাধি দেবার জন্য ভারতের ফেডারেল কোর্টের প্রধান বিচারপতি শান্তিনিকেতনে যান।

অক্সফোর্ডের রীতি অনুযায়ী মানপত্র লাতিন ভাষায় লিখিত ছিলো। বিশ্বভারতীর আচার্য হিশেবে রবীন্দ্রনাথ তাঁর ভাষণ দেন সংস্কৃত ভাষায়। তিনি সেই ভাষণ বাংলায়ও দিতে পারতেন। কিন্তু, জীবনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে উপনিষদের ভাষা ব্যবহার করাকে কবি সমীচীন মনে করেন। [২]

শান্তিনিকেতনে হিন্দিকে রাষ্ট্রভাষা করার জন্য তিনি আন্দোলন করেন। তার এই আন্দোলনে তাকে সাহায্য করেন ভাষা বিজ্ঞানী সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও ক্ষিতিমোহন সেন। রবীন্দ্রনাথ নিজে হিন্দি জানতেন না কিন্তু হিন্দিকে রাষ্ট্রভাষা করার পক্ষে ছিলেন [৩]।

এমনকি শান্তি নিকেতনে হিন্দি ভাষার চর্চার জন্য রবীন্দ্রনাথ ‘হিন্দি ভবন’ প্রতিষ্ঠা করেন।

শুধু কি রবীন্দ্রনাথ? বাংলা সাহিত্যের সকল জায়ান্ট সাহিত্যিক ছিলেন হিন্দিকে রাষ্ট্রভাষা করার পক্ষে।
রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, মেঘনাদ সাহা, সুকুমার সেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বালাইচাদ মুখোপাধ্যায় (বনফুল) কেউই ভারতের রাষ্ট্রভাষার প্রশ্নে হিন্দির বাইরে বাংলাকে নিয়ে ভাবেননি। এমনকি ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’ এর কবি জীবনানন্দ দাসও চেয়েছিলেন হিন্দিই হোক ভারতের রাষ্ট্রভাষা।

রাষ্ট্রভাষা বাংলার পক্ষে-বিপক্ষে অন্নদাশঙ্কর রায়ের ভূমিকা দ্বিচারী। ভারতের রাষ্ট্রভাষার প্রশ্নে তিনি ছিলেন হিন্দির পক্ষে আর পাকিস্তানের রাষ্ট্রভাষার প্রশ্নে তিনি ছিলেন বাংলার পক্ষে। এমনকি তার লেখনীর মাধ্যমে তিনি ভাষা আন্দোলনকে প্রমোট করেছেন।

ভাষা আন্দোলনের মৃতদের উদ্দেশ্যে তিনি লিখেন:
“প্রাণ দিল যারা ভাষার জন্যে কি হবে না তাদের?
জয় তো তাদের হয়েই রয়েছে জনতা পক্ষে যাদের।”
বাংলা ভাষার জন্য তার দরদ ছিলো মাসীর মতো!
মহাত্মা গান্ধীর মাতৃভাষা ছিলো গুজরাটি। কিন্তু তিনি তার প্রথম ও প্রধান বই ‘হিন্দ স্বরাজ’ লিখেন হিন্দি ভাষায়। মাতৃভাষার জন্য তার দরদ থাকলেও ভারতের রাষ্ট্রভাষার প্রশ্নে তিনিও ছিলেন হিন্দির পক্ষে। হিন্দ স্বরাজে তিনি লিখেন –

“A universal language for India should be Hindi. [৪]”

ভাষার প্রশ্নে ‘মানুষ গান্ধী’র চেয়ে ‘রাজনীতিবিদ গান্ধী’ বড় হয়ে উঠেন।

গান্ধীর মতো কংগ্রেসের বড় বড় নেতা যেমন- বালগঙ্গাধর তিলক, জওহরলাল নেহরু, রাজেন্দ্রপ্রসাদ, সর্দার বল্লভ ভাই প্যাটেল প্রমুখ সবাই ছিলেন হিন্দিকে রাষ্টভাষা করার পক্ষে। এমনকি বাঙ্গালি নেতা সুভাষ চন্দ্র বসুও ছিলেন হিন্দির পক্ষে।

বড় বড় সাহিত্যিক, রাজনীতিবিদ সবাই ছিলেন ভারতের রাষ্ট্রভাষার প্রশ্নে হিন্দির পক্ষে। এটা দেখে কেউ মনে করতে পারেন যে, তখন মনে হয় হিন্দি ভাষা ছিলো ভারতের বেশিরভাগ মানুষের মুখের ভাষা। আদতে হিন্দি ছিলো ভারতের সংখ্যালঘু মানুষের মুখের ভাষা। অন্তত রবীন্দ্রনাথের সময়ে।

ভারতে হিন্দির আধিপত্য কায়েমের প্রশ্ন উঠলে ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালচারী ১৯৬৮ সালের জানুয়ারি মাসে লিখেন:
“…it is well known by now the Hindi is not the language of the majority of our people…Hindi is, at best the language of a large minority. [৫]”

দুই.

