নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

ডিগ্রি নিলেই নমশূদ্র কখনো ব্রাহ্মণ হয় না।

২৫ শে মার্চ, ২০২৩ ভোর ৫:১৪


কেবল ডিগ্রি অর্জন করলেই শানিত মানুষ হওয়া যায় না। একজন শানিত মানুষ হতে হলে জীবনদর্শন, গভীর উপলব্ধি, উন্মুক্ত হৃদয়, এবং প্রাকৃতিক জ্ঞান থাকা অবশ্যক। এসবের অনুপস্থিতিতে যত ডিগ্রিই অর্জন করা হোক, অন্যসব প্রাণীর সাথে মানুষের দৈহিক পার্থক্য ছাড়া আর কোন পার্থক্য থাকে না। এক্ষেত্রে জেনে রাখা দরকার, আমাদের দৃশ্যমান শরীর একটি প্রানীদেহ মাত্র, মানুষ হচ্ছে সেই উপাদান যা চিন্তা করায়, মানুষ হচ্ছে মনস্তত্ত্ব।

সম্পদের হ্রাস বা বৃদ্ধি ঘটতে পারে, কিন্তু বড়লোক কখনোই ছোটলোক হয় না, আবার ছোটলোক কখনো বড়লোক হতে পারে না।

প্রাকৃতিকভাবেই পৃথিবীতে বিভিন্ন জাতের লোক রয়েছে, কেউ গভীর জ্ঞানের অধিকারী, কেউ বেশ বুদ্ধিমান, কেউ বোকা, কেউ শক্তিশালী, কেউ কৃপণ, কেউ বদমেজাজি বা উগ্র। এক্ষেত্রে সনাতন ধর্মে যে জাত বিভাজন করা হয়েছে সেটা একেবারে অযৌক্তিক মনে হয় না, এবং এই জাত অনুযায়ী কর্ম বুঝিয়ে দিলে সামাজিক কর্মদক্ষতা বৃদ্ধি পায়। যেমন জ্ঞানীরা সমাজ পরিচালনার পরামর্শ দেবে। বুদ্ধিমান এবং শক্তিশালীরা নেতৃত্ব দেবে। কৃপন, উগ্র, এবং বদমেজাজিরা অন্যসব মানুষের সেবা করবে।

কিন্তু এসব শূদ্রেরা যখন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের স্থান দখল করে, অর্থাৎ বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, বিচারক এবং আমলার মতো পদ দখল করে তখন সমাজে মারাত্মক ভাবে বিশৃঙ্খলা দেখা দেয়। মনে রাখা দরকার সমাজে সকল পেশারই উপযোগিতা রয়েছে। বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ীদের যেমন প্রয়োজন; মুচি, মেথর, ঝাড়ুদারেরও তেমন প্রয়োজন। যে যেই কাজের জন্য যোগ্য তার দ্বারা সেই কাজ করাতে হবে। তবে প্রত্যেকের মানবাধিকার এবং মৌলিক অধিকার রক্ষা করতে হবে। যার জন্ম হয়েছে পরিচ্ছন্নতাকর্মী হওয়ার জন্য, তাকে ডিগ্রি অর্জনের সুযোগ দিয়ে এবং উক্ত ডিগ্রির সনদ দেখে বিচারকের আসনে বসালে সমস্যা তো হবেই। জেলা প্রশাসক বানালে 'স্যার' ডাক শোনার জন্য হুংকার তো দেবেই। বগুড়ায় জজ এবং রংপুরের জেলা প্রশাসক একেকটি মডেল মাত্র, দেশের বিভিন্ন সেক্টরে এমন নিচু জাতের অনেকেই বহু গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছে।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২৩ ভোর ৫:২৮

সোনাগাজী বলেছেন:



অন্যদের কথা বলার আগে নিজের কথা বলেন; আপনার নিকের একাংশ হলো প্রকৌশলী, আপনি কি আসলেই প্রকৌশলী? আপনার লেখায় তো তা মনে হয় না।

২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৪৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



না, নকল।

২| ২৫ শে মার্চ, ২০২৩ ভোর ৫:৪১

অনল চৌধুরী বলেছেন: শূদ্রেরা যখন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের স্থান দখল করে -আর্যদের মতো চরম বর্ণবাদী ও মানবতাবিরোধী কথা।
কে শুদ্র আর কে ব্রাহ্মণ হবে-এটা নির্ধারণের মাপকাঠি কি হবে গায়ের রং না অর্থ-সম্পদ !!!!
ওই মহিলা জজও সবাইকে শুদ্র মনে করতো।
বাংলাদেশের সংবধিানও সবাইকে সমান মর্যাদা দিয়েছে।
সবাই সুযোগ পাবে । তারপর কেউ ক্ষমতা বা সুযোগের অপব্যাবহার করলে তার শাস্তি হবে, এটাই নিয়ম।

২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৪৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