ভারতকে রামরাজ্য হিশেবে গড়ে তোলার জন্য তিনটি মূলস্তম্ভ ছিলো। হিন্দু ধর্ম, হিন্দি ভাষা এবং হিন্দুস্থান নামে একটি ভূখণ্ড।

ব্রিটিশরা ১৮৩৭ সালে ফারসিকে সরিয়ে ইংরেজিকে রাষ্ট্রভাষা করে এবং ১৮৫০ সালে প্রশাসনিক সুবিধার্থে উর্দুর গুরুত্ব বুঝতে পেরে ইংরেজির পাশাপাশি উর্দুকে সরকারি ভাষা হিশেবে স্বীকৃতি দেয়। অন্যদিকে হিন্দুরা হিন্দিকে সরকারি ভাষা হিশেবে স্বীকৃতির জন্য আন্দোলন শুরু করে। যার ফলশ্রুতিতে ব্রিটিশ সরকার ১৯০০ সালে উর্দু ও হিন্দি উভয় ভাষাকে সরকারি ভাষা হিশেবে স্বীকৃতি দেয়।

১৯১৮ সালের ২৯ মার্চ ইন্দোরে অনুষ্ঠিত অষ্টম হিন্দি সাহিত্য সম্মেলনে মহাত্মা গান্ধী প্রস্তাব করেন হিন্দিকে রাষ্ট্রভাষা করার। হিন্দি ভাষার প্রসারের জন্য তিনি হিন্দি ভাষার পাঁচজন এম্বাসেডরকে সেসব প্রদেশে পাঠান যেখানে হিন্দি ভাষার প্রচলন ছিলোনা। সেই পাঁচজন এম্বাসেডরের মধ্য একজন ছিলেন তার ছোট ছেলে দেবদাস গান্ধী [৬]।

১৯৩৭ সালের নির্বাচনের আগে কংগ্রেস তার নির্বাচনী মেনিফেস্টোতে হিন্দিকে রাষ্ট্রভাষা করার কথা বলে।

হিন্দিভাষী না হয়েও এসকল সাহিত্যিক আর রাজনীতিবিদদের হিন্দিপ্রেমের মূলে ছিলো তাদের ধর্মীয় অনুপ্রেরণা এবং রাজনীতি। যার ফলে সাহিত্যিক রবীন্দ্রনাথের চেয়ে রাজনৈতিক রবীন্দ্রনাথ, মানুষ গান্ধীর চেয়ে রাজনীতিবিদ গান্ধী বড় হয়ে উঠেন। ভাষিক আবেগের চেয়ে রাজনৈতিক আবেগকে তারা প্রাধান্য দিয়েছেন।

তিন.

বাংলা কোনো কালেই এই অঞ্চলের রাষ্ট্রভাষা ছিলোনা। বৌদ্ধ আমলে পালি, হিন্দু সেন আমলে সংস্কৃত, মুসলমান আমলে ফারসি এবং ইংরেজ আমলে ইংরেজি ছিলো রাষ্ট্রভাষা। প্রায় ৭০০ বছর ফারসি ছিলো বাংলাদেশের রাষ্ট্রভাষা।

কিন্তু এই দীর্ঘ সময়ে বাংলাদেশের মানুষের মাতৃভাষা কেউ কেড়ে নেয়নি এবং সেটা সম্ভবও ছিলোনা।
মুহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের গভর্নর হিশেবে ১৯ মার্চ ১৯৪৮ সালে পূর্ব বাংলায় আসেন ১০ দিনের সফরে।

রেসকোর্স ময়দান এই অঞ্চলের জাতীয় ভাষার/প্রাদেশিক ভাষার প্রশ্নে তিনি বলেন:

Whether Bengali shall be the official language of this province is a matter for the elected representatives of the people of this province to decide. I have no doubt that this question shall be decided solely in accordance with the wishes of the inhabitants of this province at the appropriate time.
…. People of this province to decide what shall be the language of your province. [৭]

অর্থাৎ, এই অঞ্চলের আন্ত-প্রাদেশিক ভাষা কী হবে তা এই অঞ্চলের জনগণ ভোটের মাধ্যমে নির্ধারণ করবে। একই কথা তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও।

এরই প্রেক্ষাপটে খাজা নাজিমউদ্দীন পরিষদে বাংলাকে পূর্ব বাংলার সরকারি ভাষা হিশেবে পাস করিয়ে আইনগত ভিত্তি দেন ৬ এপ্রিল ১৯৪৮ সালে। এই আইন যখন পাস হয় তখনও পশ্চিম বাংলায় বাংলা সরকারি ভাষা হিশেবে মর্যাদা পায়নি। অর্থাৎ, বাংলা ভাষা প্রথমবারের মতো এই অঞ্চলের জাতীয় ভাষা/প্রাদেশিক ভাষার মর্যাদা পায় পাকিস্তান আমলে!

কিন্তু, পাকিস্তানের রাষ্ট্রভাষার প্রশ্নে জিন্নাহর মত ছিলো উর্দুর পক্ষে। অনেকেই মনে করেন, জিন্নাহর মাতৃভাষা বুঝি উর্দু ছিলো। আদতে জিন্নাহর মাতৃভাষা ছিলো মহাত্মা গান্ধীর মতো- গুজরাটি। এমনকি তিনি উর্দু ভাষা জানতেনও না। তার কাজকর্মের ভাষা ছিলো ইংরেজি।

‘Urdu and only Urdu shall be the state language of Pakistan’ বলে তিনি যেই বক্তৃতা দিয়েছিলেন সেটি পর্যন্ত ইংরেজিতে দিয়েছিলেন, উর্দুতে নয়।

জাতীয় স্বার্থে গুজরাটিভাষী হয়েও গান্ধী যেমন চেয়েছিলেন ভারতের রাষ্ট্রভাষা হিশেবে হিন্দিকে, তেমনি জিন্নাহও চেয়েছিলেন উর্দুকে।

বাংলা ভাষা যে অভিবক্ত ভারত কিংবা পাকিস্তানের রাষ্ট্রভাষা হতে পারে, সেটা কেউ দুঃস্বপ্নেও হয়তো ভাবেনি। অভিবক্ত ভারতের রাষ্ট্রভাষার প্রশ্নে বিতর্ক ছিলো- উর্দু নাকি হিন্দি, কোনটি হবে ভারতের রাষ্ট্রভাষা?

‘বাংলার বাঘ’ হিশেবে পরিচিত শেরে বাংলা এ. কে. ফজলুল হক মনে করতেন উর্দু হচ্ছে ভারতীয় মুসলমানদের স্বভাবজাত ভাষা। ১৯৩৮ সালের ১ অক্টোবর কলকাতায় অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলনে বাংলার প্রধানমন্ত্রী হিশেবে সভাপতির ভাষণে তিনি হিন্দির পরিবর্তে উর্দুকে ভারতের সাধারণ ভাষা (লিংগুয়া ফ্রাঙ্কা) রূপে গ্রহণের প্রস্তাব করেন [৮]।

বাংলাদেশের খাঁটি বাঙ্গালি হয়েও ফজলুল হক বিয়ে করেছিলেন অভিজাত উর্দু পরিবারে, সেই হিশেবে তার ঘরের ভাষা ছিলো উর্দু। তিনি নিজেও স্বচ্ছন্দ্যে উর্দু বলতে পারতেন। মাওলানা ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বেশ ভালো উর্দু বলতে পারতেন।

যেই জিন্নাহর মৃত্যুতে শেখ মুজিবুর রহমান হাউমাউ করে কেঁদেছিলেন [৯] সেই জিন্নাহকে বাঙ্গালী পারলে কবর থেকে তুলে এনে ফাঁসিতে ঝুলায়! বাঙ্গালীর কাছে জিন্নাহ ‘অপরাধী’ হয়ে আছেন কেবল ‘Urdu and only Urdu shall be the state language of Pakistan’ এই কথাটির জন্য।

অথচ রবীন্দ্রনাথেরা প্রায় একই কথা (Hindi is the only possible national language for inter-provincial intercourse in India) বলা স্বত্তেও তারা বেখসুর খালাস পেয়ে যান; এমনকি তারা আবির্ভূত হন বাংলা ভাষার ‘পয়গম্বর’ হিশেবে!
চার.