গায়ের রং, বা অর্থসম্পদ কোনটাই না। মাপকাঠি হবে মানসিকতা

৩| ২৫ শে মার্চ, ২০২৩ ভোর ৬:১৮

কামাল১৮ বলেছেন: উন্মুক্ত হৃদয় ,ছোট লোক বড় লোক বলতে কি বুঝাতে চেয়েছেন ঠিক মতো বুঝি নাই।বর্তমানে কেউ বর্ণবাদে বিশ্বাস করে ভাবতেও অবাক লাগে।
কিছু ভালো কথার সাথে কিছু খারাপ কথা মিশায়ে ফেলেছেন।শুরুটা করেছিলেন ভালো,পরে লেজেগোবরে করে ফেলেছেন।যাই হোক আপনার মানষিকতার পরিচয় পাওয়া গেলো।

২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




সামাজিক কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এটা দরকার রয়েছে। আমি কোন কাজকে তো অবমূল্যায়ন করছি না, প্রতিটা কাজকেই মূল্যায়ন করেছি, যোগ্যতা অনুযায়ী কাজ বন্টন হলে সমাজের কল্যান। আপনি কি মনে করেন বগুড়ার ঐ মহিলার জজ কিংবা রংপুরের ঐ ডিসি উক্ত পদের জন্য যোগ্য? আপনার বা রাষ্ট্রের যোগ্যতা নির্ধারণের মাপকাঠিতে এরা যোগ্য হলেও আমার কাছে তারা অযোগ্য, শুধু তারা নয় রাষ্ট্র এবং সমাজের প্রতিটি স্তরে এরা রয়েছে, ফলে সমাজের মানুষকে নানান দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। অতি আধুনিকতার নামে সবাইকে দিয়ে সবকাজ করাতে গিয়ে জগাখিচুরি পাকিয়ে যাচ্ছে। আধুনিক সমাজে সমতা কনসেপ্ট সবচেয়ে অবাস্তব একটা কনসেপ্ট, এটাকে ব্যাবহার করে হিপোক্রেসি করা খুব সহজ। আমি নৈতিকতার কনসেপ্টে বিশ্বাসী। এই যে এত সমতার কথা বলেন, আপনার মেয়ে যদি কোন মুচির সঙ্গে প্রেম করে বিষয়টা মেনে নেবেন? তখন কিস্তু আপনি নিজেও বর্ণবাদী হয়ে যাবেন।

৪| ২৫ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালোই লিখছিলেন কিন্তু মাঝখানে এবং শেষের দিকে আপনার লেখার মধ্যে বর্ণবাদ ঢুকে গেছে। মেথরের ছেলে মেথর হবে এমন কোন কথা নাই। মেধা বংশ পরম্পরায় সব সময় প্রবাহিত হয় না। গোবরে পদ্ম ফুল ফোটে আবার ভালো পরিবারের ছেলে বিপথে যায়।

তবে অনেক বড় পদে থাকা মানুষ পারিবারিক শিক্ষার অভাবের কারণে দাম্ভিক আচরণ করে এবং ক্ষমতার অপব্যবহার করে। এই ধরণের ঘটনা ইদানিং প্রায়ই শোনা যাচ্ছে।

২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আমি কখন বললাম মেথরের ছেলেকে মেথরই হতে হবে? বরং আমি মনে করি ব্রাহ্মণের ছেলে শূদ্র হতে পারে, আবার শূদ্রের ছেলে ব্রাহ্মণও হতে পারে। কে কী হবে সেটা তার পূর্বপুরুষের উপর নয়, সেটা ডিপেন্ড করবে তার থেসিট নলেজের উপর।

৫| ২৫ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: আমি ৩ নং মন্তব্যের সাথে যাবো।

২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আমি কখন বললাম মেথরের ছেলেকে মেথরই হতে হবে? বরং আমি মনে করি ব্রাহ্মণের ছেলে শূদ্র হতে পারে, আবার শূদ্রের ছেলে ব্রাহ্মণও হতে পারে। কে কী হবে সেটা তার পূর্বপুরুষের উপর নয়, সেটা ডিপেন্ড করবে তার থেসিট নলেজের উপর।

৬| ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:১৯

নাহল তরকারি বলেছেন: সুন্দর লেখা।

২৫ শে মার্চ, ২০২৩ রাত ৮:৪৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



কৃতজ্ঞতা

৭| ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৩

রানার ব্লগ বলেছেন: তীব্র বর্নবাদ সম্পন্ন পোস্ট। নিন্দা জানাই।

২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



সামাজিক কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এটা দরকার রয়েছে। আমি কোন কাজকে তো অবমূল্যায়ন করছি না, প্রতিটা কাজকেই মূল্যায়ন করেছি, যোগ্যতা অনুযায়ী কাজ বন্টন হলে সমাজের কল্যান। আপনি কি মনে করেন বগুড়ার ঐ মহিলার জজ কিংবা রংপুরের ঐ ডিসি উক্ত পদের জন্য যোগ্য? আপনার বা রাষ্ট্রের যোগ্যতা নির্ধারণের মাপকাঠিতে এরা যোগ্য হলেও আমার কাছে তারা অযোগ্য, শুধু তারা নয় রাষ্ট্র এবং সমাজের প্রতিটি স্তরে এরা রয়েছে, ফলে সমাজের মানুষকে নানান দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। অতি আধুনিকতার নামে সবাইকে দিয়ে সবকাজ করাতে গিয়ে জগাখিচুরি পাকিয়ে যাচ্ছে। আধুনিক সমাজে সমতা কনসেপ্ট সবচেয়ে অবাস্তব একটা কনসেপ্ট, এটাকে ব্যাবহার করে হিপোক্রেসি করা খুব সহজ। আমি নৈতিকতার কনসেপ্টে বিশ্বাসী। এই যে এত সমতার কথা বলেন, আপনার মেয়ে যদি কোন মুচির সঙ্গে প্রেম করে বিষয়টা মেনে নেবেন? তখন কিস্তু আপনি নিজেও বর্ণবাদী হয়ে যাবেন।