ভাষা আন্দোলনের পর কিছু ন্যারেটিভ তৈরি হয়। যার বেশিরভাগই ছিলো অতিরঞ্জিত ন্যারেটিভ। তারমধ্যে একটি হলো ‘মুখের ভাষা কেড়ে নেওয়া’। শিল্পী আবদুল লতিফের গানের মধ্যে এরকম লাইন খুঁজে পাই:

“ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়
ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়।”

আবু জাফর ওবায়দুল্লাহ লিখেন ‘মাগো ওরা বলে’ কবিতা। যেই কবিতার মধ্যে পাই:

“মাগো ওরা বলে
সবার কথা কেড়ে নেবে।
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না।”

অথচ ভাষা আন্দোলন আদতে মুখের ভাষা কেড়ে নেবার বিপক্ষে আন্দোলন ছিলোনা, বরং বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে আন্দোলন ছিলো। যখন ভাষা আন্দোলন হয় ততদিনে এই অঞ্চলের প্রাদেশিক ভাষা হিশেবে বাংলা ভাষা স্বীকৃতি পেয়ে যায়। তাহলে কেন ভাষা আন্দোলনকে ‘মাতৃভাষা রক্ষার আন্দোলন’ নামে ট্যাগ দেওয়া হচ্ছে?

এইসব স্লোগানের মধ্যে মিথ্যে আবেগ থাকলেও সত্যের ছিটেফোঁটা নেই। ভারতে হিন্দি ভাষা অফিশিয়াল ভাষা হবার ফলে কি আসাম সহ ভারতের বাংলাভাষীদের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছে? কিংবা তামিল, তেলেগু এসব ভাষা কি হারিয়ে গেছে?

আবার, এই অঞ্চলের রাষ্ট্রভাষা বাংলা হবার ফলে কি এই অঞ্চলের আদিবাসীদের ভাষা কেড়ে নেওয়া হয়েছে?

আবহমান কাল থেকে এদেশের রাষ্ট্রভাষা ছিলো পালি, সংস্কৃত, ফারসি, ইংরেজি। অন্য ভাষা রাষ্ট্রভাষা হবার দরুন কখনো তো বাংলা ভাষা হারিয়ে যায়নি। উর্দু ভাষা রাষ্ট্রভাষা হবার দরুন মুখের ভাষা কেড়ে নেবার কথা যারা বলেন, সেটা একটা অতিরঞ্জিত আবেগ ছাড়া আর কিছু না।
আরেকটা মজার বিষয় হলো, ভাষা আন্দোলন যেখানে ছিলো মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন (মাতৃভাষা রক্ষার আন্দোলন নয়) সেখানে ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি ‘আন্তর্জাতিক রাষ্ট্রভাষা দিবস’ না হয়ে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিশেবে স্বীকৃতি লাভ করে!

পাঁচ.

ভাষা আন্দোলনের ফলে আমরা কী পেয়েছি? আর এই আন্দোলনের উদ্দেশ্যই বা কতটুকু সফল হয়েছে?

এতো বছর পর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে এখনো দেখতে পাই, বাংলা আজও এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার ভাষা হতে পারেনি। বিজ্ঞান, গবেষণার কাজগুলোর লেখার ভাষা আজও বাংলা হয়ে ওঠেনি। উচ্চতর প্রতিষ্ঠানগুলো যেমন- বিচার বিভাগ, ব্যাংক, বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের কাজে বাংলা ব্যবহারোপযোগী হয়ে উঠতে পারেনি। বাংলা কেবল কবিতা, উপন্যাস আর নাটক-সিনেমার ভাষা হয়ে আছে!

এমনকি যারা ভাষা আন্দোলনকে প্রমোট করেছিলেন তাদের ঘরের ভাষা পর্যন্ত এখন আর বাংলা নেই!

আবদুর রহিম নামের একজন লেখক একবার ইংল্যান্ডে বেড়াতে গিয়ে তার বন্ধু আবদুল গাফফার চৌধুরীর সাথে দেখা করতে চাইলেন, যিনি ছিলেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা।

আব্দুল গাফফার চৌধুরীর বাসায় টেলিফোন করলে এক মেয়ে ফোন ধরে বিশুদ্ধ ইংরেজি ভাষায় কথা বলা শুরু করলে তিনি একটু অবাক হয়ে ভাবলেন, ভুল জায়গায় ফোন করলাম কি-না। কিছুক্ষণ পর নিশ্চিত হলেন, ইংরেজি বলা মেয়েটি আবদুল গাফফার চৌধুরীর মেয়ে। পরে জানতে পারলেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর ছেলেমেয়েরা বাসায় নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলে! তাঁর ভাষায় বাংলা চলে না। [১০]

বাংলা ৮ ই ফাল্গুন ভাষা আন্দোলন হলেও ভাষা আন্দোলনের গান-কবিতায় যে তারিখটি জড়িয়ে আছে সেটিও বাংলা তারিখ নয়, ইংরেজি ২১ শে ফেব্রুয়ারি।

ভাষা আন্দোলনের তাত্ত্বিক উদ্দেশ্য কতটুকু পূরণ হয়েছে সেটা প্রশ্ন সাপেক্ষ। কিন্তু, এই আন্দোলন আমাদেরকে বানিয়েছে ‘ভাষিক মৌলবাদ’। যার ফলে উর্দু-ফারসি ভাষার প্রতি আমাদের তৈরি হয়েছে বিদ্বেষ। বাঙালী জাতীয়তাবাদ যারা লালন করে তাদের প্রায় প্রত্যেকেই এই দুটি ভাষাকে ঘৃণা করে।

পৃথিবীর সর্বত্র বহুভাষিতা যেখানে সাধারণ ঘটনা সেখানে আমরা সেই বিরল জাতিগুলোর একটি যারা একভাষী। আমরা না পারি ভালো বাংলা, না পারি ভালো ইংরেজি, না পারি ভালো আরবি। অথচ এদেশে সুলতানি শাসনামলে সুলতানদের ঘরের ভাষা ছিলো তুর্কি, ধর্মীয় ভাষা ছিলো আরবি আর রাজ-দরবারের ভাষা ছিলো ফারসি।

তথ্যসূত্র:

১। রবীন্দ্র জীবন ও সাহিত্য প্রবেশক, প্রভাতকুমার মুখোপাধ্যায়, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা ১৫১-১৫২।
২। মাতৃভাষার দৈন্য মোচন ও রবীন্দ্রনাথঃ অ-মাতৃভাষার অনুশীলন, মুহাম্মদ হাবিবুর রহমান, প্রবন্ধ ২।
৩। বাংলার সূর্য আজ আর অস্ত যায় না, মুহাম্মদ হাবিবুর রহমান।
৪। Post Independent India: Question of National Language (Selfstudyhistory)
৫। Hindi is at best, the language of a large minority,Rajaji, September 14, 1968.
৬। Post Independent India: Question of National Language (Selfstudyhistory)
৭। Quaid-i-Azam Mahomed Ali Jinnah Speeches, as governor general of Pakistan 1947-1948. Karachi: Pakistan Publication.
৮। বাংলাদেশের ইতিহাস, চতুর্থ খণ্ড, রমেশচন্দ্র মজুমদার।
৯। আহমদ ছফার সাক্ষাৎকার, বাংলাবাজার পত্রিকা, ৩১ জানুয়ারি - ২ ফেব্রুয়ারি, ১৯৯৯।
১০। সুপ্রভাত বাংলাদেশ, আব্দুর রহিম। ননী প্রকাশনী, ১৯৯৫।

লেখাটি আরিফুল ইসলামের।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০১

বিষাদ সময় বলেছেন: এ লেখা গুলোর উদ্দেশ্য হল আমাদের জাতীয় অর্জন গুলোকে সুকৌশলে বিতর্কিত করা এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



অর্জন অর্জন বলে এতো যে বিজ্ঞাপন দেন, তা বলেন দেখি আমাদের অর্জন কী কী?
ব্রিটিশ এবং জমিদারের শোষণ হতে মুক্তি পেতে পাকিস্তান কায়েম করা হলো, মুক্তি কি হয়েছে? হয়নি। মুক্তির জন্য পাকিস্তানকে বিদায় করে বাংলাদেশের জন্ম দেয়া হলো, মুক্তি কি হয়েছে? হয়নি, এলো সামরিক শাসক, নব্বইয়ের আন্দোলনে তাকেও বিদায় করা হলো, মুক্তি কি এসেছে?

ভাষার কথা বলছেন? আদৌ বাংলাদেশের সরকারি ভাষা কি বাংলা আছে? অফিস আদালতে কি বাংলা ব্যবহার হয়? সব বাদ দেন, হাইকোর্টের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কি বাংলায় রায় দেয়?
আগে এসব বললেই মৌলবাদ ট্যাগ দিয়ে দমিয়ে দেয়ার চেষ্টা করেছেন, এখন আর ঐ শব্দ ব্যাবহার করে সুবিধা করতে পারেন না, তাই নতুন শব্দ পাইছেন, 'ধর্ম বিদ্বেষ'। দেখানতো এখানে কোথায় কিভাবে কোন বাক্যে বা শব্দে ধর্ম বিদ্বেষ প্রকাশ পায়।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১১