৮| ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৬

সোনালি কাবিন বলেছেন: কামাল সাহেবের সাথে সহমত।

২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




সামাজিক কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এটা দরকার রয়েছে। আমি কোন কাজকে তো অবমূল্যায়ন করছি না, প্রতিটা কাজকেই মূল্যায়ন করেছি, যোগ্যতা অনুযায়ী কাজ বন্টন হলে সমাজের কল্যান। আপনি কি মনে করেন বগুড়ার ঐ মহিলার জজ কিংবা রংপুরের ঐ ডিসি উক্ত পদের জন্য যোগ্য? আপনার বা রাষ্ট্রের যোগ্যতা নির্ধারণের মাপকাঠিতে এরা যোগ্য হলেও আমার কাছে তারা অযোগ্য, শুধু তারা নয় রাষ্ট্র এবং সমাজের প্রতিটি স্তরে এরা রয়েছে, ফলে সমাজের মানুষকে নানান দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। অতি আধুনিকতার নামে সবাইকে দিয়ে সবকাজ করাতে গিয়ে জগাখিচুরি পাকিয়ে যাচ্ছে। আধুনিক সমাজে সমতা কনসেপ্ট সবচেয়ে অবাস্তব একটা কনসেপ্ট, এটাকে ব্যাবহার করে হিপোক্রেসি করা খুব সহজ। আমি নৈতিকতার কনসেপ্টে বিশ্বাসী। এই যে এত সমতার কথা বলেন, আপনার মেয়ে যদি কোন মুচির সঙ্গে প্রেম করে বিষয়টা মেনে নেবেন? তখন কিস্তু আপনি নিজেও বর্ণবাদী হয়ে যাবেন।

৯| ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৫৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উদ্দেশ্য ভালো কিন্তু প্রকাশভঙ্গী ঠিক না।

২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



সামাজিক কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এটা দরকার রয়েছে। আমি কোন কাজকে তো অবমূল্যায়ন করছি না, প্রতিটা কাজকেই মূল্যায়ন করেছি, যোগ্যতা অনুযায়ী কাজ বন্টন হলে সমাজের কল্যান। আপনি কি মনে করেন বগুড়ার ঐ মহিলার জজ কিংবা রংপুরের ঐ ডিসি উক্ত পদের জন্য যোগ্য? রাষ্ট্রের যোগ্যতা নির্ধারণের মাপকাঠিতে এরা যোগ্য হলেও আমার কাছে তারা অযোগ্য, শুধু তারা নয় রাষ্ট্র এবং সমাজের প্রতিটি স্তরে এরা রয়েছে, ফলে সমাজের মানুষকে নানান দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। অতি আধুনিকতার নামে সবাইকে দিয়ে সবকাজ করাতে গিয়ে জগাখিচুরি পাকিয়ে যাচ্ছে। আধুনিক সমাজে সমতা কনসেপ্ট সবচেয়ে অবাস্তব একটা কনসেপ্ট, এটাকে ব্যাবহার করে হিপোক্রেসি করা খুব সহজ। আমি নৈতিকতার কনসেপ্টে বিশ্বাসী।

১০| ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনার পূর্বপুরুষ কি জমিদার ছিলেন?

জমিদার হয়ে থাকলে আপনার নামের সাথে কোন পদবী দেখছি না যে!

২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




না।
তবে সমাজের জমিদারের বংশধর বলে অনেকের মধ্যে অহংকার আছে। আমার মতে পূর্বপুরুষের অবস্থান নিয়ে গর্ব করার কোন সুযোগ নেই। তবুও জমিদারের বংশধর হিসেবে যদি কিছু করতেই হয় তবে লজ্জা করা উচিত, কারণ জমিদার মানেই ব্রিটিশের পা-চাটা গোলাম। তারচেয়ে ব্রিটিশের বিরুদ্ধে প্রতিবাদ করা একজন কৃষকের বংশধর হওয়াটা ভালো।

১১| ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এই পোস্ট প্রথম পাতায় থাকে কি করে!!!

মডু কি এখনো চকবাজারে???

১২| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৬ শে মার্চ, ২০২৩ রাত ৩:৫৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



আচ্ছা

১৩| ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৪

রানার ব্লগ বলেছেন: মুচি যদি বাটা কম্পানির মতো উদক্তা হয় আমার কোন সমস্যা নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.