সামিউল ইসলাম বাবু বলেছেন: নতুন কিছু তথ্য জানা হলো

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



কৃতজ্ঞতা

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৭

রানার ব্লগ বলেছেন: আপনার ইচ্ছা ও মতলোব দুইটাই প্রকাশ করুন নতুবা অনেকেই আপনার লুকায়িত লেজ খানা টেনে বের করে কাচি দিয়ে কেটে দিতে পারে ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



আমার ইচ্ছা আপনারা যেসব ঘটনা পাশকাটিয়ে যান সেগুলোও টেনে আনা।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: আপনার তথ্য গুলো সঠিক নয়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



তথ্যসূত্র দেয়াই আছে

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৫

বিষাদ সময় বলেছেন: যদি অর্জনের কথা বলেন- বিশ্ব মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারী, আজ ডজন ডজন জেনারেল বাঙালী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বাঙালী, অর্থনৈতিক সূচকে আমরা অনেক দেশের চেয়ে অগ্রগামী, দেশের আশিভাগ স্থানে কর্মকাণ্ড পরিচালিত হয় বাংলা দ্বারা আর যেখানে তা হয়না সেখানে ব্যবহার হয় আন্তার্জাতিক ইংরেজী ভাষা, অপ্রয়োজনীয় উর্দু নয় ইত্যাদি।

এ পোস্টের সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে "ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়" একটি গানের পঙতির লজিকাল বিশ্লেষণ। মুখের ভাষা যে কাইড়া নিতে চাই নাই তা শিক্ষিত শ্রেণীর সাবাই জানে। শিক্ষিত মানুষ এটাও জানে যে পাকিস্তানিরা কী কী অপকর্ম করেছিল। কাজেই ভাষার মাসে এসে হঠাৎ করে প্রতিষ্ঠিত বিতর্কিতদের ইনিয়ে বিনিয়ে পবিত্র করার চেষ্টাটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণদিত।

এই লেখায় মূল বিষয়টিই পাশ কাটানো হয়েছে- বাংলা ছিল পাকিস্তানের মেজরিটির মুখের ভাষা আর উর্দু ছিল বেশির ভাগ উর্দিপরা এবং এলিট শ্রেণীর মুখের ভাষা যা পাকিস্তানের মোট জনগোষ্ঠির ৭% মত হবে। কাজেই উর্দুকে রাষ্ট্রীয় ভাষা করাটা ছিল আগনতান্ত্রিক এবং অন্যায় । তাছাড়া উর্দু হরফে বাংলা লেখানোর চেষ্টা সহ অন্যান্য ষড়যন্ত্রের কথা এখানে বেমালুম চেপে যাওয়া হয়েছে।

অপরদিকে ভারতে মেজরিটি না হলেও সংখ্যার দিক থেকে হিন্দি ভাষা ভাষির সংখ্যা ছিল সর্বাধিক অতএব রবীন্দ্রনাথের হিন্দিকে সে দেশের রাষ্ট্র ভাষা করার কথা বলাটাই ন্যায় সঙ্গত। তিনি যদি বাংলা ভাষাকে ভারতের রাষ্ট্র ভাষা করতে বলতেন তবে তা হতো পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার মতই অন্যায্য।
বিভিন্নভাবে রবীন্দ্রনাথ কে বিতর্কিত কারার চেষ্টা দীর্ঘদিনের। বিস্তারিত আলোচনার সময় নাই। এই লেখার প্রায় প্রতিটি লাইন হলো ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং ভাষার মাসকে বিতর্কিত করার জন্য আংশিক সত্য তথ্যের সুকৌশলী উপস্হাপন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




ভাষা আন্দোলন যৌক্তিক ছিল, কিন্তু প্রেক্ষাপট নির্মোহ ভাবে তুলে ধরা হয়না। আবেগি বাঙালিকে আরো আরো আবেগের মধ্যে ঢুবিয়ে দেয়া হয়। আর আবেগের মধ্যে অন্ধত্বও থাকে। "ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়" তারমানে এটা বাস্তবায়ন হলে বাংলাদেশের কেউ আর বাংলায় কথা বলতে পারতো না। কিন্তু আসল বিষয়টা ছিল, উর্দু রাষ্ট্রভাষা হলে সিভিস সার্ভিস সহ বিভিন্ন সরকারি চাকরিতে বাঙালিরা পিছিয়ে যেত, বিপরীতে সংখ্যালঘু উর্দু ভাষীরা এগিয়ে যেত, ফলে এই উর্দু ভাষীদের কাছে কেবল বাঙালিরা নয়, তৎকালীন পাকিস্তানের অন্যান্ন ভাষাভাষীরাও জিম্মি হয়ে যেত। তখন ছিল এবং এখনও আছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্বপ্ন দেখে বিসিএস দিয়ে সরকারি চাকরি করবে (না, আমি বলছি না এ স্বপ্ন অন্যায়, বরং এটাই স্বাভাবিক, কারণ আল্টিমেটলি মানুষতো অর্থ উপার্জনের জন্যই পড়াশুনা করে)। রাষ্ট্রভাষা উর্দু হলে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন প্রায় অসম্ভব হয়ে যেত, এই বিষয়টাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভাষা আন্দোলনে যোগ দেয়ার একটা কারণ ছিল, কিন্তু এটা কি কখনো বলা হয়? যেই সত্য প্রকাশ করলে নিজেকে ছোট মনে হয় সেটা সকলেই এড়িয়ে যেতে চায়, এটা শুধু বাঙালির ক্ষেত্রে নয়, সকল জাতীয় ক্ষেত্রেই একই। তবে আমার মনে হয় এটা উচিত নয়, ইতিহাসকে নির্মোহভাবে প্রকাশ এবং গ্রহণ করা উচিত। আমি এমনো দেখেছি কিছু মানুষ ভাষা আন্দোলনে রক্ত ঝরার জন্য জিন্নাকে ভিলেন বানায়, অথচ বায়ান্নর ভাষা আন্দোলনের সারে তিন বছর আগেই মারা যাওয়া জিন্নার কঙ্কালও ততোদিনে মাটিতে মিশে গাছের খাদ্য হয়ে গেছে। আর জিন্নাহ নিজেও উর্দু ভাষা জানতেন না, তিনি নিজে ছিলেন গুজরাটি, তবে ভারত পাকিস্তান যেহেতু ধর্মের ভিত্তিতে ভাগ হয় এবং মুসলিম ধর্মের সাথে উর্দুর একটা সম্পর্ক ছিল, তাই তিনি উর্দুকে রাষ্ট্র ভাষা করার কথা বলেছিলেন। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিলে পশ্চিম পাকিস্তানের অন্য ভাষাভাষী জাতীরাও আন্দোলন করতে পারে, ফলে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ সৃষ্টি হয়ে পাকিস্তানের অখণ্ডতা হুমকির মুখে পড়তে পারে ভেবে তিনি উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলেছেন। যদিও তাঁর এই যুক্তি আমি যৌক্তিক মনে করি না, কিন্তু তৎকালীন প্রেক্ষাপটে ভারতের বিরুদ্ধে টিকে থাকার জন্য পাকিস্তানের অখণ্ডতাকে খুব বড় করে দেখা হতো।

মজার বিষয় হলো, সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, এবং তৎকালীন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নূরুল আমীন, এরা উভয়েই বাংলাদেশের মানুষ ছিল, তারা ক্ষমতায় থাকাকালীন ন্যয্য এবং যৌক্তিক দাবিতে বায়ান্নর ভাষা আন্দোলনে নামা ছাত্র জনতার উপর পুলিশ নির্বিচারে গুলি চালালো, অথচ তাদের নিয়ে কোন সমালোচনাও আমি দেখি না।

আপনার জানা থাকা উচিত
বাঙালির প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হওয়ার জন্য ব্রিটিশ হতে পাকিস্তান এবং পাকিস্তান হতে বাংলাদেশ করা হয়নি। ব্রিটিশ শোষন হতে অর্থনৈতিক মুক্তি পেতে আমরা আন্দোলন করে স্বাধীন পাকিস্তান সৃষ্টি করি, আবার পাকিস্তানের শোষণ হতে অর্থনৈতিক মুক্তি পেতে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করি। এই মুক্তিটাই আসল কথা, সেই অর্থনৈতিক মুক্তি কি হয়েছে? একসময় ব্রিটিশরা আমাদের শ্রমে উপার্জিত অর্থ লুটে তাদের দেশে নিয়েছে, তারপর পাকিস্তানিরা আমাদের লুটে তাদের গোলা ভরেছে, এখন বাঙালিরাই শ্রমজীবী মানুষের অর্থ লুট করে পশ্চিমা দেশে নিচ্ছে, এই তো অর্জন। এক সময় ব্রিটিশরা আমাদের ঢুকাইছে, তারপর পাকিস্তানিরা ঢুকাইছে, এখন আমাদের নিজেদের লোকই ঢুকচ্ছে!

তারপরেও তর্কের খাতিরে আপনার সাখে একমত হয়ে ধরেই নিলাম আমাদের লোকের প্রধানমন্ত্রী হওয়াটা আমাদের অর্জন। তাহলে তো বলবো আপনি ইতিহাসই জানেন না, এই অর্জন তো আমাদের ব্রিটিশ এবং পাকিস্তান আমলেও হয়েছে। একে ফজলুল হক, সোহরাওয়ার্দী এবং খাজা নাজিমুদ্দিন এনারা ব্রিটিশ পিরিয়ডেই বাংলার প্রধানমন্ত্রী হয়েছেন। পাকিস্তান পিরিয়ডে শুধু বাংলা নয় পুরা পাকিস্তানের প্রধানমন্ত্রীও তারা হয়েছেন। এবং বলে রাখি এই খাজা নাজিমুদ্দিনের আমলেই ভাষা আন্দোলনে পুলিশ গুলি চালিয়েছিল। সোহরাওয়ার্দী পুরা পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মাওলানা ভাসানী পূর্ববঙ্গে পূর্ণ স্বায়ত্তশাসনের কথা বললেও সোহরাওয়ার্দী তা এড়িয়ে যান।

বাইদ্যা হয়ে, আমাদের কোর্টে কেন আন্তর্জাতিক ভাষা থাকতে হবে? কোর্ট কি আন্তর্জাতিক বিচার হয়? আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা কেন ইংরেজিতে পড়াশুনা করবে? যে ভাষায় পড়াশুনা করতে গিয়ে আসল বিষয়ই ঠিকঠাক বুঝতে পারবে না। হ্যাঁ বিদেশি ছাত্রদের জন্য ইংরেজি মাধ্যম থাকতে পারে, কিন্তু বাঙালিরা যে ভাষায় পড়লে ভালো বুঝতে পারবে সে ভাষা বাদ দিয়ে কেন অন্য ভাষায় পড়তে হবে? আমাদের দেশে যেসব গবেষণা হয় সেগুলো কেন ইংরেজিতে হতে হবে? হ্যাঁ আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছাতে সেটা ইংরেজিতে অনুবাদ করা যেতে পারে, কিন্তু মুল গবেষণা কেন বাংলায় করা যাবে না? রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কি অনুবাদ করে বিশ্ব দরবারে পৌঁছানো হয়নি? হ্যাঁ আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজিতে কথা বলা আমাদের শেখা উচিত, কিন্তু সেটা কি হচ্ছে? ছোট্ট বেলা হতে গ্রামারের বই ধরিয়ে দেয়া হয়, একেবারে তরুণ হওয়া পর্যন্ত ঐ গ্রামার বই টানতে থাকি, ফলাফল হচ্ছে, ইংরেজিতে অনার্স মাস্টার্স করেও ইংরেজিতে কথা বলতে পারে না। অথচ কোন ভাষায় কথা বলার জন্য গ্রামার জানা জরুরী নয়, ইভেন গ্রামার মেনে মানুষ কথা বলেও না।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৯

হাসান জামাল গোলাপ বলেছেন: আপনার লেখা ও মন্তব্যে অনেক কিছু জানলাম। জুলভার্নের লেখাও পড়েছি এ বিষয়ে। বর্তমান কাল গুরুত্বপূর্ণ, একাধিক ভাষায় দখল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি বিজ্ঞানের বিষয়গুলি ইংলিসের কাছাকাছি থাকা উচিত। মাধ্যমিকে আরো বেশি বিষয় ইংলিশ মাধ্যমে পড়ার সুবিধা বাড়ানো উচিত। নইলে, জাতি বিশ্বায়নের যুগে আরো পিছিয়ে পড়বে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



ভুল, বাংলাদেশে উচ্চ শিক্ষার মাধ্যম ইংরেজি হওয়ায় বরং আমরা পিছিয়ে আছি। ইংরেজি হতে অনুবাদ করে বাংলাতেই পড়ানো উচিত। চায়না, জাপানের মতো দেশে মাতৃভাষায় উচ্চশিক্ষা নিচ্ছে, কই তারাতো পিছিয়ে নেই। বাংলা মাধ্যমে পড়ে যতটা বুঝতে পারবে ইংরেজি মাধ্যমে পড়ে সেটা পারবে না। তবে হ্যাঁ আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজিতে কথা বলা শেখাটা দরকারি। এর বাহিরেও একাধিক ভাষা শেখাটা ভালো।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৯

রানার ব্লগ বলেছেন: গোলাপ সাহেব জাপানি চিনারা তাদের নিজেদের ভাষায় কথা বলা ছাড়া অন্য ভাষা শিখতেই আগ্রহী না তো তারা মনে।হয় বাংলাদেশ য়হেকে অনেক আর লেখকের দিল কা টুকরা ফাকিস্তান থেকে অনেক অনেক দূর পিছিয়ে, তাই না?? কি বলেন??!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.